বিশেষ প্রতিনিধি, ঢাকা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।
এ নিয়ে আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।
সাংবাদিকেরা এ বিষয়ে অবস্থান জানতে চাইলে উপদেষ্টা বলেন, স্বেচ্ছায় পদত্যাগ করবেন না তিনি। পদত্যাগের বিষয়টি তিনি সরকারের হাতে ছেড়ে দিয়েছেন।
গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। অবশ্য স্বাস্থ্য মন্ত্রণালয় ২৯ জনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।
ঘটনার দিন পরীক্ষার্থীসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে পরের দিন অর্থাৎ ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবি তোলা হয়। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত আসেনি।
পরে সোমবার দিবাগত রাত ৩টার দিকে ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের কথা ফেসবুকে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আধা ঘণ্টা পর একই তথ্য জানিয়ে একটি পোস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
এরপর মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রুটিন অনুযায়ী ২৪ জুলাই রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা) /ইতিহাস দ্বিতীয় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র/উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।
২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে গভীর রাত পর্যন্ত সময় লাগার ঘটনায় ক্ষুব্ধ করে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের। গতকাল মঙ্গলবার তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করে।
শিক্ষার্থীদের দাবি মেনে পদত্যাগ করবেন কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে উপদেষ্টা সি আর আবরার বলেন, ‘আমার পদত্যাগ চাওয়া হয়েছে। নিজে থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। কারণ এখানে আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না।’
তিনি বলেন, ‘আমার নিয়োগকর্তা রয়েছেন। তাঁরা যদি মনে করেন এখানে ব্যত্যয় ঘটেছিল, আমাকে যেতে বললে অবশ্যই চলে যাব। এখানে আক্ষেপ করার, নিজেকে জাস্টিফাই করার কিছু নেই।’
শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে গতকাল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘ঊর্ধ্বতন কমিটির সিদ্ধান্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না।’
আরও খবর পড়ুন:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।
এ নিয়ে আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।
সাংবাদিকেরা এ বিষয়ে অবস্থান জানতে চাইলে উপদেষ্টা বলেন, স্বেচ্ছায় পদত্যাগ করবেন না তিনি। পদত্যাগের বিষয়টি তিনি সরকারের হাতে ছেড়ে দিয়েছেন।
গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। অবশ্য স্বাস্থ্য মন্ত্রণালয় ২৯ জনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।
ঘটনার দিন পরীক্ষার্থীসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে পরের দিন অর্থাৎ ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবি তোলা হয়। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত আসেনি।
পরে সোমবার দিবাগত রাত ৩টার দিকে ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের কথা ফেসবুকে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আধা ঘণ্টা পর একই তথ্য জানিয়ে একটি পোস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
এরপর মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রুটিন অনুযায়ী ২৪ জুলাই রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা) /ইতিহাস দ্বিতীয় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র/উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।
২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে গভীর রাত পর্যন্ত সময় লাগার ঘটনায় ক্ষুব্ধ করে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের। গতকাল মঙ্গলবার তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করে।
শিক্ষার্থীদের দাবি মেনে পদত্যাগ করবেন কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে উপদেষ্টা সি আর আবরার বলেন, ‘আমার পদত্যাগ চাওয়া হয়েছে। নিজে থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। কারণ এখানে আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না।’
তিনি বলেন, ‘আমার নিয়োগকর্তা রয়েছেন। তাঁরা যদি মনে করেন এখানে ব্যত্যয় ঘটেছিল, আমাকে যেতে বললে অবশ্যই চলে যাব। এখানে আক্ষেপ করার, নিজেকে জাস্টিফাই করার কিছু নেই।’
শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে গতকাল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘ঊর্ধ্বতন কমিটির সিদ্ধান্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না।’
আরও খবর পড়ুন:
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
৪ ঘণ্টা আগেপদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ঋণচুক্তির সময় ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) উল্লেখ না থাকা কিছু কাজ পরে প্রয়োজনে যুক্ত হয়েছে। বাড়তি এসব কাজে খরচ হয়েছে ৭৭ মিলিয়ন মার্কিন ডলার (ডলারের বর্তমান বিনিময়হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪৭ কোটি টাকা)। এই টাকা ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রকল্পটিতে
১০ ঘণ্টা আগেজুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়ন পদ্ধতি কী হবে, তা নিয়ে আজ রোববার (১০ আগস্ট) থেকে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে তাঁরা প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের মতামত, গণভোট ও অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা
১৫ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। দেশটির শ্রম বাজারের বাংলাদেশ থেকে সর্বোচ্চ জনশক্ত
১৫ ঘণ্টা আগে