নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কসংক্রান্ত সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ–সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ এই রুল জারি করেন।
এর আগে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসান ও মানবাধিকার সংগঠন ‘এইড ফর ম্যান ফাউন্ডেশন’–এর পক্ষ থেকে রিট দায়ের করা হয়। গত ৭ এপ্রিল রিটটি দায়ের করা হয়।
গত ২৫ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর গেজেট প্রকাশ করা হয়। সংশোধিত আইনের ৯(খ) ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি দৈহিক বলপ্রয়োগ ব্যতীত বিবাহের প্রলোভন দেখিয়ে ষোল বৎসরের অধিক বয়সের কোনো নারীর সঙ্গে যৌনকর্ম করেন এবং যদি উক্ত ঘটনার সময় উক্ত ব্যক্তির সহিত উক্ত নারীর আস্থাভাজন সম্পর্ক থাকে, তাহলে উক্ত ব্যক্তি অনধিক সাত বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন।’
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। তিনি বলেন, সংশোধিত আইনের ৯(খ) ধারা অনুযায়ী বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের সাজার বিধান কেন অসাংবিধানিক নয়, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এটি একটি বৈষম্যমূলক ধারা। কেননা প্রতিশ্রুতি নারী বা পুরুষ যে কেউই না রাখতে পারেন। কিন্তু শুধু পুরুষের শাস্তির বিধান করা হয়েছে। শুধু একজনকে দায়ী করা অসাংবিধানিক। এটি থাকলে পাঁচ বছর পর এসে বলবে—সম্পর্ক ছিল, বিয়ে করেনি, অতএব তার (পুরুষ) বিরুদ্ধে মামলা দাও।
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কসংক্রান্ত সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ–সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ এই রুল জারি করেন।
এর আগে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসান ও মানবাধিকার সংগঠন ‘এইড ফর ম্যান ফাউন্ডেশন’–এর পক্ষ থেকে রিট দায়ের করা হয়। গত ৭ এপ্রিল রিটটি দায়ের করা হয়।
গত ২৫ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর গেজেট প্রকাশ করা হয়। সংশোধিত আইনের ৯(খ) ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি দৈহিক বলপ্রয়োগ ব্যতীত বিবাহের প্রলোভন দেখিয়ে ষোল বৎসরের অধিক বয়সের কোনো নারীর সঙ্গে যৌনকর্ম করেন এবং যদি উক্ত ঘটনার সময় উক্ত ব্যক্তির সহিত উক্ত নারীর আস্থাভাজন সম্পর্ক থাকে, তাহলে উক্ত ব্যক্তি অনধিক সাত বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন।’
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। তিনি বলেন, সংশোধিত আইনের ৯(খ) ধারা অনুযায়ী বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের সাজার বিধান কেন অসাংবিধানিক নয়, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এটি একটি বৈষম্যমূলক ধারা। কেননা প্রতিশ্রুতি নারী বা পুরুষ যে কেউই না রাখতে পারেন। কিন্তু শুধু পুরুষের শাস্তির বিধান করা হয়েছে। শুধু একজনকে দায়ী করা অসাংবিধানিক। এটি থাকলে পাঁচ বছর পর এসে বলবে—সম্পর্ক ছিল, বিয়ে করেনি, অতএব তার (পুরুষ) বিরুদ্ধে মামলা দাও।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
৩০ মিনিট আগেসব ঠিক থাকলে মাস ছয়েক পরে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর জোরেশোরে বইছে নির্বাচনী হাওয়া। প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচনের কাজে সংশ্লিষ্ট সব সংস্থা। পুলিশও প্রস্তুতি নিচ্ছে তাদের দায়িত্ব পালনে। এ জন্য ভোটের মাঠে যেসব উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) দায়িত্ব পালন করবেন,
১ ঘণ্টা আগেগত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
৬ ঘণ্টা আগেবিবৃতিতে বলা হয়, সরকার গণমাধ্যমে স্বচ্ছতা, সুরক্ষা ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এই মূল্যবোধ সংরক্ষণ ও বৃদ্ধির জন্য সব অংশীজনের একসঙ্গে কাজ করা দরকার। দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যমে সম্পাদকীয়, পরিচালনাগত বা ব্যবসায়িক দিকগুলোতে হস্তক্ষেপ করেনি।
৭ ঘণ্টা আগে