নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আদমশুমারির জন্য ৩ লাখ ৯৫ হাজার ট্যাবলেট কেনার প্রস্তাব এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক কমপ্লেক্সে পর্দা সরবরাহ ও স্থাপনের আরেকটি প্রস্তাব বাতিল করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ বুধবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে ৪৯৮ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার ৯৪ টাকার অন্য চারটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে ক্রয় প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন।
অর্থমন্ত্রী বলেন, বৈঠকে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য দুটি এবং ক্রয়-সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য ছয়টি প্রস্তাব উত্থাপন করা হয়। ক্রয় কমিটির প্রস্তাবগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের দুটি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের একটি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রস্তাব ছিল।
বৈঠকে, ‘পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ (২য় পর্যায়) ’ প্রকল্পের আওতায় (তিন পার্বত্য জেলার জন্য) ১০০ ওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ৪০ হাজার সোলার হোম সিস্টেম ও ৩২০ ওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ২ হাজার ৫০০ সোলার কমিউনিটি সিস্টেম কেনার জন্য ‘বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড’-এর কাছ থেকে ২০৪ কোটি ৩৩ লাখ ২৫ হাজার টাকায় সোলার সিস্টেম সরবরাহ ও স্থাপনের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া বছরের প্রথম দিনে শিশুদের মধ্যে নতুন পাঠ্যপুস্তক বিনা মূল্যে বিতরণের জন্য ২০২২ শিক্ষাবর্ষের বিভিন্ন স্তরের বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য প্রথম ধাপে ছয় প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। এ ছয় প্রতিষ্ঠান ১ কোটি ৬৮ লাখ ৩০ হাজার ৯৭১ কপি বই সরবরাহ করবে। এ জন্য ব্যয় হবে ৫৯ কোটি ৩৬ লাখ ৮১ হাজার ৮৪৪ টাকা।
বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার থেকে দ্বিতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাতের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি হবে। সারের দাম টনপ্রতি ৪৬১ দশমিক ৬৭ ডলার হিসাবে মোট ১১৭ কোটি ৬৫ লাখ ৬৫ হাজার ৯৯৫ টাকা। এ ছাড়া ২০২১-২২ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি আরবের সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন (সাবিক) থেকে তৃতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১১৭ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ২৫৫ টাকা।
বৈঠকে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের আওতায় ট্যাবলেট ফর ক্যাপি (কম্পিউটার অ্যাসিস্টেড পারসোনাল ইন্টারভিউইং) ফর মেইন সেনসাস ক্রয়ের একটি প্রস্তাব ফেরত দিয়েছে কমিটি। আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর মাঠপর্যায়ে জনশুমারির তথ্য সংগ্রহের জন্য জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের আওতায় ৩ লাখ ৯৫ হাজার ট্যাবলেট কেনার জন্য দরপত্র আহ্বান করা হলে শর্ত পূরণ না হওয়ায় দরপত্র মূল্যায়ন কমিটি সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানটিকে নন-রেসপন্সিভ ঘোষণা করে। ক্রয় কমিটি প্রস্তাবটি বাতিল করেছে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন জানান, প্রস্তাবটি বাতিল করে পুনঃদরপত্রের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া পাবনার ঈশ্বরদীতে বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক কমপ্লেক্সে পর্দা সরবরাহ এবং স্থাপনের আরেকটি প্রস্তাব দাম বেশি হওয়ায় বাতিল করেছে কমিটি। পাশাপাশি অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চট্টগ্রামের বাঁশখালী এলাকায় নির্মাণাধীন এসএস পাওয়ার লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালনের জন্য হাতে নেওয়া একটি পিপিপিভিত্তিক প্রকল্প বাতিল করা হয়েছে।
আদমশুমারির জন্য ৩ লাখ ৯৫ হাজার ট্যাবলেট কেনার প্রস্তাব এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক কমপ্লেক্সে পর্দা সরবরাহ ও স্থাপনের আরেকটি প্রস্তাব বাতিল করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ বুধবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে ৪৯৮ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার ৯৪ টাকার অন্য চারটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে ক্রয় প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন।
অর্থমন্ত্রী বলেন, বৈঠকে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য দুটি এবং ক্রয়-সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য ছয়টি প্রস্তাব উত্থাপন করা হয়। ক্রয় কমিটির প্রস্তাবগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের দুটি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের একটি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রস্তাব ছিল।
বৈঠকে, ‘পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ (২য় পর্যায়) ’ প্রকল্পের আওতায় (তিন পার্বত্য জেলার জন্য) ১০০ ওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ৪০ হাজার সোলার হোম সিস্টেম ও ৩২০ ওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ২ হাজার ৫০০ সোলার কমিউনিটি সিস্টেম কেনার জন্য ‘বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড’-এর কাছ থেকে ২০৪ কোটি ৩৩ লাখ ২৫ হাজার টাকায় সোলার সিস্টেম সরবরাহ ও স্থাপনের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া বছরের প্রথম দিনে শিশুদের মধ্যে নতুন পাঠ্যপুস্তক বিনা মূল্যে বিতরণের জন্য ২০২২ শিক্ষাবর্ষের বিভিন্ন স্তরের বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য প্রথম ধাপে ছয় প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। এ ছয় প্রতিষ্ঠান ১ কোটি ৬৮ লাখ ৩০ হাজার ৯৭১ কপি বই সরবরাহ করবে। এ জন্য ব্যয় হবে ৫৯ কোটি ৩৬ লাখ ৮১ হাজার ৮৪৪ টাকা।
বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার থেকে দ্বিতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাতের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি হবে। সারের দাম টনপ্রতি ৪৬১ দশমিক ৬৭ ডলার হিসাবে মোট ১১৭ কোটি ৬৫ লাখ ৬৫ হাজার ৯৯৫ টাকা। এ ছাড়া ২০২১-২২ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি আরবের সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন (সাবিক) থেকে তৃতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১১৭ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ২৫৫ টাকা।
বৈঠকে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের আওতায় ট্যাবলেট ফর ক্যাপি (কম্পিউটার অ্যাসিস্টেড পারসোনাল ইন্টারভিউইং) ফর মেইন সেনসাস ক্রয়ের একটি প্রস্তাব ফেরত দিয়েছে কমিটি। আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর মাঠপর্যায়ে জনশুমারির তথ্য সংগ্রহের জন্য জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের আওতায় ৩ লাখ ৯৫ হাজার ট্যাবলেট কেনার জন্য দরপত্র আহ্বান করা হলে শর্ত পূরণ না হওয়ায় দরপত্র মূল্যায়ন কমিটি সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানটিকে নন-রেসপন্সিভ ঘোষণা করে। ক্রয় কমিটি প্রস্তাবটি বাতিল করেছে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন জানান, প্রস্তাবটি বাতিল করে পুনঃদরপত্রের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া পাবনার ঈশ্বরদীতে বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক কমপ্লেক্সে পর্দা সরবরাহ এবং স্থাপনের আরেকটি প্রস্তাব দাম বেশি হওয়ায় বাতিল করেছে কমিটি। পাশাপাশি অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চট্টগ্রামের বাঁশখালী এলাকায় নির্মাণাধীন এসএস পাওয়ার লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালনের জন্য হাতে নেওয়া একটি পিপিপিভিত্তিক প্রকল্প বাতিল করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের (এডি) ভারপ্রাপ্ত দায়িত্ব পাওয়া প্রশাসনিক কর্মকর্তারা নির্ধারিত পোশাকে অভিযানে যাচ্ছেন। তাঁরা অস্ত্র চালানোর প্রশিক্ষণের জন্যও মনোনীত হয়েছেন। অধিদপ্তরের বিধিতে প্রশাসনিক কর্মকর্তাদের জন্য এমন সুযোগ না থাকায় এ নিয়ে প্রশ্ন ও আপত্তি তুলেছেন অন্য...
৫ ঘণ্টা আগেবৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব পবিত্র বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দেশের সব বৌদ্ধ ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
৭ ঘণ্টা আগেরিপাবলিক বাংলা, এ-টিমসহ কিছু গণমাধ্যম, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বাংলাদেশ সম্পর্কে ক্রমাগত ভুল তথ্য ও অপতথ্য ছড়ানো হচ্ছে। এসব চ্যানেল ও পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
৭ ঘণ্টা আগেভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় দুই দেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
৯ ঘণ্টা আগে