কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘ দিন ধরে স্থগিত থাকা সরকারি পর্যায়ের বৈঠকগুলো শিগগিরই শুরু করার তাগিদ দিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি। আজ সোমবার সন্ধ্যায় পাকিস্তান হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার পাকিস্তান হাউস, ইসলামাবাদ ভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ‘পাকিস্তান বাংলাদেশ ইকোনমিক রিলেশন: ফারদার কোঅপারেশ’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি। উপস্থিত ছিলেন বাংলাদেশি শীর্ষ ব্যবসায়ীবৃন্দসহ পাকিস্তানের শীর্ষ ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ। ওয়েবিনারটি সঞ্চালনা করেন পাকিস্তান হাউসের গবেষণা সহযোগী শায়েস্তা রিয়াজ।
ওয়েবিনারে পাকিস্তান হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি বলেন, দুই দেশের সরকারি পর্যায়ে বেশ কিছু বৈঠক রয়েছে, যেমন যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের মতো এ বৈঠকগুলো যত দ্রুত সম্ভব শুরু হওয়া দরকার। এ বৈঠকগুলো দীর্ঘ দিন ধরে হয়নি। তবে দুই দেশের সরকার বৈঠকগুলো আবারও শুরু করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। ব্যবসায়ী ও রপ্তানিকারকরা ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা বিবেচনায় নেওয়া জরুরি বলেও জানান তিনি।
বাংলাদেশকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) ব্যবহারের প্রস্তাব দিয়ে পাকিস্তানের হাইকমিশনার বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা সিপিইসি যোগযোগ ব্যবস্থা ব্যবহার করতে পারে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কিছু সমস্যা থাকতে পারে। তবে সৌভাগ্য বসত বাংলাদেশ ও পাকিস্তানের নেতৃত্ব সম্পর্ককে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
আলোচনায় এসিআই কেমিক্যালের ব্যবসায়িক পরিচালক মঞ্জুর রশিদ বলেন, দেশগুলোর টেকসই থাকার জন্য দ্বিপক্ষীয় বাণিজ্য খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েক বছর ধরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরিকে পাকিস্তান খুবই গুরুত্ব দিচ্ছে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সমস্যা থাকলেও দুই দেশের ব্যবসায়ীরা দ্বিপক্ষীয় বাণিজ্যের গুরুত্ব বোঝে। সিপিইসি খুবই গুরুত্ব বহন করে। সিপিইসি ব্যবহারের সুযোগ বাংলাদেশে সমৃদ্ধি নিয়ে আসবে। কারণ ৩০ থেকে ৪০ শতাংশ আমদানি চীন থেকে হয়ে থাকে। সিপিইসিকে বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে নিয়ে আসার প্রস্তাব দেন তিনি।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘ দিন ধরে স্থগিত থাকা সরকারি পর্যায়ের বৈঠকগুলো শিগগিরই শুরু করার তাগিদ দিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি। আজ সোমবার সন্ধ্যায় পাকিস্তান হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার পাকিস্তান হাউস, ইসলামাবাদ ভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ‘পাকিস্তান বাংলাদেশ ইকোনমিক রিলেশন: ফারদার কোঅপারেশ’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি। উপস্থিত ছিলেন বাংলাদেশি শীর্ষ ব্যবসায়ীবৃন্দসহ পাকিস্তানের শীর্ষ ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ। ওয়েবিনারটি সঞ্চালনা করেন পাকিস্তান হাউসের গবেষণা সহযোগী শায়েস্তা রিয়াজ।
ওয়েবিনারে পাকিস্তান হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি বলেন, দুই দেশের সরকারি পর্যায়ে বেশ কিছু বৈঠক রয়েছে, যেমন যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের মতো এ বৈঠকগুলো যত দ্রুত সম্ভব শুরু হওয়া দরকার। এ বৈঠকগুলো দীর্ঘ দিন ধরে হয়নি। তবে দুই দেশের সরকার বৈঠকগুলো আবারও শুরু করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। ব্যবসায়ী ও রপ্তানিকারকরা ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা বিবেচনায় নেওয়া জরুরি বলেও জানান তিনি।
বাংলাদেশকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) ব্যবহারের প্রস্তাব দিয়ে পাকিস্তানের হাইকমিশনার বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা সিপিইসি যোগযোগ ব্যবস্থা ব্যবহার করতে পারে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কিছু সমস্যা থাকতে পারে। তবে সৌভাগ্য বসত বাংলাদেশ ও পাকিস্তানের নেতৃত্ব সম্পর্ককে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
আলোচনায় এসিআই কেমিক্যালের ব্যবসায়িক পরিচালক মঞ্জুর রশিদ বলেন, দেশগুলোর টেকসই থাকার জন্য দ্বিপক্ষীয় বাণিজ্য খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েক বছর ধরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরিকে পাকিস্তান খুবই গুরুত্ব দিচ্ছে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সমস্যা থাকলেও দুই দেশের ব্যবসায়ীরা দ্বিপক্ষীয় বাণিজ্যের গুরুত্ব বোঝে। সিপিইসি খুবই গুরুত্ব বহন করে। সিপিইসি ব্যবহারের সুযোগ বাংলাদেশে সমৃদ্ধি নিয়ে আসবে। কারণ ৩০ থেকে ৪০ শতাংশ আমদানি চীন থেকে হয়ে থাকে। সিপিইসিকে বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে নিয়ে আসার প্রস্তাব দেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার লন্ডন থেকে ঢাকায় ফিরছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে। এ ফ্লাইটে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত কেবিন ক্রুদের তালিকা চূড়ান্ত করা হলেও শেষ মুহূর্তে সরিয়ে দেওয়া হয়েছে দুজনকে।
২০ মিনিট আগেশ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ না করা প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রস্তাব দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। মে দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে
২৪ মিনিট আগেরাজনৈতিক দলগুলোর সহযোগিতার মাধ্যমে জুলাই সনদ তৈরি করা হবে মন্তব্য করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতীয় সনদ নতুন বাংলাদেশ গড়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
৩ ঘণ্টা আগেবিভিন্ন রকম আদর্শিক অবস্থান থেকে তাদের মতামত দিয়েছেন। আমরা আশা করি, জাতীয় স্বার্থে, রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকে যার যার অবস্থান থেকে বলবেন, প্রত্যেকটা দল ও জোট কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন।
৭ ঘণ্টা আগে