Ajker Patrika

মিয়ানমারে ত্রাণ হস্তান্তর শেষে দেশে ফিরল নৌবাহিনীর জাহাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ত্রাণসহায়তা হস্তান্তর শেষে মিয়ানমারে আটক বাংলাদেশি নাগরিকদের নিয়ে দেশে ফিরেছে নৌবাহিনীর জাহাজ। ছবি: আইএসপিআর
ত্রাণসহায়তা হস্তান্তর শেষে মিয়ানমারে আটক বাংলাদেশি নাগরিকদের নিয়ে দেশে ফিরেছে নৌবাহিনীর জাহাজ। ছবি: আইএসপিআর

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে তৃতীয় ধাপে ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর শেষে আজ মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’। বাংলাদেশ থেকে মিয়ানমারে পাঠানো ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল এবং বিভিন্ন সময়ে মিয়ানমারে আটকে পড়া ২০ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে জাহাজটি বাংলাদেশে পৌঁছায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

আইএসপিআর জানায়, ইয়াঙ্গুন বন্দরে ১২০ টন ত্রাণসামগ্রী হস্তান্তরের পর বানৌজা সমুদ্র অভিযান ১৩ এপ্রিল মিয়ানমার ত্যাগ করে। এর আগে গত ৩০ মার্চ ও ১ এপ্রিল, ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ থেকে ৫৫ সদস্যের একটি দল মিয়ানমারে পাঠানো হয়। এ দলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য ছাড়াও অসামরিক চিকিৎসক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ছিলেন।

উদ্ধার ও চিকিৎসা দলটি ধসে পড়া ভবন ক্লিয়ারিং, উদ্ধার এবং জটিল অস্ত্রোপচারসহ দুর্যোগপীড়িত মানুষের সেবায় কাজ করেন। বর্তমানে মিয়ানমারে ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হওয়ায় নৌবাহিনীর জাহাজে তাঁদের নিরাপদে দেশে নিয়ে আসা হয়। মানবিক বিপর্যয়ে প্রতিবেশী দেশ মিয়ানমারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় সে দেশের সরকার ও জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত