নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই বিপ্লবে আহতরা জাতির কৃতী সন্তান। সেনাবাহিনী তাদের পাশে সব সময় থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রোববার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে এ কথা বলেন।
এ সময় সেনাবাহিনী প্রধান জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
আহতদের উদ্দেশে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, ‘আপনারা কখনো মনোবল হারাবেন না। মনোবল হারানোর কিছু নেই। আপনাদের অনেকে চলাচল করতে পারেন না, চোখে দেখতে পারেন না। আমি নিশ্চয়তা ও আশ্বাস দিচ্ছি, আমরা সব সময় আপনাদের পাশে থাকব।’
সেনাপ্রধান বলেন, ‘আজকের এই ইফতার আয়োজন ও আর্থিক সহযোগিতা আপনাদের জন্য। আমাদের এই সাহায্য-সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে, জারি থাকবে। আপনাদের পুনর্বাসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি, চেষ্টা করছি। আপনারা মনোবল হারাবেন না। আপনারা জাতির কৃতী সন্তান। আপনারা এ দেশ ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আপনাদের অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের আবারও নিশ্চয়তা দিচ্ছি, আমরা সব সময় আপনাদের পাশে থাকব।’
ইফতার ও নৈশভোজে জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীরা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকেরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপস্থিত আহত শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে আহত ৪ হাজার ২১৫ জনকে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৯৮৯ জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ৩৯ জন ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
জুলাই বিপ্লবে আহতরা জাতির কৃতী সন্তান। সেনাবাহিনী তাদের পাশে সব সময় থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রোববার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে এ কথা বলেন।
এ সময় সেনাবাহিনী প্রধান জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
আহতদের উদ্দেশে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, ‘আপনারা কখনো মনোবল হারাবেন না। মনোবল হারানোর কিছু নেই। আপনাদের অনেকে চলাচল করতে পারেন না, চোখে দেখতে পারেন না। আমি নিশ্চয়তা ও আশ্বাস দিচ্ছি, আমরা সব সময় আপনাদের পাশে থাকব।’
সেনাপ্রধান বলেন, ‘আজকের এই ইফতার আয়োজন ও আর্থিক সহযোগিতা আপনাদের জন্য। আমাদের এই সাহায্য-সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে, জারি থাকবে। আপনাদের পুনর্বাসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি, চেষ্টা করছি। আপনারা মনোবল হারাবেন না। আপনারা জাতির কৃতী সন্তান। আপনারা এ দেশ ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আপনাদের অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের আবারও নিশ্চয়তা দিচ্ছি, আমরা সব সময় আপনাদের পাশে থাকব।’
ইফতার ও নৈশভোজে জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীরা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকেরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপস্থিত আহত শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে আহত ৪ হাজার ২১৫ জনকে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৯৮৯ জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ৩৯ জন ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
২ ঘণ্টা আগেপদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ঋণচুক্তির সময় ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) উল্লেখ না থাকা কিছু কাজ পরে প্রয়োজনে যুক্ত হয়েছে। বাড়তি এসব কাজে খরচ হয়েছে ৭৭ মিলিয়ন মার্কিন ডলার (ডলারের বর্তমান বিনিময়হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪৭ কোটি টাকা)। এই টাকা ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রকল্পটিতে
৮ ঘণ্টা আগেজুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়ন পদ্ধতি কী হবে, তা নিয়ে আজ রোববার (১০ আগস্ট) থেকে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে তাঁরা প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের মতামত, গণভোট ও অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা
১৩ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। দেশটির শ্রম বাজারের বাংলাদেশ থেকে সর্বোচ্চ জনশক্ত
১৩ ঘণ্টা আগে