নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পয়লা বৈশাখ থেকে চালের বস্তার গায়ে দাম লিখে দেওয়ার বিষয়টি কার্যকর করা হবে বলে জানিয়েছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। তবে সেই বিষয়ে এখনো খুব বেশি অগ্রগতি হয়নি। আজ সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানিয়েছেন, খাদ্য ও কৃষি মন্ত্রণালয় এই বিষয়ে ভালো বলতে পারবে।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে আহসানুল ইসলামের কাছে জানতে চাওয়া হয়, চালের বস্তার গায়ে দাম লিখে দেওয়ার বিষয়টি কত দূর এগিয়েছে?
জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয় সঠিক উত্তর দিতে পারবে। সেই সঙ্গে কৃষি মন্ত্রণালয় আরও ভালো উত্তর দিতে পারবে। আমাদের মন্ত্রণালয়ের কোনো কিছু থাকলে আমরা সমন্বয় করব। প্রতিটি মন্ত্রণালয় যার যার কাজ করে। বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হলো বাজার ব্যবস্থাপনা ও পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা। বিশেষ করে, আমদানি করে যেসব জিনিস আনা হয়।’
আপনি বলেছিলেন, পয়লা বৈশাখ থেকে কার্যকর করবেন—বিষয়টি উল্লেখ করে জানতে চাইলে আহসানুল ইসলাম বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়টি ইস্যু করেছে। তারপর কী হয়েছে তাদের সঙ্গে কোঅরডিনেশন মিটিং করে বলতে পারব। মিটিংটা করার পরই আমি আপনাদের বলতে পারব।’
গ্রামে বেগুনে কেজিপ্রতি ৫ টাকা, সেটা শহরে এসে ৭০ টাকা হয়। এ বিষয়ে কী ধরনের পদক্ষেপ নিয়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই সংশ্লিষ্ট প্রশ্নটি কৃষি বিপণন অধিদপ্তরের, তারা ভালো উত্তর দিতে পারবে। আমরা যেটা পারি, আমাদের বাজার ব্যবস্থাপনার যে অংশটুকু, বিশেষ করে আমদানি ও পাইকারি বাজার সেটি দেখতে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন, রমজান মাসে যেভাবে কাজ করেছি, বারো মাস একইভাবে কাজ করব। তেল, চিনিসহ আমদানি বাজারে যেসব জিনিস রয়েছে সেগুলোতেই আমাদের নজরদারি থাকবে এবং ভোক্তা অধিকার ও অন্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখব।’
পয়লা বৈশাখ থেকে চালের বস্তার গায়ে দাম লিখে দেওয়ার বিষয়টি কার্যকর করা হবে বলে জানিয়েছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। তবে সেই বিষয়ে এখনো খুব বেশি অগ্রগতি হয়নি। আজ সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানিয়েছেন, খাদ্য ও কৃষি মন্ত্রণালয় এই বিষয়ে ভালো বলতে পারবে।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে আহসানুল ইসলামের কাছে জানতে চাওয়া হয়, চালের বস্তার গায়ে দাম লিখে দেওয়ার বিষয়টি কত দূর এগিয়েছে?
জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয় সঠিক উত্তর দিতে পারবে। সেই সঙ্গে কৃষি মন্ত্রণালয় আরও ভালো উত্তর দিতে পারবে। আমাদের মন্ত্রণালয়ের কোনো কিছু থাকলে আমরা সমন্বয় করব। প্রতিটি মন্ত্রণালয় যার যার কাজ করে। বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হলো বাজার ব্যবস্থাপনা ও পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা। বিশেষ করে, আমদানি করে যেসব জিনিস আনা হয়।’
আপনি বলেছিলেন, পয়লা বৈশাখ থেকে কার্যকর করবেন—বিষয়টি উল্লেখ করে জানতে চাইলে আহসানুল ইসলাম বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়টি ইস্যু করেছে। তারপর কী হয়েছে তাদের সঙ্গে কোঅরডিনেশন মিটিং করে বলতে পারব। মিটিংটা করার পরই আমি আপনাদের বলতে পারব।’
গ্রামে বেগুনে কেজিপ্রতি ৫ টাকা, সেটা শহরে এসে ৭০ টাকা হয়। এ বিষয়ে কী ধরনের পদক্ষেপ নিয়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই সংশ্লিষ্ট প্রশ্নটি কৃষি বিপণন অধিদপ্তরের, তারা ভালো উত্তর দিতে পারবে। আমরা যেটা পারি, আমাদের বাজার ব্যবস্থাপনার যে অংশটুকু, বিশেষ করে আমদানি ও পাইকারি বাজার সেটি দেখতে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন, রমজান মাসে যেভাবে কাজ করেছি, বারো মাস একইভাবে কাজ করব। তেল, চিনিসহ আমদানি বাজারে যেসব জিনিস রয়েছে সেগুলোতেই আমাদের নজরদারি থাকবে এবং ভোক্তা অধিকার ও অন্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখব।’
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
১ ঘণ্টা আগেপদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ঋণচুক্তির সময় ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) উল্লেখ না থাকা কিছু কাজ পরে প্রয়োজনে যুক্ত হয়েছে। বাড়তি এসব কাজে খরচ হয়েছে ৭৭ মিলিয়ন মার্কিন ডলার (ডলারের বর্তমান বিনিময়হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪৭ কোটি টাকা)। এই টাকা ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রকল্পটিতে
৭ ঘণ্টা আগেজুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়ন পদ্ধতি কী হবে, তা নিয়ে আজ রোববার (১০ আগস্ট) থেকে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে তাঁরা প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের মতামত, গণভোট ও অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা
১২ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। দেশটির শ্রম বাজারের বাংলাদেশ থেকে সর্বোচ্চ জনশক্ত
১৩ ঘণ্টা আগে