কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
রোহিঙ্গা-সংকট সমাধানে সাত বছর ধরে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে আঞ্চলিক শক্তি চীন। কিন্তু প্রতিশ্রুতির তুলনায় দেশটির দিক থেকে বাস্তব পদক্ষেপ খুবই কম। আজ সোমবার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য টেকসই ভবিষ্যৎ বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের ফরেন সার্ভিস একাডেমি এ সেমিনারের আয়োজন করে।
রোহিঙ্গা-সংকট সমাধানে চীনের নেতৃত্বে বাংলাদেশ ও মিয়ানমারকে যুক্ত করে একটি ত্রিপক্ষীয় ব্যবস্থা চালু আছে।
উপদেষ্টা বলেন, মিয়ানমারে চীনের গভীর স্বার্থ আছে। আর মিয়ানমার বলতে বাংলাদেশ রাখাইন বোঝে। কারণ দেশটির সঙ্গে সীমান্তের বেশির ভাগই রাখাইনের সঙ্গে। কিন্তু রাখাইন অঞ্চল এখন আরাকান আর্মির দখলে। চীনের সঙ্গে মিয়ানমারের সব অংশের প্রতিনিধিদের যোগাযোগ আছে। এ কারণে মিয়ানমারে শান্তি ফিরিয়ে আনতে দেশটির অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য চীনকে অনুরোধ করা হয়েছে।
তৌহিদ হোসেন আরও বলেন, রোহিঙ্গাদের সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের জন্য তাঁরা যে স্থান থেকে বিতাড়িত হয়েছে, সেখানে নিরাপত্তা ও অধিকারসহ ফেরত যাওয়া নিশ্চিত করতে হবে। এটিই একমাত্র পথ। আর ফিরে যাওয়ার পর যাতে তারা আর নৃশংসতার শিকার না হয়, এটি আশিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চিত করতে হবে।
আন্তর্জাতিক সম্প্রদায় সাহায্য কমিয়ে আনছে, এমনটি উল্লেখ করে উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সমস্যার বড় দিক চাহিদা অনুযায়ী সহায়তা অব্যাহত রাখা। এমন অবস্থায় মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি রোডম্যাপ তৈরি করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান ও সিজিএস পরিচালক অধ্যাপক এ এস এম আলী আশরাফ সেমিনারে বক্তব্য দেন।
রোহিঙ্গা-সংকট সমাধানে সাত বছর ধরে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে আঞ্চলিক শক্তি চীন। কিন্তু প্রতিশ্রুতির তুলনায় দেশটির দিক থেকে বাস্তব পদক্ষেপ খুবই কম। আজ সোমবার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য টেকসই ভবিষ্যৎ বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের ফরেন সার্ভিস একাডেমি এ সেমিনারের আয়োজন করে।
রোহিঙ্গা-সংকট সমাধানে চীনের নেতৃত্বে বাংলাদেশ ও মিয়ানমারকে যুক্ত করে একটি ত্রিপক্ষীয় ব্যবস্থা চালু আছে।
উপদেষ্টা বলেন, মিয়ানমারে চীনের গভীর স্বার্থ আছে। আর মিয়ানমার বলতে বাংলাদেশ রাখাইন বোঝে। কারণ দেশটির সঙ্গে সীমান্তের বেশির ভাগই রাখাইনের সঙ্গে। কিন্তু রাখাইন অঞ্চল এখন আরাকান আর্মির দখলে। চীনের সঙ্গে মিয়ানমারের সব অংশের প্রতিনিধিদের যোগাযোগ আছে। এ কারণে মিয়ানমারে শান্তি ফিরিয়ে আনতে দেশটির অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য চীনকে অনুরোধ করা হয়েছে।
তৌহিদ হোসেন আরও বলেন, রোহিঙ্গাদের সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের জন্য তাঁরা যে স্থান থেকে বিতাড়িত হয়েছে, সেখানে নিরাপত্তা ও অধিকারসহ ফেরত যাওয়া নিশ্চিত করতে হবে। এটিই একমাত্র পথ। আর ফিরে যাওয়ার পর যাতে তারা আর নৃশংসতার শিকার না হয়, এটি আশিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চিত করতে হবে।
আন্তর্জাতিক সম্প্রদায় সাহায্য কমিয়ে আনছে, এমনটি উল্লেখ করে উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সমস্যার বড় দিক চাহিদা অনুযায়ী সহায়তা অব্যাহত রাখা। এমন অবস্থায় মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি রোডম্যাপ তৈরি করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান ও সিজিএস পরিচালক অধ্যাপক এ এস এম আলী আশরাফ সেমিনারে বক্তব্য দেন।
পরপর তিনটি নির্বাচনে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে মানুষ। দেড় দশকের কর্তৃত্ববাদী শাসন, চাকরিতে বৈষম্য, সীমাহীন দুর্নীতি, ব্যাংক খাতে লুটপাট, বিরোধী মত দমনে গুম, খুন ও নির্যাতনে ক্ষুব্ধ ছিল জনগণ। সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে জুলাইয়ে ছাত্র- জনতার আন্দোলনে।
৩ ঘণ্টা আগেটানা তিনটি জাতীয় নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে এবং দমনপীড়নের নির্লজ্জ রূপ প্রদর্শন করে ১৫ বছর ৭ মাস প্রধানমন্ত্রিত্ব ধরে রাখার মাধ্যমে শেখ হাসিনা বিশ্বের অন্যতম নিকৃষ্ট স্বৈরাচারী শাসকদের কাতারে নিজের অবস্থান পাকা করেছিলেন।
৩ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের বিভিন্ন থানা ও পুলিশের স্থাপনা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মধ্যে প্রায় ১ হাজার ৪০০ অস্ত্র ও আড়াই লাখের মতো গোলাবারুদ এক বছরেও উদ্ধার হয়নি। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে খুন, ডাকাতি, ছিনতাইয়ের...
৩ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি সংরক্ষণে উত্তরার রবীন্দ্র সরোবরে ‘মুগ্ধ মঞ্চ’ নির্মাণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে নির্মিত মঞ্চটি আজ সোমবার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, ‘ফ্যাসিবাদের বীজ যেখানে
৬ ঘণ্টা আগে