Ajker Patrika

বেবিচকে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উদ্‌যাপন

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
বেবিচকে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উদ্‌যাপন

বিশ্বজুড়ে অক্টোবর মাসব্যাপী পালিত ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার বেবিচক সদর দপ্তরে সংস্থাটির ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিভাগ একটি সেমিনারের আয়োজন করে।

বিমান চলাচল খাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং অনলাইন বিশ্বে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য সুরক্ষিত রাখার দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। সভাপতিত্ব করেন সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহ্বুব খান। টেকনিক্যাল বিষয়ে উপস্থাপনা দেন বেবিচকের আইটি বিভাগের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান।

দিনব্যাপী অনুষ্ঠানে ব্যানার প্রদর্শন, লিফলেট বিতরণ, ‘নিরাপদ অনলাইন জীবন’ শীর্ষক উপস্থাপনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সেমিনারে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সময়ে সাইবার নিরাপত্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। বিমান চলাচল খাতের প্রতিটি সদস্যের জন্য সাইবার নিরাপত্তা রক্ষা ও ঝুঁকি মোকাবিলায় সচেতন থাকা মৌলিক দায়িত্ব। প্রতিদিনের কাজে সামান্য অবহেলাও বড় ধরনের সাইবার ঝুঁকি তৈরি করতে পারে। সচেতনতা এবং মৌলিক সুরক্ষা বিধি মেনে চলার মাধ্যমে আমরা একটি নিরাপদ ও নির্ভরযোগ্য সাইবার পরিবেশ গড়ে তুলতে পারি।’

তিনি বলেন, ‘বিমান চলাচল একটি বৈশ্বিক খাত, যেখানে একটি প্রতিষ্ঠানে সাইবার আক্রমণ ঘটলে এর প্রভাব আন্তর্জাতিক পর্যায়েও পড়তে পারে। তাই সাইবার নিরাপত্তা শুধু আইটি বিশেষজ্ঞদের দায়িত্ব নয়, বরং প্রত্যেকের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুরু থেকে শেষ: হংকংয়ের মাটিতে বাংলাদেশের ড্র

ভারতে দলিত পুলিশ কর্মকর্তার আত্মহত্যায় তোলপাড়, সুইসাইড নোটে বর্ণবৈষম্যের অভিযোগ

বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ টিভিতে দেখাবে না, তাহলে দেখার উপায়

গাজা শান্তি সম্মেলনে ‘সুন্দরী’ মেলোনিকে নিয়ে মাতলেন বিশ্বনেতারা

সখীপুরে শ্রমিক দল নেতার বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ