Ajker Patrika

‘প্রথমবারের মতো’ ক্যাটাগরি মেনে বিআরটিএর ১৭ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০০: ২০
‘প্রথমবারের মতো’ ক্যাটাগরি মেনে বিআরটিএর ১৭ কর্মকর্তার বদলি

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) একসঙ্গে ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের দেশের বিভিন্ন বিআরটিএ সার্কেল ও বিভাগীয় অফিসে বদলি করা হয়েছে। 

সোমবার (১৪ অক্টোবর) উপপরিচালক (প্রশাসন) রিপন কুমার সাহা সই করা পৃথক দুটি অফিস আদেশে এই বদলির নির্দেশনা দেওয়া হয়। 

একটি অফিস আদেশে বলা হয়েছে, উপ–পরিচালক মো. রফিকুল ইসলামকে ঢাকা মেট্রো সার্কেল–১ থেকে বিভাগীয় অফিস বরিশালে বদলি করা হয়েছে। আর তৌহিদুল হোসেনকে চট্টগ্রাম মেট্রো সার্কেল-১ থেকে বিভাগীয় ময়মনসিংহে বদলি করা হয়েছে। 

আর একটি অফিস আদেশে একসঙ্গে ১৫ জন সহকারী পরিচালককে বিভিন্ন বিভাগীয় ও সার্কেল অফিসে বদলি করা হয়েছে। 

Office-Order2-1বিআরটিএর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, এই প্রথমবার সঠিক নিয়মে বিআরটিএতে বদলি হয়েছে। 

তিনি বলেন, বিআরটিএতে ঢাকাসহ দেশের বিভিন্ন সার্কেল ও বিভাগীয় অফিসকে ক, খ, গ, ঘ ক্যাটাগরিতে ভাগ করা হয়। বদলির নিয়ম সাধারণত ক্যাটাগরি মেনে করার কথা। তবে সেটি বিআরটিএর ইতিহাসে কখনো মানা হয়নি। এত দিন কিছু কর্মকর্তা শুধু ‘ভালো’ জায়গাতেই সুবিধা নিয়েছিলেন। যারা ঢাকায় থাকতেন তাঁরা চট্টগ্রাম বদলি হতেন অথবা চট্টগ্রাম থেকে ঢাকা। তবে আজকের এই বদলিতে লটারি করে ক্যাটাগরি অনুযায়ী বদলি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...