কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আইসোলেশন থেকে বের হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। গতকাল রোববার আইসোলেশনে থাকার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে যোগ দিতে পারেননি তিনি। তবে আজ সোমবার গণভবন থেকে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠানে যোগ দেন।
করোনা সংক্রমণ সন্দেহে আইসোলেশনে থাকায় গত ১৯ ডিসেম্বর পাকিস্তানে অনুষ্ঠিত আফগানিস্তান বিষয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) অধিবেশনে যোগ দিতে পারেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর আসন্ন মালদ্বীপ সফর নিয়ে সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনকে প্রশ্ন করা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক করোনা নাকি আসলেই করোনা হয়েছে? এর উত্তরে তিনি বলেন, ‘আফগানিস্তান নিয়ে ওআইসির জরুরি বৈঠক ডেকেছে। পাকিস্তান নিজে থেকে এ বৈঠকটি ইসলামাবাদে করতে চেয়েছে। ওআইসিও তাতে রাজি হয়েছে। প্রথমে বৈঠকটি ছিল ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর। সে সময়ে বাংলাদেশে ভারতের রাষ্ট্রপতির অনুষ্ঠান নিয়ে ব্যস্ততার মধ্যে ছিলাম।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যেতে পারব না বলে বাংলাদেশ জানিয়েছে। তখন ঠিক করা হলো পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাবেন। পরবর্তীতে পাকিস্তান বৈঠকের তারিখ পরিবর্তন করেছে। আমাদের প্রতিনিধি দলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে পররাষ্ট্রসচিব ও অন্যরা যাওয়ার কথা। ১৮ ডিসেম্বর পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। আর ১৯ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক।’
আবদুল মোমেন বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার দিন ধরে আইসোলেশনে রয়েছেন। এর জন্য তিনি প্যারেডে যেতে পারেনি, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে থাকতে পারেননি। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় দুইটি সংবাদ সম্মেলন করছে। কোনটিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসতে পারেননি। তিনি নিজ থেকে আইসোলেশনে রয়েছেন, যেহেতু করোনার রোগীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ হয়েছিল। সে কারণে তিনি যাননি। তিনি আইসোলেশনে না থাকলে তিনি হয়তো আজকের সংবাদ সম্মেলনে আসতেন।’
উল্লেখ্য, ওআইসিতে বাংলাদেশের পক্ষে বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
আফগানিস্তানের জনগণের ক্রমবর্ধমান গুরুতর মানবিক সংকট মোকাবিলায় সহায়তা করতে পাকিস্তানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১৯ ডিসেম্বর ইসলামাবাদে শুরু হয়েছে ওআইসির অধিবেশন।
আইসোলেশন থেকে বের হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। গতকাল রোববার আইসোলেশনে থাকার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে যোগ দিতে পারেননি তিনি। তবে আজ সোমবার গণভবন থেকে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠানে যোগ দেন।
করোনা সংক্রমণ সন্দেহে আইসোলেশনে থাকায় গত ১৯ ডিসেম্বর পাকিস্তানে অনুষ্ঠিত আফগানিস্তান বিষয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) অধিবেশনে যোগ দিতে পারেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর আসন্ন মালদ্বীপ সফর নিয়ে সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনকে প্রশ্ন করা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক করোনা নাকি আসলেই করোনা হয়েছে? এর উত্তরে তিনি বলেন, ‘আফগানিস্তান নিয়ে ওআইসির জরুরি বৈঠক ডেকেছে। পাকিস্তান নিজে থেকে এ বৈঠকটি ইসলামাবাদে করতে চেয়েছে। ওআইসিও তাতে রাজি হয়েছে। প্রথমে বৈঠকটি ছিল ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর। সে সময়ে বাংলাদেশে ভারতের রাষ্ট্রপতির অনুষ্ঠান নিয়ে ব্যস্ততার মধ্যে ছিলাম।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যেতে পারব না বলে বাংলাদেশ জানিয়েছে। তখন ঠিক করা হলো পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাবেন। পরবর্তীতে পাকিস্তান বৈঠকের তারিখ পরিবর্তন করেছে। আমাদের প্রতিনিধি দলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে পররাষ্ট্রসচিব ও অন্যরা যাওয়ার কথা। ১৮ ডিসেম্বর পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। আর ১৯ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক।’
আবদুল মোমেন বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার দিন ধরে আইসোলেশনে রয়েছেন। এর জন্য তিনি প্যারেডে যেতে পারেনি, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে থাকতে পারেননি। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় দুইটি সংবাদ সম্মেলন করছে। কোনটিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসতে পারেননি। তিনি নিজ থেকে আইসোলেশনে রয়েছেন, যেহেতু করোনার রোগীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ হয়েছিল। সে কারণে তিনি যাননি। তিনি আইসোলেশনে না থাকলে তিনি হয়তো আজকের সংবাদ সম্মেলনে আসতেন।’
উল্লেখ্য, ওআইসিতে বাংলাদেশের পক্ষে বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
আফগানিস্তানের জনগণের ক্রমবর্ধমান গুরুতর মানবিক সংকট মোকাবিলায় সহায়তা করতে পাকিস্তানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১৯ ডিসেম্বর ইসলামাবাদে শুরু হয়েছে ওআইসির অধিবেশন।
বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সুপার নিউমারারি পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
১৭ মিনিট আগেতিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মালয়েশিয়ায় স্থানীয় সময় আজ সোমবার (১১ আগস্ট) রাত ৭টা ৫০ মিনিটে তিনি কুয়ালালামপুরে পৌঁছান।
৩৯ মিনিট আগেরংপুরে তারাগঞ্জে হিন্দু সম্প্রদায়ের দুজনকে ভ্যান চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি তাদের পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছে, চলতি বছর জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত মব সন্ত্রাসের শিকার হয়ে নিহত হয়েছে ১১১ জন।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। আজ সোমবার (১১ আগস্ট) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ...
৩ ঘণ্টা আগে