নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যত খুশি ‘নিরপেক্ষ’ পর্যবেক্ষক পাঠাক, তাতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পর্যবেক্ষক পাঠানোর প্রসঙ্গে অশোক কুমার দেবনাথ বলেন, সেপ্টেম্বরের মধ্যে আবেদনগুলো এলে ভালো হয়। কারণ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স দরকার হবে। সে ক্ষেত্রে তারা যদি নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠায়, তাতে নির্বাচন কমিশনের কোনো আপত্তি নেই।
তিনি বলেন, ‘তারা (ইইউ প্রতিনিধিদল) বিভিন্ন বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছে। আগামী জাতীয় নির্বাচন, আমাদের ভোটার, ভোটকেন্দ্র, পর্যবেক্ষক পাঠানোর বিষয় ও সিসি ক্যামেরার বিষয়ে তারা জানতে চেয়েছে।’
ইসির নির্বাচন ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিধিদলের একটি টেকনিক্যাল টিম ১৮ থেকে ২২ তারিখের মধ্যে আরেকটি বৈঠক করবে বলেও জানান তিনি।
অতিরিক্ত সচিব বলেন, ‘তারা আমাদের প্রস্তুতি দেখেছে। নির্বাচন কমিশনের করা ৯১১টি নির্বাচনে তারা সন্তুষ্ট। পরিবেশ নিয়ে সন্তুষ্ট। তারা আরও বিস্তারিত আলোচনা করবে।’
নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো কথা হয় নাই জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনা নিয়ে তারা আমাদের কাছে কিছু জানতে চায়নি। তারা জানতে চেয়েছে ভোটারের সংখ্যা কত।’
কমিশনের সক্ষমতা নিয়ে সন্তুষ্ট-অসন্তুষ্ট কিছুই প্রকাশ করেনি জানিয়ে অশোক কুমার দেবনাথ বলেন, ‘আমাদের দ্বাদশ ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে। কমিশন সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম কি না, তা জানতে চেয়েছে। তারা সন্তুষ্ট হয়েছে।’
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমান, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইইউর প্রতিনিধিদলে বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিসহ পাঁচজন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যত খুশি ‘নিরপেক্ষ’ পর্যবেক্ষক পাঠাক, তাতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পর্যবেক্ষক পাঠানোর প্রসঙ্গে অশোক কুমার দেবনাথ বলেন, সেপ্টেম্বরের মধ্যে আবেদনগুলো এলে ভালো হয়। কারণ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স দরকার হবে। সে ক্ষেত্রে তারা যদি নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠায়, তাতে নির্বাচন কমিশনের কোনো আপত্তি নেই।
তিনি বলেন, ‘তারা (ইইউ প্রতিনিধিদল) বিভিন্ন বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছে। আগামী জাতীয় নির্বাচন, আমাদের ভোটার, ভোটকেন্দ্র, পর্যবেক্ষক পাঠানোর বিষয় ও সিসি ক্যামেরার বিষয়ে তারা জানতে চেয়েছে।’
ইসির নির্বাচন ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিধিদলের একটি টেকনিক্যাল টিম ১৮ থেকে ২২ তারিখের মধ্যে আরেকটি বৈঠক করবে বলেও জানান তিনি।
অতিরিক্ত সচিব বলেন, ‘তারা আমাদের প্রস্তুতি দেখেছে। নির্বাচন কমিশনের করা ৯১১টি নির্বাচনে তারা সন্তুষ্ট। পরিবেশ নিয়ে সন্তুষ্ট। তারা আরও বিস্তারিত আলোচনা করবে।’
নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো কথা হয় নাই জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনা নিয়ে তারা আমাদের কাছে কিছু জানতে চায়নি। তারা জানতে চেয়েছে ভোটারের সংখ্যা কত।’
কমিশনের সক্ষমতা নিয়ে সন্তুষ্ট-অসন্তুষ্ট কিছুই প্রকাশ করেনি জানিয়ে অশোক কুমার দেবনাথ বলেন, ‘আমাদের দ্বাদশ ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে। কমিশন সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম কি না, তা জানতে চেয়েছে। তারা সন্তুষ্ট হয়েছে।’
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমান, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইইউর প্রতিনিধিদলে বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিসহ পাঁচজন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে গত সাত দিনে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৪ থেকে ২১ আগস্ট পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
২১ মিনিট আগেনির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভিডিও বার্তায় তিনি দেশবাসীকে তথ্য গ্রহণে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার করে মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে।
১ ঘণ্টা আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) গতকাল বৃহস্পতিবারের মধ্যে ঘোষণার কথা বললেও তা পারেনি নির্বাচন কমিশন (ইসি)। চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র কর্মকর্তারা গতকাল চার ঘণ্টা বৈঠক করেও রোডম্যাপ চূড়ান্ত করতে পারেননি। তবে কর্মপরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আগামী রোববার রোডম্
১ ঘণ্টা আগেপ্রধান বিচারপতি কিশোরীদের উদ্দেশে বলেন, ‘মেয়েরা এখন ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে লেখাপড়া করছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরিতে ঢুকছে। চাকরিতে প্রবেশের ক্ষেত্রে মেয়েদের জন্য ১০ ভাগ কোটা সংরক্ষিত আছে। তবে আমি যখন সাত বছর জুডিশিয়াল সার্ভিস কমিশনে কাজ করেছি, সেখানে কখনোই মেয়েদের এই ১০ ভাগ কোট
২ ঘণ্টা আগে