Ajker Patrika

গাইবান্ধার ভোটকেন্দ্রে ডাকাত নেই: ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৩: ৫৯
গাইবান্ধার ভোটকেন্দ্রে ডাকাত নেই: ইসি রাশেদা

অনিয়মের কারণে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোটার যাঁরা আসছেন, তাঁরা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘গাইবান্ধার ভোটকেন্দ্রে ডাকাত নেই। আমরা এ পর্যন্ত ডাকাত দেখিনি। ভোট শুরু হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে ভোট পড়েছে ১০ শতাংশ।’ শীতের কারণে ভোটার উপস্থিতি কম বলে মনে করেন এই কমিশনার।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গাইবান্ধা-৫ আসনে সিসিটিভি মনিটরিং কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা এসব কথা বলেন। এদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলবে। গতবারের মতো এবারও ভোটকেন্দ্রে থাকছে সিসি ক্যামেরার ব্যবহার, যা ঢাকা থেকে মনিটর করা হচ্ছে।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘অনিয়মের কারণে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ আসনে পুনরায় ভোট গ্রহণ চলছে। ১৪৫টি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত ইভিএমে ভোট নিয়ে কোনো সমস্যা নেই। ভোট আমাদের দেখামতে ভালো হচ্ছে। সুন্দর হচ্ছে এ পর্যন্ত। কোনো অনিয়ম নাই, গতবার যে সিচুয়েশন দেখতে পারছিলাম এবার সে সরকম সিচুয়েশন নাই।’

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানাভোটার উপস্থিতির প্রসঙ্গ টেনে রাশেদা সুলতানা বলেন, ‘এখন পর্যন্ত ১০ শতাংশের মতন ভোট কাস্ট হয়েছে। আজকে প্রচণ্ড শীত ৷ দুর্গম চরাঞ্চলে ৩২টা কেন্দ্র। এ ছাড়া শীতের জন্য উপস্থিতি এখন একটু কম। তবে ক্রমান্বয়ে বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

সিসি ক্যামেরা থাকার কারণে যাঁরা অনিয়ম করার জন্য আগ্রহী থাকেন, তাঁদের আগ্রহটা অনেক প্রশমিত হয়ে গেছে বলে জানান রাশেদা সুলতানা।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত