Ajker Patrika

পি কে হালদারকে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা চায় দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ মে ২০২২, ১৭: ২৬
পি কে হালদারকে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা চায় দুদক

প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) সহযোগিতা চেয়েছে দুদক। তাঁকে ফেরাতে দুদকের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হবে এবং ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সহায়তাও নেওয়া হবে। সোমবার দুদকের ভারপ্রাপ্ত সচিব সাঈদ মাহবুব খান এ কথা জানিয়েছেন।

পি কে হালদার ও তাঁর পাচার করা সম্পদ দেশে ফিরিয়ে আনতে সোমবার দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে বৈঠক শেষে দুপুরে সংবাদ সম্মেলনে সাঈদ মাহবুব এ সব তথ্য জানান।

সাঈদ মাহবুব বলেন, ‘পি কে হালদারের বিরুদ্ধে দুদকের ৩৫টি মামলা আছে। এসব মামলার মধ্যে মাত্র একটিতে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। ওই মামলায় পি কে হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।’

ভারত এখনো আনুষ্ঠানিকভাবে পি কে হালদারকে গ্রেপ্তারের কথা বাংলাদেশকে জানায়নি উল্লেখ করে দুদকের ভারপ্রাপ্ত সচিব বলেন, ‘ভারত সরকারের কিছু সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে বোঝা যাচ্ছে, পি কে হালদার গ্রেপ্তার হয়েছেন। ভারত সরকারের সংবাদ বিজ্ঞপ্তিতে যে ব্যক্তিকে গ্রেপ্তারের কথা বলা হয়েছে তাঁর বিরুদ্ধে চার পাঁচটি মামলা হয়েছে। তাঁকে সেখানে জিজ্ঞাসাবাদ করছে ইনফোর্সমেন্ট ডাইরেক্টরেট-ইডি। সেসব মামলার এজাহারে বলা হয়েছে, তিনি বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছেন এবং ভারতে নাম পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তির ছবি দেখেও বোঝা যাচ্ছে তিনিই পি কে হালদার।’

ভারতের গোয়েন্দা সংস্থাকে দুদক আগেই কিছু তথ্য দিয়েছিল। সেসব তথ্য অভিযান চালাতে এবং পি কে হালদারকে গ্রেপ্তার করতে সহায়ক হয়েছে বলেও জানান দুদকের এই কর্মকর্তা।

পি কে হালদারের দুর্নীতির সঙ্গে কোনো প্রভাবশালী জড়িত থাকলে কী ব্যবস্থা নেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে সাঈদ মাহবুব বলেন, ‘সে ক্ষেত্রে প্রমাণ সাপেক্ষে আমরা আইনি ব্যবস্থা নেব।’

পি কে হালদার সম্পর্কিত আরও খবর:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

গুলিবিদ্ধ হাদি ও নির্বাচন

এলাকার খবর
Loading...