কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আনুষ্ঠানিকভাবে ভাসানচরে মানবিক কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে জাতিসংঘ। সবকিছু চূড়ান্ত। ভাসানচরে মানবিক কার্যক্রম পরিচালনা নিয়ে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে চুক্তি হতে যাচ্ছে এ সপ্তাহে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘ সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে কাজ এগোচ্ছে। চুক্তি হলে জানবেন। দু-একদিন অপেক্ষা করুন।’
নাম না প্রকাশ করার শর্তে জাতিসংঘের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, ‘আগামী বৃহস্পতিবার এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। আজ মঙ্গলবার বিষয়টি চূড়ান্ত হয়েছে। চুক্তি সই হওয়ার জন্য সব বিষয়ে সমঝোতায় এসেছে জাতিসংঘ ও বাংলাদেশ। বুধবার চুক্তি হচ্ছে না; বৃহস্পতিবারে চুক্তি হয়ে যেতে পারে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, ভাসানচর নিয়ে বাংলাদেশ ও জাতিসংঘের দূরত্ব মিটে গেছে, তা বলা যাবে না। বিষয়টিতে অনেক কিছুতে আপস করা হয়েছে। বিষয়টি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে। তারাই এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে পারবেন।
কী ধরনের আপস হয়েছে—জানতে চাইলে উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘যেমন রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা চেয়েছে জাতিসংঘ। এখানে শুধুমাত্র জরুরি ক্ষেত্রে, ধরেন হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ল, সে ক্ষেত্রে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার মতো বিষয়গুলোতে বাংলাদেশ ছাড় দেবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভাসানচরে যাওয়া নিয়ে বর্তমানে সরকারের সঙ্গে আলোচনা চলছিল জাতিসংঘের। এ আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সেখানে রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা, শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ, নির্বাচনের সুযোগসহ বিভিন্ন শর্ত দিয়েছে জাতিসংঘ। সেই সঙ্গে ভাসানচরের মতো কক্সবাজারে রোহিঙ্গা শিবিরেরও আবদার জুড়ে দিয়েছে তারা। কিন্তু এসব শর্তের মধ্যে কিছু শর্ত রয়েছে, যেগুলো আংশিক মেনেছে বাংলাদেশ। আর কিছু শর্ত রয়েছে, যা কোনোভাবেই মানেনি।
দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আনুষ্ঠানিকভাবে ভাসানচরে মানবিক কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে জাতিসংঘ। সবকিছু চূড়ান্ত। ভাসানচরে মানবিক কার্যক্রম পরিচালনা নিয়ে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে চুক্তি হতে যাচ্ছে এ সপ্তাহে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘ সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে কাজ এগোচ্ছে। চুক্তি হলে জানবেন। দু-একদিন অপেক্ষা করুন।’
নাম না প্রকাশ করার শর্তে জাতিসংঘের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, ‘আগামী বৃহস্পতিবার এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। আজ মঙ্গলবার বিষয়টি চূড়ান্ত হয়েছে। চুক্তি সই হওয়ার জন্য সব বিষয়ে সমঝোতায় এসেছে জাতিসংঘ ও বাংলাদেশ। বুধবার চুক্তি হচ্ছে না; বৃহস্পতিবারে চুক্তি হয়ে যেতে পারে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, ভাসানচর নিয়ে বাংলাদেশ ও জাতিসংঘের দূরত্ব মিটে গেছে, তা বলা যাবে না। বিষয়টিতে অনেক কিছুতে আপস করা হয়েছে। বিষয়টি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে। তারাই এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে পারবেন।
কী ধরনের আপস হয়েছে—জানতে চাইলে উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘যেমন রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা চেয়েছে জাতিসংঘ। এখানে শুধুমাত্র জরুরি ক্ষেত্রে, ধরেন হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ল, সে ক্ষেত্রে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার মতো বিষয়গুলোতে বাংলাদেশ ছাড় দেবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভাসানচরে যাওয়া নিয়ে বর্তমানে সরকারের সঙ্গে আলোচনা চলছিল জাতিসংঘের। এ আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সেখানে রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা, শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ, নির্বাচনের সুযোগসহ বিভিন্ন শর্ত দিয়েছে জাতিসংঘ। সেই সঙ্গে ভাসানচরের মতো কক্সবাজারে রোহিঙ্গা শিবিরেরও আবদার জুড়ে দিয়েছে তারা। কিন্তু এসব শর্তের মধ্যে কিছু শর্ত রয়েছে, যেগুলো আংশিক মেনেছে বাংলাদেশ। আর কিছু শর্ত রয়েছে, যা কোনোভাবেই মানেনি।
অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের শুরুতে ভোটের তফসিল দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন। নির্বাচনী হাওয়া জোরেশোরে বইতে শুরু করায় দলগুলো এখন সম্ভাব্য জোটের জন্য আসন ভাগাভাগির আলোচনায় গুরুত্ব দিচ্ছে।
৭ ঘণ্টা আগেসেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
৮ ঘণ্টা আগেদফায় দফায় ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ছয় জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকটি স্থানে ইতিমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে পানি। এতে ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলের খেত। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে ঘরে তুলছে। অনেকেই পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে।
৯ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তিতে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর সাত দিন পর গত মঙ্গলবার বেসরকারি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কার্যকলাপ সামঞ্জস্যপূর্ণ নয়।
১০ ঘণ্টা আগে