আজাদুল আদনান, ঢাকা
‘করোনা টেস্টের জন্যি নাম তালিকায় লেহার সুমায় আমার কাছে ১০০ টেকা ফিস চাইছিল। কিন্তু কাছে টেকা না থাকায় বাড়িত যাচ্ছি। টেকা লিয়ে আবার হাসপাতালে যায়া টেস্ট করাব।’ ৬ জুলাই কথাগুলো বলছিলেন পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করাতে আসা অসহায় গৃহবধূ গুলশান আরা (৪২)।
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের রিকশাচালক আয়ুব হোসেন (৩৫) টাকা দিয়ে করোনার পরীক্ষা করান। জানতে চাইলে তিনি বলেন, ‘সরকার কইল হামার মতো গরিবরা নাকি বিনা ট্যাকায় করোনা পরীক্ষা করব্যার পারমো। কিন্তু এখন কয় ট্যাকা দ্যাওয়া নাগবে।’
সংক্রমণ নিয়ন্ত্রণে পরীক্ষা বাড়াতে ১ জুলাই দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনা মূল্যে করোনা পরীক্ষার নির্দেশ দেয় সরকার। দেশের সব জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্দেশনা পৌঁছায় ২ জুলাই। কিন্তু নির্দেশনা জারির এক সপ্তাহ পেরিয়ে গেলেও রাজধানীসহ দেশের বেশির ভাগ হাসপাতালেই সেই নির্দেশনা বাস্তবায়িত হয়নি। প্রচার না থাকায় বিষয়টি জানেন না শহর ও গ্রামের অভাবী মানুষ। ফলে সরকারের নির্ধারিত ফি জমা দিয়েই রিকশাচালক আয়ুব বা গৃহবধূ গুলশান আরাদের করোনা পরীক্ষা করাতে হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজকের পত্রিকাকে বলেন, কোনো প্রতিষ্ঠান যদি নির্দেশনা না মানে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, দরিদ্রদের বিনা মূল্যে করোনা পরীক্ষার জন্য হাসপাতালগুলোতে একটি ফরম পাঠানো হয়েছে। সেটি পূরণ করে দরিদ্র মানুষকে করোনা পরীক্ষা করাতে হবে।
অভিযোগ উঠেছে, বেশির ভাগ হাসপাতাল কর্তৃপক্ষ দরিদ্রদের বিনা মূল্যে করোনা পরীক্ষার নির্দেশনা পেলেও প্রচার চালায়নি। পরীক্ষা করাতে স্বাস্থ্য অধিদপ্তর যে ফরম দিয়েছে, অনেক হাসপাতালেই প্রকাশ্য জায়গায় সেটি দেখা যায়নি। আবার অনেকে নির্দেশনা পেয়েও অভ্যন্তরীণ সমস্যার অজুহাতে দু–তিন দিন পর নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ নেয়। আবার অনেক হাসপাতাল দরিদ্রদের পরীক্ষা বাবদ টাকা নিলেও দিচ্ছে না রসিদ।
৫ জুলাই ঠাকুরগাঁও সদর হাসপাতালে দরিদ্রদের কাছ থেকে টাকা নিয়ে করোনা পরীক্ষা করতে দেখা যায়। সেখানে গরিবদের জন্য বিনা মূল্যে পরীক্ষার ফরম পাওয়া যায়নি। এ সময় হাসপাতালের হেলথ ডেস্কে দায়িত্বে থাকা শফিকের কাছে টাকা নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ওপর থেকে টাকা নিতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তো জানি কারও কাছ থেকেই টাকা নেওয়া হচ্ছে না। টাকা নেওয়া হলে রসিদ দিতে বলা হয়েছে।’
বিভাগীয় শহর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা দরিদ্র মানুষ জানেই না সরকার বিনা মূল্যে করোনা পরীক্ষার সুযোগ দিয়েছে। কর্তৃপক্ষ টাকা নিয়ে নমুনা সংগ্রহ করছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যারাই দরিদ্র পরিচয় দিচ্ছে, তাদের বিনা মূল্যে পরীক্ষা করানো হচ্ছে।
রাজবাড়ী সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রায় সবার কাছ থেকে টাকা নিয়ে করোনা পরীক্ষা করা হচ্ছে। দরিদ্র পরিচয় দিলেও মিলছে না সুবিধা। প্রতিজনের নমুনা পরীক্ষার জন্য ১০০ টাকা নেওয়া হচ্ছে।
রাজবাড়ী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, বিনা মূল্যে করোনা পরীক্ষার জন্য এখনো কোনো প্রচারণা চালানো হয়নি। অনেকেই দরিদ্র না হয়েও এই সুবিধা নেওয়ার চেষ্টা করে।
গত কয়েক দিনে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগের মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঠাকুরগাঁও, পাবনা, টাঙ্গাইল, রাজবাড়ী, বগুড়া, কক্সবাজার, যশোর, চাঁপাইনবাবগঞ্জসহ অন্তত ১৫ জেলার সদর ও উপজেলা হাসপাতাল ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবীর বলেন, সাধারণ মানুষকে এই সুবিধার আওতায় আনতে প্রচারের দরকার আছে। এর দায়িত্ব জেলা সিভিল সার্জনদের।
রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরেও দেখা গেছে, বিনা মূল্যে করোনা পরীক্ষার সুযোগ পাচ্ছে খুব কম দরিদ্র মানুষই। কুয়েত মৈত্রী হাসপাতাল ৪ জুলাই পর্যন্ত তারা করোনা পরীক্ষার জন্য দরিদ্রদের কাছ থেকে ১০০ টাকা ফি নিয়েছে। হাসপাতালের নমুনা পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত দুই কর্মী দাবি করেন, তাঁদের কাছে বিনা মূল্যে করোনা পরীক্ষার নির্দেশনা আসেনি।
তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, ‘আমরা নির্দেশনা পেয়েছি। কিন্তু নানা কারণে শুরুতেই বাস্তবায়ন করা যায়নি।’
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান বলেন, মাসের শুরুতে নির্দেশনা পেলেও ভুল–বুঝাবুঝির কারণে বাস্তবায়নে কিছুটা বিলম্ব হয়েছে।
বিনা মূল্যে পরীক্ষার বিষয়টি দেখভাল করার দায়িত্বে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিয়া আজকের পত্রিকাকে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা দেশের সব সরকারি হাসপাতালেই পাঠানো হয়েছে। তার পরও কেউ টাকা নিলে ব্যবস্থা নেওয়া হবে। প্রচার চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো ভুক্তভোগী অভিযোগ করলে তা খতিয়ে দেখা হবে।
‘করোনা টেস্টের জন্যি নাম তালিকায় লেহার সুমায় আমার কাছে ১০০ টেকা ফিস চাইছিল। কিন্তু কাছে টেকা না থাকায় বাড়িত যাচ্ছি। টেকা লিয়ে আবার হাসপাতালে যায়া টেস্ট করাব।’ ৬ জুলাই কথাগুলো বলছিলেন পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করাতে আসা অসহায় গৃহবধূ গুলশান আরা (৪২)।
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের রিকশাচালক আয়ুব হোসেন (৩৫) টাকা দিয়ে করোনার পরীক্ষা করান। জানতে চাইলে তিনি বলেন, ‘সরকার কইল হামার মতো গরিবরা নাকি বিনা ট্যাকায় করোনা পরীক্ষা করব্যার পারমো। কিন্তু এখন কয় ট্যাকা দ্যাওয়া নাগবে।’
সংক্রমণ নিয়ন্ত্রণে পরীক্ষা বাড়াতে ১ জুলাই দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনা মূল্যে করোনা পরীক্ষার নির্দেশ দেয় সরকার। দেশের সব জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্দেশনা পৌঁছায় ২ জুলাই। কিন্তু নির্দেশনা জারির এক সপ্তাহ পেরিয়ে গেলেও রাজধানীসহ দেশের বেশির ভাগ হাসপাতালেই সেই নির্দেশনা বাস্তবায়িত হয়নি। প্রচার না থাকায় বিষয়টি জানেন না শহর ও গ্রামের অভাবী মানুষ। ফলে সরকারের নির্ধারিত ফি জমা দিয়েই রিকশাচালক আয়ুব বা গৃহবধূ গুলশান আরাদের করোনা পরীক্ষা করাতে হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজকের পত্রিকাকে বলেন, কোনো প্রতিষ্ঠান যদি নির্দেশনা না মানে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, দরিদ্রদের বিনা মূল্যে করোনা পরীক্ষার জন্য হাসপাতালগুলোতে একটি ফরম পাঠানো হয়েছে। সেটি পূরণ করে দরিদ্র মানুষকে করোনা পরীক্ষা করাতে হবে।
অভিযোগ উঠেছে, বেশির ভাগ হাসপাতাল কর্তৃপক্ষ দরিদ্রদের বিনা মূল্যে করোনা পরীক্ষার নির্দেশনা পেলেও প্রচার চালায়নি। পরীক্ষা করাতে স্বাস্থ্য অধিদপ্তর যে ফরম দিয়েছে, অনেক হাসপাতালেই প্রকাশ্য জায়গায় সেটি দেখা যায়নি। আবার অনেকে নির্দেশনা পেয়েও অভ্যন্তরীণ সমস্যার অজুহাতে দু–তিন দিন পর নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ নেয়। আবার অনেক হাসপাতাল দরিদ্রদের পরীক্ষা বাবদ টাকা নিলেও দিচ্ছে না রসিদ।
৫ জুলাই ঠাকুরগাঁও সদর হাসপাতালে দরিদ্রদের কাছ থেকে টাকা নিয়ে করোনা পরীক্ষা করতে দেখা যায়। সেখানে গরিবদের জন্য বিনা মূল্যে পরীক্ষার ফরম পাওয়া যায়নি। এ সময় হাসপাতালের হেলথ ডেস্কে দায়িত্বে থাকা শফিকের কাছে টাকা নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ওপর থেকে টাকা নিতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তো জানি কারও কাছ থেকেই টাকা নেওয়া হচ্ছে না। টাকা নেওয়া হলে রসিদ দিতে বলা হয়েছে।’
বিভাগীয় শহর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা দরিদ্র মানুষ জানেই না সরকার বিনা মূল্যে করোনা পরীক্ষার সুযোগ দিয়েছে। কর্তৃপক্ষ টাকা নিয়ে নমুনা সংগ্রহ করছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যারাই দরিদ্র পরিচয় দিচ্ছে, তাদের বিনা মূল্যে পরীক্ষা করানো হচ্ছে।
রাজবাড়ী সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রায় সবার কাছ থেকে টাকা নিয়ে করোনা পরীক্ষা করা হচ্ছে। দরিদ্র পরিচয় দিলেও মিলছে না সুবিধা। প্রতিজনের নমুনা পরীক্ষার জন্য ১০০ টাকা নেওয়া হচ্ছে।
রাজবাড়ী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, বিনা মূল্যে করোনা পরীক্ষার জন্য এখনো কোনো প্রচারণা চালানো হয়নি। অনেকেই দরিদ্র না হয়েও এই সুবিধা নেওয়ার চেষ্টা করে।
গত কয়েক দিনে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগের মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঠাকুরগাঁও, পাবনা, টাঙ্গাইল, রাজবাড়ী, বগুড়া, কক্সবাজার, যশোর, চাঁপাইনবাবগঞ্জসহ অন্তত ১৫ জেলার সদর ও উপজেলা হাসপাতাল ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবীর বলেন, সাধারণ মানুষকে এই সুবিধার আওতায় আনতে প্রচারের দরকার আছে। এর দায়িত্ব জেলা সিভিল সার্জনদের।
রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরেও দেখা গেছে, বিনা মূল্যে করোনা পরীক্ষার সুযোগ পাচ্ছে খুব কম দরিদ্র মানুষই। কুয়েত মৈত্রী হাসপাতাল ৪ জুলাই পর্যন্ত তারা করোনা পরীক্ষার জন্য দরিদ্রদের কাছ থেকে ১০০ টাকা ফি নিয়েছে। হাসপাতালের নমুনা পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত দুই কর্মী দাবি করেন, তাঁদের কাছে বিনা মূল্যে করোনা পরীক্ষার নির্দেশনা আসেনি।
তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, ‘আমরা নির্দেশনা পেয়েছি। কিন্তু নানা কারণে শুরুতেই বাস্তবায়ন করা যায়নি।’
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান বলেন, মাসের শুরুতে নির্দেশনা পেলেও ভুল–বুঝাবুঝির কারণে বাস্তবায়নে কিছুটা বিলম্ব হয়েছে।
বিনা মূল্যে পরীক্ষার বিষয়টি দেখভাল করার দায়িত্বে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিয়া আজকের পত্রিকাকে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা দেশের সব সরকারি হাসপাতালেই পাঠানো হয়েছে। তার পরও কেউ টাকা নিলে ব্যবস্থা নেওয়া হবে। প্রচার চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো ভুক্তভোগী অভিযোগ করলে তা খতিয়ে দেখা হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার এ নিয়োগ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২৭ মিনিট আগেদুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও জাল কাগজপত্র তৈরি করে আবাসন প্রকল্প রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডকে প্ল্যান পাস করার অভিযোগের অনুসন্ধান প্রতিবেদন দাখিলে গড়িমসির কারণে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে কমিশন।
২ ঘণ্টা আগেবেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পদ্ধতি বদলে যাচ্ছে। শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে নিয়োগের বদলে এসব প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হবে বিসিএসের আদলে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সরাসরি পরীক্ষার মাধ্যমে।
১৩ ঘণ্টা আগেমোবাইল ফোনে রিচার্জের ওপর ১ শতাংশ হারে উন্নয়ন সারচার্জ আরোপ কেন বেআইনি ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই সারচার্জ প্রত্যাহারে পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।
১৫ ঘণ্টা আগে