নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে আগামী সাত দিন পর বিধিনিষেধ আরোপ করবে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনায় গতকাল সোমবারের আন্তমন্ত্রণালয় সভার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গণপরিবহনে আসনসংখ্যার অর্ধেক যাত্রী নেওয়ার প্রস্তাব করা হয়েছে। যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যারা চলাচল করবে, তাদের জরিমানার মধ্যে পড়তে হবে। রেস্টুরেন্ট-হোটেলে মাস্ক পরে যেতে হবে। মাস্ক ছাড়া গেলে দোকানদার ছাড়াও যিনি যাবেন তারও জরিমানা হবে। দোকানপাট খোলা রাখার সময়সীমা কমিয়ে রাত ১০টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। ভ্যাকসিন নেওয়ার জন্য তাগাদা দেওয়া হয়েছে। রেস্টুরেন্টে খেতে গেলে ভ্যাকসিন কার্ড দেখাতে হবে।
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংক্রমণের হার বেশি বেড়ে গেলে স্কুল চলবে কি না, সে বিষয়ে চিন্তাভাবনা করা হবে। এখনো আমরা সেই সিদ্ধান্ত নিইনি, সেই পরিস্থিতিও এখনো বিরাজ করছে না। অনেকে জিজ্ঞেস করেন, লকডাউন দেওয়া হবে কি না, আমরা এখনো সেই চিন্তা করছি না। যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, সংক্রমণ অনেক বৃদ্ধি পায়, তাহলে লকডাউনের চিন্তা মাথায় আছে। পাশাপাশি আমাদের বর্ডারগুলোতে স্ক্রিনিং আরও জোরদার করা হয়েছে এবং কোয়ারিন্টিনে যারা থাকবে, তারা যাতে বাইরে ঘোরাফেরা না করে, এ জন্য পুলিশি পাহারা দেওয়া হবে।’
‘ডিসি-এসপিদের বলা হয়েছে, তাঁরা সরকারের নির্দেশনা যখন পাবেন, তা যেন দ্রুত বাস্তবায়ন করেন। আগে ১৫ দিন সময় দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আজ প্রস্তাব করেছি সাত দিন সময় দেওয়ার জন্য। মন্ত্রিপরিষদ সচিবও এ বিষয়ে একমত পোষণ করেছেন। সাত দিন পরেই নির্দেশগুলো বাস্তবায়ন কার্যকর শুরু হবে।’
করোনার সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় উদ্বেগের কথা তুলে ধরে জাহিদ মালেক বলেন, পৃথিবীতে ওমিক্রন বৃদ্ধি পাচ্ছে, পাশের দেশেও বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশেও ওমিক্রনে আক্রান্ত কিছু রোগী পাওয়া গেছে। আমরা লক্ষ করছি, সপ্তাহখানেক যাবৎ করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। যেভাবে বাড়ছে তা আশঙ্কাজনক।
আরও পড়ুন:
করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে আগামী সাত দিন পর বিধিনিষেধ আরোপ করবে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনায় গতকাল সোমবারের আন্তমন্ত্রণালয় সভার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গণপরিবহনে আসনসংখ্যার অর্ধেক যাত্রী নেওয়ার প্রস্তাব করা হয়েছে। যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যারা চলাচল করবে, তাদের জরিমানার মধ্যে পড়তে হবে। রেস্টুরেন্ট-হোটেলে মাস্ক পরে যেতে হবে। মাস্ক ছাড়া গেলে দোকানদার ছাড়াও যিনি যাবেন তারও জরিমানা হবে। দোকানপাট খোলা রাখার সময়সীমা কমিয়ে রাত ১০টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। ভ্যাকসিন নেওয়ার জন্য তাগাদা দেওয়া হয়েছে। রেস্টুরেন্টে খেতে গেলে ভ্যাকসিন কার্ড দেখাতে হবে।
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংক্রমণের হার বেশি বেড়ে গেলে স্কুল চলবে কি না, সে বিষয়ে চিন্তাভাবনা করা হবে। এখনো আমরা সেই সিদ্ধান্ত নিইনি, সেই পরিস্থিতিও এখনো বিরাজ করছে না। অনেকে জিজ্ঞেস করেন, লকডাউন দেওয়া হবে কি না, আমরা এখনো সেই চিন্তা করছি না। যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, সংক্রমণ অনেক বৃদ্ধি পায়, তাহলে লকডাউনের চিন্তা মাথায় আছে। পাশাপাশি আমাদের বর্ডারগুলোতে স্ক্রিনিং আরও জোরদার করা হয়েছে এবং কোয়ারিন্টিনে যারা থাকবে, তারা যাতে বাইরে ঘোরাফেরা না করে, এ জন্য পুলিশি পাহারা দেওয়া হবে।’
‘ডিসি-এসপিদের বলা হয়েছে, তাঁরা সরকারের নির্দেশনা যখন পাবেন, তা যেন দ্রুত বাস্তবায়ন করেন। আগে ১৫ দিন সময় দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আজ প্রস্তাব করেছি সাত দিন সময় দেওয়ার জন্য। মন্ত্রিপরিষদ সচিবও এ বিষয়ে একমত পোষণ করেছেন। সাত দিন পরেই নির্দেশগুলো বাস্তবায়ন কার্যকর শুরু হবে।’
করোনার সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় উদ্বেগের কথা তুলে ধরে জাহিদ মালেক বলেন, পৃথিবীতে ওমিক্রন বৃদ্ধি পাচ্ছে, পাশের দেশেও বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশেও ওমিক্রনে আক্রান্ত কিছু রোগী পাওয়া গেছে। আমরা লক্ষ করছি, সপ্তাহখানেক যাবৎ করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। যেভাবে বাড়ছে তা আশঙ্কাজনক।
আরও পড়ুন:
ক্রমবর্ধমান বৈশ্বিক হালাল পণ্যবাজারে জায়গা করে নিতে হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। এ বিষয়ে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে দেশটি। গতকাল মঙ্গলবার কুয়ালালামপুরে এক হোটেলে মালয়েশিয়ার হালাল শিল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
১ ঘণ্টা আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মালয়েশিয়া সফরে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগের দুয়ার খুলছে। মালয়েশিয়া সরকার দেশটির অর্থনীতিতে উচ্চ-দক্ষতার কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালু করার ইঙ্গিত দিয়েছে...
১ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানের মাধ্যমে শাসনব্যবস্থায় পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। তবে কিছু বিষয়ে উদ্বেগ রয়ে গেছে। দেশের ২০২৪ সালের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার–বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এমন পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেনোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।
২ ঘণ্টা আগে