Ajker Patrika

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের ঢাকার সম্মতিকে স্বাগত জানাল ওয়াশিংটন 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ মে ২০২৩, ১৪: ৪৭
নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের ঢাকার সম্মতিকে স্বাগত জানাল ওয়াশিংটন 

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের নজরদারির সুযোগ দিতে সরকার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার ওয়াশিংটনে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত অংশীদারত্ব সংলাপে এই সিদ্ধান্তের কথা জানানো হলে যুক্তরাষ্ট্র এই প্রতিক্রিয়া ব্যক্ত করে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে রাজনৈতিক বিষয়াদির আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড সংলাপে তাঁর দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সংলাপে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ উপায়ে অনুষ্ঠানে নির্বাচন কমিশনের প্রস্তুতির কথা জানিয়ে পররাষ্ট্রসচিব বলেন, সরকার ও কমিশন খোলা মনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের এই নির্বাচন দেখার সুযোগ করে দেবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রসচিব ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চল নিয়ে বাংলাদেশের ভাবনা (ইন্দো-প্যাসিফিক রূপরেখা) তুলে ধরেন। ভিক্টোরিয়া ন্যুল্যান্ড এতে তাঁর দেশের ইন্দো-প্যাসিফিক কৌশলের সঙ্গে কয়েকটি মিল চিহ্নিত করেন। সংলাপে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ও ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে সরকারের সম্মতিসহ বিভিন্ন বিষয়ে তাঁরা আলোচনা করেন।

এ ছাড়া পররাষ্ট্রসচিব জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরাতে এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর দেশটির আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি পুনরায় তুলে ধরেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসসহ দুই দেশের কর্মকর্তারা সংলাপে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত