নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৮ বছরের বেশি বয়সী কেউ করোনার টিকা না নিয়ে ১১ আগস্ট থেকে চলাচল করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে বলে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানালেও, সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
সচিবালয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নে হাছান মাহমুদ বলেন, (গতকালের আন্তমন্ত্রণালয়) বৈঠকে বেশিরভাগ অনলাইনে সংযুক্ত ছিলেন, আমি অনলাইনে সংযুক্ত ছিলাম। সেখানে আসলে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। ১৮ বছরের বেশি বয়সের কেউ (টিকা না নিয়ে) বের হলে শাস্তিযোগ্য অপরাধ হবে এই সিদ্ধান্ত আসলে হয়নি।
‘বরং মাস্ক পরার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি যাতে সবাই মানে, সেটির ওপর জোর দেওয়া হয়েছে। মাস্ক না পরলে যাতে তাৎক্ষণিক শাস্তি দেওয়া যায় সে জন্য পুলিশ যাতে জরিমানা করতে পারে, আইনের মধ্যে থেকে কীভাবে সেটা করা যায়, সে বিষয়ে সবাই অভিমত ব্যক্ত করেছেন।’
আন্তমন্ত্রণালয় সভা শেষে মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন, ‘১১ আগস্ট থেকে ১৮ বছরের ওপরের কোনো মানুষ ভ্যাকসিন ছাড়া চলাচল করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।’
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর এই বক্তব্যটি তাঁর ব্যক্তিগত অভিমত হতে পারে বলে মত দিয়ে তথ্যমন্ত্রী বলেন, সভায় এ ধরনের সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘দ্রুতই ১৮ বছরের ঊর্ধ্বে সকল ব্যক্তিকেই ভ্যাক্সিনের আওতায় নিয়ে আসা হবে। ‘টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না’ বলে বিভিন্ন সামাজিক মাধ্যমে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নয়। এ ধরনের কোনো সিদ্ধান্ত বা প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোথাও দেওয়া বা নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।’
১৮ বছরের বেশি বয়সী কেউ করোনার টিকা না নিয়ে ১১ আগস্ট থেকে চলাচল করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে বলে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানালেও, সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
সচিবালয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নে হাছান মাহমুদ বলেন, (গতকালের আন্তমন্ত্রণালয়) বৈঠকে বেশিরভাগ অনলাইনে সংযুক্ত ছিলেন, আমি অনলাইনে সংযুক্ত ছিলাম। সেখানে আসলে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। ১৮ বছরের বেশি বয়সের কেউ (টিকা না নিয়ে) বের হলে শাস্তিযোগ্য অপরাধ হবে এই সিদ্ধান্ত আসলে হয়নি।
‘বরং মাস্ক পরার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি যাতে সবাই মানে, সেটির ওপর জোর দেওয়া হয়েছে। মাস্ক না পরলে যাতে তাৎক্ষণিক শাস্তি দেওয়া যায় সে জন্য পুলিশ যাতে জরিমানা করতে পারে, আইনের মধ্যে থেকে কীভাবে সেটা করা যায়, সে বিষয়ে সবাই অভিমত ব্যক্ত করেছেন।’
আন্তমন্ত্রণালয় সভা শেষে মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন, ‘১১ আগস্ট থেকে ১৮ বছরের ওপরের কোনো মানুষ ভ্যাকসিন ছাড়া চলাচল করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।’
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর এই বক্তব্যটি তাঁর ব্যক্তিগত অভিমত হতে পারে বলে মত দিয়ে তথ্যমন্ত্রী বলেন, সভায় এ ধরনের সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘দ্রুতই ১৮ বছরের ঊর্ধ্বে সকল ব্যক্তিকেই ভ্যাক্সিনের আওতায় নিয়ে আসা হবে। ‘টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না’ বলে বিভিন্ন সামাজিক মাধ্যমে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নয়। এ ধরনের কোনো সিদ্ধান্ত বা প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোথাও দেওয়া বা নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।’
শেখ হাসিনার ভাগনি ও সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক দুদকের তলবে হাজির না হয়ে আত্মপক্ষ্ম সমর্থনের সুযোগ হারিয়েছেন বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেছেন, ‘টিউলিপ আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারালেন। কেউ উপস্থিত না হলে পরে আন্তর্জাতিকভাবে যে পদ্ধতি, সেটা অনুসরণ করা হবে।’
১০ মিনিট আগেআওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর অনলাইন কার্যক্রম বন্ধে উদ্যোগ নিয়েছে সরকার। এসব সংগঠনের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্লক করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি।
১ ঘণ্টা আগেজাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে সংরক্ষণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (১৪ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।
২ ঘণ্টা আগেআসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১৬ মে থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবেন বাসমালিকেরা। ২৯ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার টিকিট এই অগ্রিম বিক্রির আওতায় থাকবে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে