Ajker Patrika

করোনার টিকার সহজলভ্যতা ও সুসম বণ্টনের আহ্বান বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
করোনার টিকার সহজলভ্যতা ও সুসম বণ্টনের আহ্বান বাংলাদেশের

করোনার টিকার সহজলভ্যতা ও সুসম বণ্টনের আহ্বান বাংলাদেশের। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লুএইচও) মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাসের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেনেভায় বাংলাদেশ, জাতিসংঘের ইএসসিএপি ও ওএইচআরএলএলএস এর যৌথ আয়োজনে এশিয়া প্রশান্ত অঞ্চলের স্বল্পোন্নত দেশগুলোর ৫ম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে স্বল্পোন্নত ও স্বল্পোন্নত থেকে উত্তরণের পথে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ জন্য শক্তিশালী নীতি ও সহায়তা ব্যবস্থা নিতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।  

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিশেষ করে দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়ন এবং মানবসম্পদে বিনিয়োগের জায়গাগুলোতে এশিয়া প্রশান্ত অঞ্চলের বেশির ভাগ স্বল্পোন্নত দেশ উল্লেখযোগ্য উন্নতি করেছে। এ সময়ে বাংলাদেশ দারিদ্র্য ২০ দশমিক ৫ শতাংশ নামিয়েছে এবং গড় আয় ২২ শ ২৭ ডলারে উন্নীত করেছে। 

এদিকে বৈঠকে করোনার টিকা আরও সহজলভ্যতা এবং সুসম বণ্টনের দিকে ডাব্লুএইচওকে জোর দিতে বলেন তিনি। এ ছাড়া করোনার টিকার ওপর সাময়িক ভাবে মেধাস্বত্ব ছাড়ের জন্য বলেন এ কে আবদুল মোমেন। মহামারি মোকাবিলার জন্য বাংলাদেশের টিকা উৎপাদন, প্রতিষেধক, ডায়াগনস্টিক এবং অন্যান্য সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা রয়েছে বলে জানান তিনি। বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকের সাফল্য তুলে ধরে এ ধরনের অবকাঠামো স্থাপনে ডাব্লুএইচও’র সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। 

এ ছাড়া জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডির সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বৈঠকে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে চাপ দিতে বলেন তিনি। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে সাধুবাদ জানান ফিলিপো গ্র্যান্ডি।

জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর ৫ম বৈঠক ২০২২ সালের জানুয়ারিতে কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত