কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
করোনার টিকার সহজলভ্যতা ও সুসম বণ্টনের আহ্বান বাংলাদেশের। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লুএইচও) মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাসের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেনেভায় বাংলাদেশ, জাতিসংঘের ইএসসিএপি ও ওএইচআরএলএলএস এর যৌথ আয়োজনে এশিয়া প্রশান্ত অঞ্চলের স্বল্পোন্নত দেশগুলোর ৫ম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে স্বল্পোন্নত ও স্বল্পোন্নত থেকে উত্তরণের পথে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ জন্য শক্তিশালী নীতি ও সহায়তা ব্যবস্থা নিতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিশেষ করে দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়ন এবং মানবসম্পদে বিনিয়োগের জায়গাগুলোতে এশিয়া প্রশান্ত অঞ্চলের বেশির ভাগ স্বল্পোন্নত দেশ উল্লেখযোগ্য উন্নতি করেছে। এ সময়ে বাংলাদেশ দারিদ্র্য ২০ দশমিক ৫ শতাংশ নামিয়েছে এবং গড় আয় ২২ শ ২৭ ডলারে উন্নীত করেছে।
এদিকে বৈঠকে করোনার টিকা আরও সহজলভ্যতা এবং সুসম বণ্টনের দিকে ডাব্লুএইচওকে জোর দিতে বলেন তিনি। এ ছাড়া করোনার টিকার ওপর সাময়িক ভাবে মেধাস্বত্ব ছাড়ের জন্য বলেন এ কে আবদুল মোমেন। মহামারি মোকাবিলার জন্য বাংলাদেশের টিকা উৎপাদন, প্রতিষেধক, ডায়াগনস্টিক এবং অন্যান্য সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা রয়েছে বলে জানান তিনি। বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকের সাফল্য তুলে ধরে এ ধরনের অবকাঠামো স্থাপনে ডাব্লুএইচও’র সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডির সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বৈঠকে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে চাপ দিতে বলেন তিনি। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে সাধুবাদ জানান ফিলিপো গ্র্যান্ডি।
জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর ৫ম বৈঠক ২০২২ সালের জানুয়ারিতে কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
করোনার টিকার সহজলভ্যতা ও সুসম বণ্টনের আহ্বান বাংলাদেশের। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লুএইচও) মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাসের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেনেভায় বাংলাদেশ, জাতিসংঘের ইএসসিএপি ও ওএইচআরএলএলএস এর যৌথ আয়োজনে এশিয়া প্রশান্ত অঞ্চলের স্বল্পোন্নত দেশগুলোর ৫ম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে স্বল্পোন্নত ও স্বল্পোন্নত থেকে উত্তরণের পথে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ জন্য শক্তিশালী নীতি ও সহায়তা ব্যবস্থা নিতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিশেষ করে দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়ন এবং মানবসম্পদে বিনিয়োগের জায়গাগুলোতে এশিয়া প্রশান্ত অঞ্চলের বেশির ভাগ স্বল্পোন্নত দেশ উল্লেখযোগ্য উন্নতি করেছে। এ সময়ে বাংলাদেশ দারিদ্র্য ২০ দশমিক ৫ শতাংশ নামিয়েছে এবং গড় আয় ২২ শ ২৭ ডলারে উন্নীত করেছে।
এদিকে বৈঠকে করোনার টিকা আরও সহজলভ্যতা এবং সুসম বণ্টনের দিকে ডাব্লুএইচওকে জোর দিতে বলেন তিনি। এ ছাড়া করোনার টিকার ওপর সাময়িক ভাবে মেধাস্বত্ব ছাড়ের জন্য বলেন এ কে আবদুল মোমেন। মহামারি মোকাবিলার জন্য বাংলাদেশের টিকা উৎপাদন, প্রতিষেধক, ডায়াগনস্টিক এবং অন্যান্য সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা রয়েছে বলে জানান তিনি। বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকের সাফল্য তুলে ধরে এ ধরনের অবকাঠামো স্থাপনে ডাব্লুএইচও’র সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডির সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বৈঠকে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে চাপ দিতে বলেন তিনি। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে সাধুবাদ জানান ফিলিপো গ্র্যান্ডি।
জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর ৫ম বৈঠক ২০২২ সালের জানুয়ারিতে কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা সবাইকে আহ্বান জানাই, নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি যেন সবাই শ্রদ্ধা দেখায়।
৩ ঘণ্টা আগেসাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে সরকারের উচ্চপর্যায়ের কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার কমিটির সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরারের নেতৃত্বে তিন সদস্যের কমিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের তদন্ত কার্যক্রম শুরু করেন।
৩ ঘণ্টা আগেনরসিংদীর হাড়িদোয়া নদীর দখলদার ও দূষণকারীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, নরসিংদীর জেলা প্রশাসক এবং নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে এ তালিকা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেবাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকার জানিয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ নানা মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাসী কার্যকলাপ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল, যার বিচার আন্তর
৬ ঘণ্টা আগে