Ajker Patrika

প্রধান নির্বাচন কমিশনার হলেন সাবেক সচিব নাসির উদ্দীন

অনলাইন ডেস্ক
আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৮: ১৬
এ এম এম নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত
এ এম এম নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই সঙ্গে চারজন নির্বাচন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন ২০০৯ সালে অবসর গ্রহণ করেন। তিনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়।

নাম প্রকাশ না করার শর্তে সচিবালয়ের এক কর্মকর্তা জানান, প্রধান নির্বাচন কমিশনার পদে এ এম এম নাসির উদ্দিনের নাম প্রস্তাব করেছিল বিএনপি।

জারি হওয়া পৃথক প্রজ্ঞাপন
জারি হওয়া পৃথক প্রজ্ঞাপন

অন্য চার নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমান, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

নতুন নির্বাচন কমিশনের এই সদস্যরা দেশের নির্বাচন প্রক্রিয়ার উন্নয়ন ও নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত