Ajker Patrika

বাংলাদেশে মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ফাইল ছবি

বাংলাদেশে মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, বাংলাদেশে আগের সরকারের সময় মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান যা ছিল, বর্তমান সরকারের সময়ও সেটাই আছে। স্থানীয় গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

মিলারকে প্রশ্ন করা হয়, বাংলাদেশে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলার ঘটনা বাড়ছে। অতিসম্প্রতি জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর আইনজীবীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়টি যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে? বাংলাদেশে মানবাধিকার, আইনি সুরক্ষা ও আইনের শাসন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?

জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘বাংলাদেশে মানবাধিকার প্রশ্নে আগের সরকারে আমাদের অবস্থান যেমন ছিল, এখনো সেটাই আছে। আমরা বাংলাদেশি জনগণের মানবাধিকার সমুন্নত দেখতে চাই।’

অপর এক প্রশ্নে মিলারের কাছে জানতে চাওয়া হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, তাঁরা ৫ আগস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলেন। এ ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য বা আপনার কোনো মূল্যায়ন আছে কিনা? এ ধরনের বক্তব্যে আঞ্চলিক স্থিতিশীলতায় কোনো প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে কি না?

জবাব মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘এ ধরনের কোনো বক্তব্য আমার চোখে পড়েনি। কাজেই এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।’

অপর এক প্রশ্নে বলা হয়, অন্তর্বর্তী সরকার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা অপসারণ করতে চাইছে বলে খবর প্রকাশিত হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক পরিকাঠামোয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের ওপর এ ধরনের পদক্ষেপের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কী? জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত