Ajker Patrika

বাংলাদেশের নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততা অস্বীকার রাষ্ট্রদূতের 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততা অস্বীকার রাষ্ট্রদূতের 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার ক্ষেত্রে ভারত ও চীনের সঙ্গে রাশিয়ারও ভূমিকা ছিল, বিরোধী বিএনপির এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন ঢাকায় রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যানতিৎস্কি। 

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে রাষ্ট্রদূত এসব কথা বলেন। 

রাষ্ট্রদূত দাবি করেছেন, অভিযোগটি পুরোপুরি অসত্য ও বিভ্রান্তিকর। নির্বাচনসহ বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়েই রাশিয়া হস্তক্ষেপ করেনি, নাক গলায়নি। 

ম্যানতিৎস্কি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হয়েছে। 

এর আগে গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, ৭ জানুয়ারির প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনগণের নয়; এটি ভারত, চীন ও রাশিয়ার সরকার। 

এদিকে রাষ্ট্রদূতের সঙ্গে কী আলোচনা হয়েছে, এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রুবলে বিনিময়ের ব্যাপারটি রাষ্ট্রদূত তুলেছেন। নিজস্ব মুদ্রায় বাণিজ্যের বিষয়ে অনেক দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে। ভারতের সঙ্গে নিজস্ব মুদ্রায় বাণিজ্য কিছুটা শুরু হয়েছে। 

মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের সঙ্গে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করতে পারলে নির্দিষ্ট কোনো মুদ্রার ওপর বাংলাদেশের নির্ভরতা কমবে। এটি দেশের অর্থনীতির জন্য সহায়ক হবে। 

এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে টাকা-রুবল বিনিময় নিয়ে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। বাণিজ্য সহজ করার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যেকোনো সময় চুক্তি হতে পারে বলেও আভাস দেন তিনি। 

বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবের আশঙ্কা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশসহ পৃথিবীর কোথাও মার্কিন নিষেধাজ্ঞাকে রাশিয়া স্বীকৃতি দেয় না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ভোগান্তিতে পড়েছে বলেও এ সময় তিনি মন্তব্য করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত