নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একই বা কাছাকাছি নামে রাজনৈতিক দল নিবন্ধন না দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি পাঠিয়েছেন গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মো. নুরুল হক নুর। আজ মঙ্গলবার তিনি এ চিঠি পাঠান।
সিইসিকে দেওয়া চিঠিতে নুর লেখেন, ‘আমরা জানতে পেরেছি, গণঅধিকার পরিষদের অপসারিত আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও তাঁর অনুসারীরা সচিবকে লাঞ্ছিত করে চাপ প্রয়োগের মাধ্যমে ইসি থেকে নিবন্ধন নিতে চায়, যা অত্যন্ত গর্হিত কাজ।’
গত ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আদালতের আদেশে এবি পার্টি নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পায়। এ ছাড়া আবেদন পুনরায় বিবেচনা করে নাগরিক ঐক্য ও গণঅধিকার পরিষদকে (জিওপি) গতকাল সোমবার নিবন্ধন দেয় কমিশন। এ সময় রেজা কিবরিয়ার অংশও নিবন্ধনের জন্য ইসিতে আসে। এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন না পাওয়া অন্যান্য দলের প্রতিনিধিরাও ইসিতে ভিড় জমাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নতুন দলগুলো নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) ভিড় করছে। সেই চাপ সামলাতে মঙ্গলবার সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রবেশে কড়াকড়ি ছিল। সকাল থেকে নির্বাচন ভবনে গেটে সেনাসদস্য ও থানা-পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। সবার পরিচয় নিশ্চিত হয়ে তারপর ভেতরে প্রবেশের অনুমতি দেন। ইসি সচিব শফিউল আজিম অফিসে না আসায় নিবন্ধনপ্রত্যাশী দলগুলোর প্রতিনিধিরা নির্বাচন ভবনের নিচতলায় অপেক্ষা করতে থাকেন। শেষ পর্যন্ত ইসি সচিব অফিসে আসেননি। অফিস করেননি নির্বাচন কমিশনার মো. আলমগীর। এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বেলা ১টার দিকে অফিস ত্যাগ করেন। তাই ইসির অতিরিক্ত (চুক্তি বাতিল) সচিব অশোক কুমার দেবনাথ নিবন্ধনপ্রত্যাশী দলগুলোর প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন।
এ বিষয়ে অশোক কুমার দেবনাথ বলেন, যে কয়টি নতুন দলের প্রতিনিধিরা এসেছিলেন, তাঁদের কথা শুনেছি। সে হিসেবে কমিশনে উপস্থাপন করা হবে। কমিশন সিদ্ধান্ত দেবে।
রেজা কিবরিয়া অংশের গণঅধিকার পরিষদ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী অনুসারী পরিষদ ও বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিনিধিরা ইসিতে আসেন।
একই বা কাছাকাছি নামে রাজনৈতিক দল নিবন্ধন না দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি পাঠিয়েছেন গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মো. নুরুল হক নুর। আজ মঙ্গলবার তিনি এ চিঠি পাঠান।
সিইসিকে দেওয়া চিঠিতে নুর লেখেন, ‘আমরা জানতে পেরেছি, গণঅধিকার পরিষদের অপসারিত আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও তাঁর অনুসারীরা সচিবকে লাঞ্ছিত করে চাপ প্রয়োগের মাধ্যমে ইসি থেকে নিবন্ধন নিতে চায়, যা অত্যন্ত গর্হিত কাজ।’
গত ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আদালতের আদেশে এবি পার্টি নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পায়। এ ছাড়া আবেদন পুনরায় বিবেচনা করে নাগরিক ঐক্য ও গণঅধিকার পরিষদকে (জিওপি) গতকাল সোমবার নিবন্ধন দেয় কমিশন। এ সময় রেজা কিবরিয়ার অংশও নিবন্ধনের জন্য ইসিতে আসে। এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন না পাওয়া অন্যান্য দলের প্রতিনিধিরাও ইসিতে ভিড় জমাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নতুন দলগুলো নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) ভিড় করছে। সেই চাপ সামলাতে মঙ্গলবার সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রবেশে কড়াকড়ি ছিল। সকাল থেকে নির্বাচন ভবনে গেটে সেনাসদস্য ও থানা-পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। সবার পরিচয় নিশ্চিত হয়ে তারপর ভেতরে প্রবেশের অনুমতি দেন। ইসি সচিব শফিউল আজিম অফিসে না আসায় নিবন্ধনপ্রত্যাশী দলগুলোর প্রতিনিধিরা নির্বাচন ভবনের নিচতলায় অপেক্ষা করতে থাকেন। শেষ পর্যন্ত ইসি সচিব অফিসে আসেননি। অফিস করেননি নির্বাচন কমিশনার মো. আলমগীর। এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বেলা ১টার দিকে অফিস ত্যাগ করেন। তাই ইসির অতিরিক্ত (চুক্তি বাতিল) সচিব অশোক কুমার দেবনাথ নিবন্ধনপ্রত্যাশী দলগুলোর প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন।
এ বিষয়ে অশোক কুমার দেবনাথ বলেন, যে কয়টি নতুন দলের প্রতিনিধিরা এসেছিলেন, তাঁদের কথা শুনেছি। সে হিসেবে কমিশনে উপস্থাপন করা হবে। কমিশন সিদ্ধান্ত দেবে।
রেজা কিবরিয়া অংশের গণঅধিকার পরিষদ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী অনুসারী পরিষদ ও বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিনিধিরা ইসিতে আসেন।
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
২ ঘণ্টা আগেপদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ঋণচুক্তির সময় ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) উল্লেখ না থাকা কিছু কাজ পরে প্রয়োজনে যুক্ত হয়েছে। বাড়তি এসব কাজে খরচ হয়েছে ৭৭ মিলিয়ন মার্কিন ডলার (ডলারের বর্তমান বিনিময়হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪৭ কোটি টাকা)। এই টাকা ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রকল্পটিতে
৮ ঘণ্টা আগেজুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়ন পদ্ধতি কী হবে, তা নিয়ে আজ রোববার (১০ আগস্ট) থেকে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে তাঁরা প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের মতামত, গণভোট ও অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা
১৩ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। দেশটির শ্রম বাজারের বাংলাদেশ থেকে সর্বোচ্চ জনশক্ত
১৩ ঘণ্টা আগে