নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘জুলাই গণ-অভ্যুত্থানে’ আহতদের একাংশের হামলার ঘটনায় গতকাল বুধবার দুপুর থেকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাসেবা সম্পূর্ণভাবে ব্যাহত হয়। ৫ ঘণ্টার বেশি সময় হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া সব বিভাগে চিকিৎসা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।
নিরাপত্তাহীনতায় চিকিৎসক, নার্স ও কর্মচারীদের বড় একটি অংশ হাসপাতাল ছেড়ে চলে যায়। অভিযোগ রয়েছে, তাঁদের কাউকে কাউকে জিম্মি করে রাখা হয়েছিল। পরে সেনাবাহিনীর একটি ইউনিট গিয়ে তাঁদের উদ্ধার করে।
গতকাল বেলা ১১টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আহতদের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং একপর্যায়ে লাঠিপেটাও করে। সন্ধ্যার দিকে আহতদের একটি অংশ হাসপাতাল চত্বরে অবস্থান নেয়। তারা বাইরে সড়ক অবরোধ করে রাখে।
হাসপাতাল-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার আন্দোলনে চোখ হারানো চার ব্যক্তি—শিমুল, সাগর, মারুফ ও আবু তাহের পরিচালকের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে চিকিৎসায় অবহেলা ও বিদেশে চিকিৎসা না করানোর অভিযোগ তোলেন তাঁরা। হঠাৎ পকেট থেকে বিষের শিশি নিয়ে পান করে আত্মহত্যার চেষ্টা চালান। পরে তাঁদের সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। এর জেরে গতকাল সকাল থেকেই হাসপাতালজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মীরা অভিযোগ করেন, আগের দিন আন্দোলনকারীরা পরিচালকের গায়ে হাত তোলেন, অফিসকক্ষ ভাঙচুর করেন এবং কর্মীদের হুমকি দেন।
এসব ঘটনার প্রতিবাদে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা সকাল থেকেই কর্মবিরতিতে যান। কর্মবিরতির মধ্যেই গতকাল আবারও সংঘর্ষ বাধে দুই পক্ষের মধ্যে। ধাক্কাধাক্কির একপর্যায়ে মারামারিও হয়। এতে অন্তত ১০ জন আহত হন, যাঁদের মধ্যে সাধারণ রোগীও রয়েছেন।
নুরে আলম বাবু নামের একজন চিকিৎসক বলেন, ‘পরিচালকের গায়ে হাত তোলা হয়েছে, অফিস রুম ভাঙচুর করা হয়েছে। নিরাপত্তাহীনতায় আমরা সবাই কর্মবিরতিতে গিয়েছি।’
বিষপানকারী আবু তাহের অভিযোগ করেন, ‘পরিচালকের সঙ্গে বরাদ্দের টাকা নিয়ে কথা বলতে গিয়েছিলাম। তিনি কথা না শুনেই উঠে চলে যান। চিকিৎসা তো হচ্ছেই না, বরং একটি সিন্ডিকেট টাকা আত্মসাৎ করছে।’
জানতে চাইলে হাসপাতালের পরিচালক অধ্যাপক খায়ের আহমেদ চৌধুরী বলেন, ‘আমার চিকিৎসক-নার্সদের জিম্মি করা হয়েছিল। আন্তমন্ত্রণালয় বৈঠকে করণীয় ঠিক হবে।’
‘জুলাই গণ-অভ্যুত্থানে’ আহতদের একাংশের হামলার ঘটনায় গতকাল বুধবার দুপুর থেকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাসেবা সম্পূর্ণভাবে ব্যাহত হয়। ৫ ঘণ্টার বেশি সময় হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া সব বিভাগে চিকিৎসা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।
নিরাপত্তাহীনতায় চিকিৎসক, নার্স ও কর্মচারীদের বড় একটি অংশ হাসপাতাল ছেড়ে চলে যায়। অভিযোগ রয়েছে, তাঁদের কাউকে কাউকে জিম্মি করে রাখা হয়েছিল। পরে সেনাবাহিনীর একটি ইউনিট গিয়ে তাঁদের উদ্ধার করে।
গতকাল বেলা ১১টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আহতদের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং একপর্যায়ে লাঠিপেটাও করে। সন্ধ্যার দিকে আহতদের একটি অংশ হাসপাতাল চত্বরে অবস্থান নেয়। তারা বাইরে সড়ক অবরোধ করে রাখে।
হাসপাতাল-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার আন্দোলনে চোখ হারানো চার ব্যক্তি—শিমুল, সাগর, মারুফ ও আবু তাহের পরিচালকের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে চিকিৎসায় অবহেলা ও বিদেশে চিকিৎসা না করানোর অভিযোগ তোলেন তাঁরা। হঠাৎ পকেট থেকে বিষের শিশি নিয়ে পান করে আত্মহত্যার চেষ্টা চালান। পরে তাঁদের সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। এর জেরে গতকাল সকাল থেকেই হাসপাতালজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মীরা অভিযোগ করেন, আগের দিন আন্দোলনকারীরা পরিচালকের গায়ে হাত তোলেন, অফিসকক্ষ ভাঙচুর করেন এবং কর্মীদের হুমকি দেন।
এসব ঘটনার প্রতিবাদে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা সকাল থেকেই কর্মবিরতিতে যান। কর্মবিরতির মধ্যেই গতকাল আবারও সংঘর্ষ বাধে দুই পক্ষের মধ্যে। ধাক্কাধাক্কির একপর্যায়ে মারামারিও হয়। এতে অন্তত ১০ জন আহত হন, যাঁদের মধ্যে সাধারণ রোগীও রয়েছেন।
নুরে আলম বাবু নামের একজন চিকিৎসক বলেন, ‘পরিচালকের গায়ে হাত তোলা হয়েছে, অফিস রুম ভাঙচুর করা হয়েছে। নিরাপত্তাহীনতায় আমরা সবাই কর্মবিরতিতে গিয়েছি।’
বিষপানকারী আবু তাহের অভিযোগ করেন, ‘পরিচালকের সঙ্গে বরাদ্দের টাকা নিয়ে কথা বলতে গিয়েছিলাম। তিনি কথা না শুনেই উঠে চলে যান। চিকিৎসা তো হচ্ছেই না, বরং একটি সিন্ডিকেট টাকা আত্মসাৎ করছে।’
জানতে চাইলে হাসপাতালের পরিচালক অধ্যাপক খায়ের আহমেদ চৌধুরী বলেন, ‘আমার চিকিৎসক-নার্সদের জিম্মি করা হয়েছিল। আন্তমন্ত্রণালয় বৈঠকে করণীয় ঠিক হবে।’
পরপর তিনটি নির্বাচনে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে মানুষ। দেড় দশকের কর্তৃত্ববাদী শাসন, চাকরিতে বৈষম্য, সীমাহীন দুর্নীতি, ব্যাংক খাতে লুটপাট, বিরোধী মত দমনে গুম, খুন ও নির্যাতনে ক্ষুব্ধ ছিল জনগণ। সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে জুলাইয়ে ছাত্র- জনতার আন্দোলনে।
৩ ঘণ্টা আগেটানা তিনটি জাতীয় নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে এবং দমনপীড়নের নির্লজ্জ রূপ প্রদর্শন করে ১৫ বছর ৭ মাস প্রধানমন্ত্রিত্ব ধরে রাখার মাধ্যমে শেখ হাসিনা বিশ্বের অন্যতম নিকৃষ্ট স্বৈরাচারী শাসকদের কাতারে নিজের অবস্থান পাকা করেছিলেন।
৩ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের বিভিন্ন থানা ও পুলিশের স্থাপনা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মধ্যে প্রায় ১ হাজার ৪০০ অস্ত্র ও আড়াই লাখের মতো গোলাবারুদ এক বছরেও উদ্ধার হয়নি। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে খুন, ডাকাতি, ছিনতাইয়ের...
৩ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি সংরক্ষণে উত্তরার রবীন্দ্র সরোবরে ‘মুগ্ধ মঞ্চ’ নির্মাণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে নির্মিত মঞ্চটি আজ সোমবার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, ‘ফ্যাসিবাদের বীজ যেখানে
৬ ঘণ্টা আগে