নিজস্ব প্রতিবেদক, ঢাক
গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মান বাড়াতে কমিউনিটি ক্লিনিকগুলোতে বরাদ্দ অর্থের পরিমাণ আরও বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর প্রথম লক্ষ্য হলো গ্রামাঞ্চলে বিশেষ করে যারা সরাসরি খেতে-খামারে, বিলেঝিলে কাজ করেন, তাঁদের কল্যাণের জন্য কিছু করা।
আজ শুক্রবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী অসংক্রামক রোগ নিয়ন্ত্রণবিষয়ক জাতীয় সম্মেলনের শেষ দিনে অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কমিউনিটি ক্লিনিকগুলোর জন্য আমরা গর্ববোধ করি। আমি যখনই গ্রামে যাই, তখন রাস্তায় কমিউনিটি ক্লিনিকে নামি, ভেতরে ঢুকি, তাঁদের কার্যক্রম দেখি। আমার কাছে খুবই জীবন্ত মনে হয়। এগুলোর মাধ্যমে গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা আমরা পৌঁছে দিতে পেরেছি। অসুস্থ হলেই মানুষকে এখন আর শহরে দৌড়াতে হয় না। পাশের কমিউনিটি ক্লিনিকে গিয়েই জরুরি সেবাসহ নানা রকমের ওষুধ সেখানে তাঁরা পান। আমি আমার গ্রামের চেয়ারম্যান, মেম্বার, মাতুব্বরদের সঙ্গে কথা বলে দেখেছি, তাঁরা সব সময় কমিউনিটি ক্লিনিককে উচ্চ মার্ক দেন।’
এম এ মান্নান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, কমিউনিটি ক্লিনিকগুলোতে আরও বরাদ্দ বাড়ানো প্রয়োজন। যদিও সেখানে জায়গা কম, ছোট দুইটা রুম, তবু প্রতিটিতে আরও একাধিক শয্যা, প্রাথমিক সুযোগ-সুবিধা ও রোগ শনাক্তের জন্য কিছু যন্ত্রপাতি বিশেষ করে এক্স-রে, ইসিজি-জাতীয় কিছু যোগ করা যায় কি না, এগুলো আমাদের চিন্তা করা দরকার।’
কমিউনিটি ক্লিনিকের মানোন্নয়নে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করবেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।
গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মান বাড়াতে কমিউনিটি ক্লিনিকগুলোতে বরাদ্দ অর্থের পরিমাণ আরও বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর প্রথম লক্ষ্য হলো গ্রামাঞ্চলে বিশেষ করে যারা সরাসরি খেতে-খামারে, বিলেঝিলে কাজ করেন, তাঁদের কল্যাণের জন্য কিছু করা।
আজ শুক্রবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী অসংক্রামক রোগ নিয়ন্ত্রণবিষয়ক জাতীয় সম্মেলনের শেষ দিনে অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কমিউনিটি ক্লিনিকগুলোর জন্য আমরা গর্ববোধ করি। আমি যখনই গ্রামে যাই, তখন রাস্তায় কমিউনিটি ক্লিনিকে নামি, ভেতরে ঢুকি, তাঁদের কার্যক্রম দেখি। আমার কাছে খুবই জীবন্ত মনে হয়। এগুলোর মাধ্যমে গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা আমরা পৌঁছে দিতে পেরেছি। অসুস্থ হলেই মানুষকে এখন আর শহরে দৌড়াতে হয় না। পাশের কমিউনিটি ক্লিনিকে গিয়েই জরুরি সেবাসহ নানা রকমের ওষুধ সেখানে তাঁরা পান। আমি আমার গ্রামের চেয়ারম্যান, মেম্বার, মাতুব্বরদের সঙ্গে কথা বলে দেখেছি, তাঁরা সব সময় কমিউনিটি ক্লিনিককে উচ্চ মার্ক দেন।’
এম এ মান্নান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, কমিউনিটি ক্লিনিকগুলোতে আরও বরাদ্দ বাড়ানো প্রয়োজন। যদিও সেখানে জায়গা কম, ছোট দুইটা রুম, তবু প্রতিটিতে আরও একাধিক শয্যা, প্রাথমিক সুযোগ-সুবিধা ও রোগ শনাক্তের জন্য কিছু যন্ত্রপাতি বিশেষ করে এক্স-রে, ইসিজি-জাতীয় কিছু যোগ করা যায় কি না, এগুলো আমাদের চিন্তা করা দরকার।’
কমিউনিটি ক্লিনিকের মানোন্নয়নে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করবেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নোটাম (নোটিশ টু এয়ারম্যান) না মানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিমান) একটি ফ্লাইটকে শেষ মুহূর্তে গন্তব্য পরিবর্তন করতে হয়েছে।মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া বিমানে একটি ফ্লাইট শেষ পর্যন্ত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে।
২ ঘণ্টা আগেহজ পারমিট বা অনুমোদন ছাড়া হজ পালন করলে গুনতে হবে বিশাল অঙ্কের জরিমানা। শুধু তাই নয়, এভাবে হজ পালনে যাঁরা সহায়তা করবেন, তাদের গুনতে হবে কয়েক গুণ জরিমানা। এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগেসারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৬৬৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৪৬৮ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১৩৭ জনকে।
১৫ ঘণ্টা আগেপুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. মোদাব্বির হোসেন চৌধুরী (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীতে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৫ ঘণ্টা আগে