নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতি রোধে জনসচেতনতা সৃষ্টি করতে জেলা প্রশাসকদের (ডিসি) সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ। কোন কোন অফিসে দুর্নীতির সুযোগ রয়েছে, ডিসিরা তা জানেন বলেও মনে করেন তিনি।
রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের অধিবেশন শেষে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।
মঈনউদ্দিন আবদুল্লাহ বলেন, ‘দুদকের অন্যতম একটি কাজ হলো সচেতনতা বৃদ্ধি, যাতে দুর্নীতি না হয়। দুর্নীতি থেকে যেন মানুষ দুরে থাকে এটাও কিন্তু দুদকের অন্যতম কাজ। এ জন্য আমরা ডিসিদের অনুরোধ জানিয়েছি, তারা আমাদের সব সময় সাহায্য করেন, এ বিষয়ে যেন আরও সাহায্য করেন।’
দুদক চেয়ারম্যান বলেন ‘একজন জেলা প্রশাসক জানেন তার অফিসে কোথায় কোথায় দুর্নীতির সুযোগ আছে। কোন অফিসে কোথায় কোথায় দুর্নীতির সুযোগ আছে এটা কিন্তু জেলা প্রশাসকেরা জানেন। ওই জায়গায় তারা যেন সচেতনতা বৃদ্ধির কাজ করেন।’
দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতির অভিযোগগুলো তদন্ত করা ছাড়াও গণশুনানি করা দুদকের কাজ। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে দুর্নীতির ধরনও পরিবর্তন হয়ে যায়। কোথাও যদি গণশুনানি করা হয় তাহলে দুর্নীতির নতুন ধরনগুলোও জানা যায়। করোনার কারণে এটি এখন সীমিত আছে। আমরা ডিসিদের বলেছি তারাও যেন গণশুনানি করেন। কোথায় নতুন রূপে দুর্নীতি হয় এবং কীভাবে তা বন্ধ করা যায় সে বিষয়ে তারা যেন সহযোগিতা করেন।
দুর্নীতির অভিযোগগুলো তদন্তের সময় কমিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, আমাদের একটি সমস্যা হল তদন্ত বা অনুসন্ধানে একটু সময় লেগে যায়। এটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। নির্দিষ্ট সময়ের মধ্যে যেন আমাদের তদন্তগুলো শেষ হয় আমরা সেই চেষ্টা করছি।’
মঈনউদ্দিন আবদুল্লাহ বলেন ‘দুর্নীতি এমন একটি জিনিস, প্রমাণ পাওয়াটা খুব কঠিন। অকাট্য প্রমাণ ছাড়া তো আমরা এগোতে পারি না। কারণ প্রমাণ না হলে আদালত মামলা গ্রহণ করবে না। যিনি ঘুষ নেন ও যিনি দেন তারা কেউই তো স্বীকার করে না। আমাদের যারা অনুসন্ধান করেন তাদেরকেও জবাবদিহীতার আওতায় আনার চেষ্টা করছি।’
দুর্নীতি রোধে জনসচেতনতা সৃষ্টি করতে জেলা প্রশাসকদের (ডিসি) সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ। কোন কোন অফিসে দুর্নীতির সুযোগ রয়েছে, ডিসিরা তা জানেন বলেও মনে করেন তিনি।
রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের অধিবেশন শেষে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।
মঈনউদ্দিন আবদুল্লাহ বলেন, ‘দুদকের অন্যতম একটি কাজ হলো সচেতনতা বৃদ্ধি, যাতে দুর্নীতি না হয়। দুর্নীতি থেকে যেন মানুষ দুরে থাকে এটাও কিন্তু দুদকের অন্যতম কাজ। এ জন্য আমরা ডিসিদের অনুরোধ জানিয়েছি, তারা আমাদের সব সময় সাহায্য করেন, এ বিষয়ে যেন আরও সাহায্য করেন।’
দুদক চেয়ারম্যান বলেন ‘একজন জেলা প্রশাসক জানেন তার অফিসে কোথায় কোথায় দুর্নীতির সুযোগ আছে। কোন অফিসে কোথায় কোথায় দুর্নীতির সুযোগ আছে এটা কিন্তু জেলা প্রশাসকেরা জানেন। ওই জায়গায় তারা যেন সচেতনতা বৃদ্ধির কাজ করেন।’
দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতির অভিযোগগুলো তদন্ত করা ছাড়াও গণশুনানি করা দুদকের কাজ। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে দুর্নীতির ধরনও পরিবর্তন হয়ে যায়। কোথাও যদি গণশুনানি করা হয় তাহলে দুর্নীতির নতুন ধরনগুলোও জানা যায়। করোনার কারণে এটি এখন সীমিত আছে। আমরা ডিসিদের বলেছি তারাও যেন গণশুনানি করেন। কোথায় নতুন রূপে দুর্নীতি হয় এবং কীভাবে তা বন্ধ করা যায় সে বিষয়ে তারা যেন সহযোগিতা করেন।
দুর্নীতির অভিযোগগুলো তদন্তের সময় কমিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, আমাদের একটি সমস্যা হল তদন্ত বা অনুসন্ধানে একটু সময় লেগে যায়। এটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। নির্দিষ্ট সময়ের মধ্যে যেন আমাদের তদন্তগুলো শেষ হয় আমরা সেই চেষ্টা করছি।’
মঈনউদ্দিন আবদুল্লাহ বলেন ‘দুর্নীতি এমন একটি জিনিস, প্রমাণ পাওয়াটা খুব কঠিন। অকাট্য প্রমাণ ছাড়া তো আমরা এগোতে পারি না। কারণ প্রমাণ না হলে আদালত মামলা গ্রহণ করবে না। যিনি ঘুষ নেন ও যিনি দেন তারা কেউই তো স্বীকার করে না। আমাদের যারা অনুসন্ধান করেন তাদেরকেও জবাবদিহীতার আওতায় আনার চেষ্টা করছি।’
বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আজ সোমবার (১২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন
৬ মিনিট আগেপ্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘অনেক সাংবাদিক রয়েছেন, যারা আওয়ামী লীগের চামচামি করে ৩-৪ শ কোটি টাকার মালিক হয়েছেন। ঢাকার পূর্বাচলে প্লট ক্রয় করে অনেকে দেশ ছেড়েছেন।’ আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির দ্বিতীয়তলায় সাগর-রুনী মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’—অনুষ্ঠানে তিনি
১১ মিনিট আগেআজ সোমবার আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাব কী নামে হবে, এই নাম থাকবে কি না, এই পোশাক কিংবা সবকিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
২৯ মিনিট আগে২০০৯ সালে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় কারাগারে বন্দী ৪০ বিডিআর জওয়ানকে জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ট্রাইব্যুনাল সূত্রে এ কথা জানা যায়।
২ ঘণ্টা আগে