Ajker Patrika

সব রায়-আদেশ প্রকাশ্য আদালতে দিতে বিচারকদের প্রতি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সব রায়-আদেশ প্রকাশ্য আদালতে দিতে বিচারকদের প্রতি নির্দেশনা

স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য অধস্তন আদালতের জামিনসহ অন্যান্য আদেশ ও রায় প্রকাশ্য আদালতে সংশ্লিষ্ট পক্ষ বা তাদের আইনজীবীদের উপস্থিতিতে ঘোষণা করার জন্য বিচারকদের প্রতি নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আজ বুধবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এবং ফৌজদারি কার্যবিধির ৩৬৬ ধারা ও ক্রিমিনাল রুলস্ অ্যান্ড অর্ডার-২০০৯ এর ১৭৯ (২) অনুযায়ী অধস্তন আদালতের জামিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আদেশ ও রায় প্রকাশ্য আদালতে তাদের আইনজীবীদের উপস্থিতিতে ঘোষণা করার নির্দেশ দেওয়া হলো। 

এর আগে যেকোনো আদেশ ও রায় যাতে প্রকাশ্য আদালতে দেওয়া হয়—সে জন্য নিম্ন আদালতের বিচারকদের সচেষ্ট থাকতে বলেছেন হাইকোর্ট। বরখাস্ত হওয়া কারা উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিককে বিশেষ জজ আদালতের দেওয়া জামিন বাতিল করে গত ২ সেপ্টেম্বর রায় দেন হাইকোর্ট।

রায়ে বলা হয়, তাৎক্ষণিকভাবে কোনো আদেশ না দেওয়া হলে পরবর্তী সময়ে তারিখ নির্ধারণ করে আইনজীবীদের উপস্থিতিতে আদেশ দিতে হবে। 

সামগ্রিক প্রেক্ষাপটে মনে হয়, পার্থ বণিকের জামিন মঞ্জুর করে বিশেষ জজ আদালতের দেওয়া আদেশ প্রকাশ্য আদালতে দেওয়া হয়নি। তাই সংশ্লিষ্ট বিচারককে সতর্ক করা হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত