নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জনতা ব্যাংক থেকে ৮৫ কোটি টাকার বেশি অর্থ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে এননটেক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনুছ বাদলসহ ছয়জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করেছে।
আজ মঙ্গলবার (৩ জুন) ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে মামলাটি করা হয়। কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেন।
৮৫ কোটি টাকা যেভাবে আত্মসাৎ
মামলার এজাহার অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এফকে নিট টেক্স লিমিটেডের অনুকূলে অবৈধভাবে ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়। এর মাধ্যমে জনতা ব্যাংক থেকে মোট ৮৫ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।
ঋণ অনুমোদন, বিতরণ ও পরবর্তীকালে অর্থ আত্মসাতের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের প্রত্যক্ষ সহযোগিতা ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। এই অর্থ আদৌ প্রকৃত ব্যবসায় ব্যবহৃত হয়নি এবং মূলত তা পরিকল্পিতভাবে আত্মসাতের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল।
অভিযুক্ত ব্যক্তিরা
মামলায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা হলেন:
মো. ইউনুছ বাদল—চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, এননটেক্স গ্রুপ
আনোয়ারুল ইসলাম ফেরদৌস—ব্যবস্থাপনা পরিচালক, এফকে নিট টেক্স লিমিটেড
আব্দুছ ছালাম আজাদ—জনতা ব্যাংকের ঢাকার করপোরেট শাখার সাবেক শাখা ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক
আজমুল হক—সাবেক সহকারী মহাব্যবস্থাপক (এজিএম), জনতা ব্যাংক
অজয় কুমার ঘোষ—সাবেক ফার্স্ট এজিএম
মো. শাহজাহান—জনতা ব্যাংকের সাবেক নির্বাহী প্রকৌশলী (পুর)
তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ব্যাংকের আর্থিক নিরাপত্তা বিধান উপেক্ষা করে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কাগুজে প্রস্তাবনার ভিত্তিতে ঋণ মঞ্জুর করে তা আত্মসাতের পথ সুগম করেন।
বাংলাদেশের অন্যতম আলোচিত ঋণ জালিয়াতির ঘটনার কেন্দ্রে রয়েছে এননটেক্স গ্রুপ। প্রতিষ্ঠানটি ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে জনতা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নেয় এবং একাধিকবার তা খেলাপি হয়।
ঋণপ্রাপ্তির ক্ষেত্রে অসাধু উপায়, রাজনৈতিক প্রভাব, ব্যাংক কর্মকর্তাদের দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে প্রতিষ্ঠানটি ব্যাংকিং খাতের একটি বড় সংকটের জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই ঘটনায় এর আগেও বিভিন্ন সময়ে দুদক একাধিক তদন্ত শুরু করে এবং কয়েকটি পৃথক মামলা করা হয়।
দুদক সূত্র জানায়, এননটেক্স গ্রুপ ও সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ তদন্তাধীন রয়েছে। প্রতিটি অভিযোগের যথাযথ তথ্য-প্রমাণ সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে দুদক মহাপরিচালক জানান, যাঁরা রাষ্ট্রীয় ব্যাংকব্যবস্থার অপব্যবহার করে জনসম্পদ লুট করেছেন, তাঁদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
জনতা ব্যাংক থেকে ৮৫ কোটি টাকার বেশি অর্থ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে এননটেক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনুছ বাদলসহ ছয়জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করেছে।
আজ মঙ্গলবার (৩ জুন) ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে মামলাটি করা হয়। কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেন।
৮৫ কোটি টাকা যেভাবে আত্মসাৎ
মামলার এজাহার অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এফকে নিট টেক্স লিমিটেডের অনুকূলে অবৈধভাবে ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়। এর মাধ্যমে জনতা ব্যাংক থেকে মোট ৮৫ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।
ঋণ অনুমোদন, বিতরণ ও পরবর্তীকালে অর্থ আত্মসাতের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের প্রত্যক্ষ সহযোগিতা ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। এই অর্থ আদৌ প্রকৃত ব্যবসায় ব্যবহৃত হয়নি এবং মূলত তা পরিকল্পিতভাবে আত্মসাতের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল।
অভিযুক্ত ব্যক্তিরা
মামলায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা হলেন:
মো. ইউনুছ বাদল—চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, এননটেক্স গ্রুপ
আনোয়ারুল ইসলাম ফেরদৌস—ব্যবস্থাপনা পরিচালক, এফকে নিট টেক্স লিমিটেড
আব্দুছ ছালাম আজাদ—জনতা ব্যাংকের ঢাকার করপোরেট শাখার সাবেক শাখা ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক
আজমুল হক—সাবেক সহকারী মহাব্যবস্থাপক (এজিএম), জনতা ব্যাংক
অজয় কুমার ঘোষ—সাবেক ফার্স্ট এজিএম
মো. শাহজাহান—জনতা ব্যাংকের সাবেক নির্বাহী প্রকৌশলী (পুর)
তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ব্যাংকের আর্থিক নিরাপত্তা বিধান উপেক্ষা করে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কাগুজে প্রস্তাবনার ভিত্তিতে ঋণ মঞ্জুর করে তা আত্মসাতের পথ সুগম করেন।
বাংলাদেশের অন্যতম আলোচিত ঋণ জালিয়াতির ঘটনার কেন্দ্রে রয়েছে এননটেক্স গ্রুপ। প্রতিষ্ঠানটি ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে জনতা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নেয় এবং একাধিকবার তা খেলাপি হয়।
ঋণপ্রাপ্তির ক্ষেত্রে অসাধু উপায়, রাজনৈতিক প্রভাব, ব্যাংক কর্মকর্তাদের দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে প্রতিষ্ঠানটি ব্যাংকিং খাতের একটি বড় সংকটের জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই ঘটনায় এর আগেও বিভিন্ন সময়ে দুদক একাধিক তদন্ত শুরু করে এবং কয়েকটি পৃথক মামলা করা হয়।
দুদক সূত্র জানায়, এননটেক্স গ্রুপ ও সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ তদন্তাধীন রয়েছে। প্রতিটি অভিযোগের যথাযথ তথ্য-প্রমাণ সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে দুদক মহাপরিচালক জানান, যাঁরা রাষ্ট্রীয় ব্যাংকব্যবস্থার অপব্যবহার করে জনসম্পদ লুট করেছেন, তাঁদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
২ ঘণ্টা আগেপদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ঋণচুক্তির সময় ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) উল্লেখ না থাকা কিছু কাজ পরে প্রয়োজনে যুক্ত হয়েছে। বাড়তি এসব কাজে খরচ হয়েছে ৭৭ মিলিয়ন মার্কিন ডলার (ডলারের বর্তমান বিনিময়হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪৭ কোটি টাকা)। এই টাকা ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রকল্পটিতে
৮ ঘণ্টা আগেজুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়ন পদ্ধতি কী হবে, তা নিয়ে আজ রোববার (১০ আগস্ট) থেকে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে তাঁরা প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের মতামত, গণভোট ও অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা
১৩ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। দেশটির শ্রম বাজারের বাংলাদেশ থেকে সর্বোচ্চ জনশক্ত
১৩ ঘণ্টা আগে