নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ড্যাপে চিহ্নিত জলাশয় ভরাট করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ল্যাব নির্মাণের কার্যক্রম অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তিন মাসের মধ্যে জলাশয় আগের অবস্থায় ফেরাতে নির্দেশ দিয়েছেন আদালত।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ রায় দেন। বেলার আইনজীবী হাসানুল বান্না রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর মৌজাস্থ গৈদারটেক এলাকায় ওই জলাশয় অবস্থিত। আধুনিক পদ্ধতিতে বীজ আলু উৎপাদনের লক্ষ্যে সেন্ট্রাল টিস্যু কালচার অ্যান্ড সিড হেলথ ল্যাবরেটরি নির্মাণের জন্য ড্যাপ চিহ্নিত এ জলাশয়ের প্রায় ১২ একর জমি ভরাট করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন। জলাশয় ভরাট রোধে বিবাদীদের ব্যর্থতাকে আইনত কর্তৃত্ববিহীন এবং জনস্বার্থ বিরোধী ঘোষণা করা হয়েছে রায়ে।
সরকারি সংস্থা কর্তৃক জনগুরুত্বপূর্ণ জলাশয় ভরাটের বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা যুক্ত করে গত বছর রিট করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা)। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৩ আগস্ট হাইকোর্ট জলাশয় ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন। ওই রুল নিষ্পত্তি করে রোববার রায় দেওয়া হয়।
বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আশরাফ আলী। তাঁকে সহযোগিতা করেন এস. হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। বিএডিসির পক্ষে ছিলেন এস এম জহুরুল ইসলাম। আর ডিএনসিসির আইনজীবী ছিলেন রেজা-ই-রাব্বি খন্দকার।
ড্যাপে চিহ্নিত জলাশয় ভরাট করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ল্যাব নির্মাণের কার্যক্রম অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তিন মাসের মধ্যে জলাশয় আগের অবস্থায় ফেরাতে নির্দেশ দিয়েছেন আদালত।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ রায় দেন। বেলার আইনজীবী হাসানুল বান্না রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর মৌজাস্থ গৈদারটেক এলাকায় ওই জলাশয় অবস্থিত। আধুনিক পদ্ধতিতে বীজ আলু উৎপাদনের লক্ষ্যে সেন্ট্রাল টিস্যু কালচার অ্যান্ড সিড হেলথ ল্যাবরেটরি নির্মাণের জন্য ড্যাপ চিহ্নিত এ জলাশয়ের প্রায় ১২ একর জমি ভরাট করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন। জলাশয় ভরাট রোধে বিবাদীদের ব্যর্থতাকে আইনত কর্তৃত্ববিহীন এবং জনস্বার্থ বিরোধী ঘোষণা করা হয়েছে রায়ে।
সরকারি সংস্থা কর্তৃক জনগুরুত্বপূর্ণ জলাশয় ভরাটের বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা যুক্ত করে গত বছর রিট করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা)। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৩ আগস্ট হাইকোর্ট জলাশয় ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন। ওই রুল নিষ্পত্তি করে রোববার রায় দেওয়া হয়।
বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আশরাফ আলী। তাঁকে সহযোগিতা করেন এস. হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। বিএডিসির পক্ষে ছিলেন এস এম জহুরুল ইসলাম। আর ডিএনসিসির আইনজীবী ছিলেন রেজা-ই-রাব্বি খন্দকার।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি বৈঠক করেছেন। আজ বুধবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন, দক্ষ জনশক্তি রপ্তানি, ভিসা চালু, বাণিজ্য-বিনিয়োগ ও সহযোগিতা
১১ মিনিট আগেরাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের কাছে আবেদন করা
১ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের ৬ কোটি ২১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের বাড়ি ও জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই
২ ঘণ্টা আগেমাত্র আট মাসে দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, সরকারি অর্থ আত্মসাৎকারী ও ঋণখেলাপি অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৩ হাজার কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক (জব্দ) ও অবরুদ্ধ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা করার পর আদালতের নির্দেশে এই ক্রোক ও অবরুদ্ধ করা হয়। দুদকের নথ
২ ঘণ্টা আগে