নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ড্যাপে চিহ্নিত জলাশয় ভরাট করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ল্যাব নির্মাণের কার্যক্রম অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তিন মাসের মধ্যে জলাশয় আগের অবস্থায় ফেরাতে নির্দেশ দিয়েছেন আদালত।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ রায় দেন। বেলার আইনজীবী হাসানুল বান্না রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর মৌজাস্থ গৈদারটেক এলাকায় ওই জলাশয় অবস্থিত। আধুনিক পদ্ধতিতে বীজ আলু উৎপাদনের লক্ষ্যে সেন্ট্রাল টিস্যু কালচার অ্যান্ড সিড হেলথ ল্যাবরেটরি নির্মাণের জন্য ড্যাপ চিহ্নিত এ জলাশয়ের প্রায় ১২ একর জমি ভরাট করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন। জলাশয় ভরাট রোধে বিবাদীদের ব্যর্থতাকে আইনত কর্তৃত্ববিহীন এবং জনস্বার্থ বিরোধী ঘোষণা করা হয়েছে রায়ে।
সরকারি সংস্থা কর্তৃক জনগুরুত্বপূর্ণ জলাশয় ভরাটের বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা যুক্ত করে গত বছর রিট করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা)। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৩ আগস্ট হাইকোর্ট জলাশয় ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন। ওই রুল নিষ্পত্তি করে রোববার রায় দেওয়া হয়।
বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আশরাফ আলী। তাঁকে সহযোগিতা করেন এস. হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। বিএডিসির পক্ষে ছিলেন এস এম জহুরুল ইসলাম। আর ডিএনসিসির আইনজীবী ছিলেন রেজা-ই-রাব্বি খন্দকার।
ড্যাপে চিহ্নিত জলাশয় ভরাট করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ল্যাব নির্মাণের কার্যক্রম অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তিন মাসের মধ্যে জলাশয় আগের অবস্থায় ফেরাতে নির্দেশ দিয়েছেন আদালত।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ রায় দেন। বেলার আইনজীবী হাসানুল বান্না রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর মৌজাস্থ গৈদারটেক এলাকায় ওই জলাশয় অবস্থিত। আধুনিক পদ্ধতিতে বীজ আলু উৎপাদনের লক্ষ্যে সেন্ট্রাল টিস্যু কালচার অ্যান্ড সিড হেলথ ল্যাবরেটরি নির্মাণের জন্য ড্যাপ চিহ্নিত এ জলাশয়ের প্রায় ১২ একর জমি ভরাট করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন। জলাশয় ভরাট রোধে বিবাদীদের ব্যর্থতাকে আইনত কর্তৃত্ববিহীন এবং জনস্বার্থ বিরোধী ঘোষণা করা হয়েছে রায়ে।
সরকারি সংস্থা কর্তৃক জনগুরুত্বপূর্ণ জলাশয় ভরাটের বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা যুক্ত করে গত বছর রিট করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা)। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৩ আগস্ট হাইকোর্ট জলাশয় ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন। ওই রুল নিষ্পত্তি করে রোববার রায় দেওয়া হয়।
বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আশরাফ আলী। তাঁকে সহযোগিতা করেন এস. হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। বিএডিসির পক্ষে ছিলেন এস এম জহুরুল ইসলাম। আর ডিএনসিসির আইনজীবী ছিলেন রেজা-ই-রাব্বি খন্দকার।
বিশ্বের অষ্টম জনবহুল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে প্রাপ্য গুরুত্ব পায় না। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে খুব কমসংখ্যক বিশেষজ্ঞই বাংলাদেশ নিয়ে গভীরভাবে নজর রাখেন। ফলে, যারা দেশ সম্পর্কে ভুল তথ্য বা বিভ্রান্তিকর তথ্য ছড়াতে চায়, তাদের জন্য জনমত প্রভাবিত করা সহজ হয়ে যায়। গত এক বছর
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের শুরুতে ভোটের তফসিল দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন। নির্বাচনী হাওয়া জোরেশোরে বইতে শুরু করায় দলগুলো এখন সম্ভাব্য জোটের জন্য আসন ভাগাভাগির আলোচনায় গুরুত্ব দিচ্ছে।
১০ ঘণ্টা আগেসেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
১১ ঘণ্টা আগেদফায় দফায় ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ছয় জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকটি স্থানে ইতিমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে পানি। এতে ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলের খেত। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে ঘরে তুলছে। অনেকেই পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে।
১২ ঘণ্টা আগে