Ajker Patrika

সুদানে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবন ও দূতাবাসে গুলি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১০: ১৬
সুদানে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবন ও দূতাবাসে গুলি

সুদানে গৃহযুদ্ধে বিবদমান নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলাকালে রাজধানী খার্তুমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসভবনে গত ১০ দিনে কমপক্ষে দুইবার গুলির ঘটনা ঘটেছে।

গত ১৫ ও ২২ এপ্রিল ভবনগুলোর কয়েকটি স্থানে মেশিনগানের গুলি দেয়াল ও জানালা ভেদ করে ভেতরে এসে পড়েছে বলে রাষ্ট্রদূতের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা উইংয়ের এক কর্মকর্তা জানান।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বাধীন কূটনৈতিক নিরাপত্তা গ্রুপের পরামর্শে রাষ্ট্রদূত গত ২০ এপ্রিল সপরিবারে সাময়িকভাবে দূতাবাস ও বাসস্থান ছেড়ে কম ঝুঁকিপূর্ণ স্থানে সরে গেছেন। যাওয়ার পথে অন্তত ২৫টি স্থানে তাঁদের গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়েছে। একটি স্থানে রাষ্ট্রদূত ও পরিবারের সদস্যদের গাড়ি থেকে নামতে বলা হয়। তাঁরা নেমে দাঁড়ান। এরপর তল্লাশিকারকেরা রাষ্ট্রদূত ও তাঁর সুদানি গাড়িচালকের মোবাইল ফোন নিয়ে নেন। পরে গাড়িচালকের কাছ থেকে রাষ্ট্রদূতের পরিচয় জানার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

সুদানে বর্তমানে বাংলাদেশের প্রায় ১ হাজার ৫০০ নাগরিক আছেন, এমন তথ্য দিয়ে রাষ্ট্রদূত তারেক আহমেদ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান, এসব নাগরিকের মধ্যে যাঁরা দেশে ফিরতে চাইবেন, তাঁদের শেষ ব্যক্তিটি ফেরা পর্যন্ত তিনি সুদানে দায়িত্ব পালন করে যাবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম মঙ্গলবার এক ফেসবুক পোস্টে জানান, সুদানে বসবাসরত ১ হাজার ৫০০ বাংলাদেশি নাগরিকের সবাইকে প্রথমে নিরাপদে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হবে। এরপর তাঁদের দেশে ফেরার ব্যবস্থা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত