Ajker Patrika

অ্যাম্বুলেন্স থেকে টোল না নিতে হাইকোর্টের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ২১: ৩৭
অ্যাম্বুলেন্স থেকে টোল না নিতে হাইকোর্টের নির্দেশ 

সারা দেশে চলাচলকারী অ্যাম্বুলেন্স থেকে কোনো টোল বা খরচ না নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মনির উদ্দিনের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মো. মনির উদ্দিন। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেন। মনির উদ্দিন বলেন, অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।’ 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে আগামী আট সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

এর আগে ৭ জুলাই সড়ক-মহাসড়ক, সেতু, ফ্লাইওভার, টানেল, ফেরি ও এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স থেকে টোল না নিতে সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেন। সেই আবেদনে সাড়া না পাওয়ায় রিট দায়ের করেন মনির উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত