নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘মেয়েরা কোথায় কতটুকু সুবিধা বেশি পেল, এটা নিয়ে কত মানুষের কত ক্ষোভ! কোটা পর্যন্ত বাতিল করে দিল। অথচ মেয়েরা যে নিজের বাবার সম্পত্তি পায় ভাইয়ের অর্ধেক, তা নিয়ে সবাই চুপ,’ বলছিলেন লুনা আক্তার নামের একজন নারী। লুনা জানান, স্বামী তাঁর এবং সন্তানের ভরণপোষণ দেন না। অন্যদিকে বাবার মৃত্যুর পর ভাই তাঁকে পৈতৃক সম্পত্তির সামান্য অংশ দিয়েছেন। আরও কিছু চাইতে গেলে তাঁকে হেনস্তা করা হয়।
লুনা আক্তার একা নন। এ দেশের অসংখ্য নারীকেই এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। মানবাধিকারকর্মীদের মতে, দেশে নারীদের প্রতি যত ধরনের অন্যায় হয়ে থাকে, সেগুলোর মূলে রয়েছে বৈষম্যমূলক উত্তরাধিকার আইন। সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে নারী সমান অধিকার না পাওয়ায় অন্যান্য ক্ষেত্রেও তাকে পুরুষের তুলনায় কম গুরুত্ব দেওয়া হয়। এমন প্রেক্ষাপটেই বাংলাদেশে আজ পালিত হচ্ছে সিডও দিবস। সিডও হচ্ছে জাতিসংঘের গৃহীত নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ কথাটির সংক্ষিপ্ত রূপ।
১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে সিডও সনদ কার্যকর হয়। এরপর থেকে প্রতিবছরের ৩ সেপ্টেম্বরকে সিডও দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশ সরকার ১৯৮৪ সালের ২৪ সেপ্টেম্বর ৪টি ধারায় আপত্তি রেখে এতে স্বাক্ষর ও অনুমোদন করে। এরপর ৪০ বছর পেরিয়ে গেছে। এখনো মূলত ধর্মীয় ও সামাজিক কারণে সনদের দুটি ধারায় আপত্তি বলবৎ রেখেছে বাংলাদেশ। এই দুটি ধারায় নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিরসনে আইনের সংস্কার ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং বিয়ে ও পারিবারিক আইনে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু এ বিষয়ে বলেন, ‘আমরা ৪০ বছরেও দুটি ধারায় আপত্তি তুলে নিতে পারিনি। এটা দুঃখজনক। বৈষম্যবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। তবে উপদেষ্টা এবং আন্দোলনের সমন্বয়ক—কাউকেই আমরা এখনো নারীর প্রতি বৈষম্য বিলোপ বিষয়ে সরব হতে দেখিনি। আশা করব, এই সরকার সিডও সনদের দুটি ধারায় আপত্তি তুলে নিতে কার্যকর পদক্ষেপ নেবে।’
এ বিষয়ে আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেন, ‘সিডওর পূর্ণাঙ্গ অনুমোদন না হওয়ার দায় নীতিনির্ধারকদের। যাঁরা নীতিনির্ধারণী পর্যায়ে আছেন, তাঁদের অনেকে বিষয়টি ভালো করে বোঝেনও না।’
‘মেয়েরা কোথায় কতটুকু সুবিধা বেশি পেল, এটা নিয়ে কত মানুষের কত ক্ষোভ! কোটা পর্যন্ত বাতিল করে দিল। অথচ মেয়েরা যে নিজের বাবার সম্পত্তি পায় ভাইয়ের অর্ধেক, তা নিয়ে সবাই চুপ,’ বলছিলেন লুনা আক্তার নামের একজন নারী। লুনা জানান, স্বামী তাঁর এবং সন্তানের ভরণপোষণ দেন না। অন্যদিকে বাবার মৃত্যুর পর ভাই তাঁকে পৈতৃক সম্পত্তির সামান্য অংশ দিয়েছেন। আরও কিছু চাইতে গেলে তাঁকে হেনস্তা করা হয়।
লুনা আক্তার একা নন। এ দেশের অসংখ্য নারীকেই এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। মানবাধিকারকর্মীদের মতে, দেশে নারীদের প্রতি যত ধরনের অন্যায় হয়ে থাকে, সেগুলোর মূলে রয়েছে বৈষম্যমূলক উত্তরাধিকার আইন। সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে নারী সমান অধিকার না পাওয়ায় অন্যান্য ক্ষেত্রেও তাকে পুরুষের তুলনায় কম গুরুত্ব দেওয়া হয়। এমন প্রেক্ষাপটেই বাংলাদেশে আজ পালিত হচ্ছে সিডও দিবস। সিডও হচ্ছে জাতিসংঘের গৃহীত নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ কথাটির সংক্ষিপ্ত রূপ।
১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে সিডও সনদ কার্যকর হয়। এরপর থেকে প্রতিবছরের ৩ সেপ্টেম্বরকে সিডও দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশ সরকার ১৯৮৪ সালের ২৪ সেপ্টেম্বর ৪টি ধারায় আপত্তি রেখে এতে স্বাক্ষর ও অনুমোদন করে। এরপর ৪০ বছর পেরিয়ে গেছে। এখনো মূলত ধর্মীয় ও সামাজিক কারণে সনদের দুটি ধারায় আপত্তি বলবৎ রেখেছে বাংলাদেশ। এই দুটি ধারায় নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিরসনে আইনের সংস্কার ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং বিয়ে ও পারিবারিক আইনে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু এ বিষয়ে বলেন, ‘আমরা ৪০ বছরেও দুটি ধারায় আপত্তি তুলে নিতে পারিনি। এটা দুঃখজনক। বৈষম্যবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। তবে উপদেষ্টা এবং আন্দোলনের সমন্বয়ক—কাউকেই আমরা এখনো নারীর প্রতি বৈষম্য বিলোপ বিষয়ে সরব হতে দেখিনি। আশা করব, এই সরকার সিডও সনদের দুটি ধারায় আপত্তি তুলে নিতে কার্যকর পদক্ষেপ নেবে।’
এ বিষয়ে আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেন, ‘সিডওর পূর্ণাঙ্গ অনুমোদন না হওয়ার দায় নীতিনির্ধারকদের। যাঁরা নীতিনির্ধারণী পর্যায়ে আছেন, তাঁদের অনেকে বিষয়টি ভালো করে বোঝেনও না।’
বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পাঁচ দশকের কূটনৈতিক সম্পর্ক বরাবরই চড়াই-উতরাইয়ের। এর মধ্যে ২০০৯ সাল থেকে শেখ হাসিনার টানা প্রায় ১৬ বছরের শাসনামলে এ সম্পর্ক টিকে ছিল সুতোর ওপর। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে আশ্রয় নিলে দেশটির চিরবৈরী পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্কে গতি আনতে সক্রিয় হয়।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহনের প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে আজ শনিবার। উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের (সিডিপিএল) পরিচালক প্রকৌশলী আমিনুল হক বলেন, তেল পরিবহনে শতাধিক
২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
১৩ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
১৬ ঘণ্টা আগে