Ajker Patrika

চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর চালু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১২: ৩৮
চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর চালু

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বন্ধ রাখা চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর চালু করা হয়েছে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম; কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের উড্ডয়ন কার্যক্রম আজ ২৫ / ১০ / ২০২২ তারিখ দুপুর ১২: ০০টা থেকে চালু করা হয়েছে। 

এর আগে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সোমবার দুপুরে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে উড্ডয়ন কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেবিচক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আবহাওয়া পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সম্ভাব্য প্রভাবের বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ থাকবে। বন্ধের আদেশটি ২৫ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত