নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক আওয়ামী লীগ সরকার সড়ক পরিবহন সেক্টরকে দলীয়করণ ও চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম। তিনি বলেন, সব ক্ষেত্রে একটি বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে। তবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে সব ধরনের চাঁদা তোলা বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ, যাত্রী হয়রানিমুক্ত টিকিট কালোবাজারি বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও সড়ক পথে চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কর্তৃক যৌথভাবে এই সংবাদ সম্মেলন আয়োজিত হয়।
সাইফুল ইসলাম বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর সড়ক পরিবহনকে শৃঙ্খলায়ন, যানজটমুক্ত ও চাঁদাবাজমুক্ত গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। ঈদের পরে এই সেক্টরে ব্যাপক পরিবর্তন আনা হবে, যা আপনারা দেখতে পাবেন।
ঈদে বাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে এমন প্রশ্ন করা হলে পরিবহন মালিক সমিতির নেতা সাইফুল ইসলাম বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই। তবে বাড়িতে ভাড়া নেওয়ার অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি। কোনো অবস্থাতেই ঈদ বকশিশ বা বা অন্য যে কোনো নামে যাত্রীদের কাছ থেকে কোনো অতিরিক্ত অর্থ চাওয়া যাবে না বলে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এবার ঈদে কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন, লক্কড়-ঝক্কর গাড়ি রাস্তায় যাত্রী বহন করতে পারবে না। এই বিষয়ে সব মালিক-শ্রমিককে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনকেও ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। সিটিতে চলাচলরত গাড়ি দূরপাল্লায় যাত্রী নিয়ে না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান বলেন, সড়কের বিভিন্ন জায়গায় খারাপ অবস্থা হওয়ায় সেগুলো দ্রুত মেরামত করে দিতে হবে। একই সঙ্গে রাতের বেলার পাশাপাশি দিনের বেলায়ও ডাকাতির ঘটনা ঘটছে। ফলে যাত্রীরা অনিরাপদ। বাসে ডাকাতির ঘটনা ঘটলেই বলির পাঠা বানানো হয় বাসের চালক-সুপারভাইজারদের। ফলে সড়কে বাস চলাচল নিরাপদ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে হবে তাহলে যাত্রা নিরাপদ করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা ছিলেন।
সাবেক আওয়ামী লীগ সরকার সড়ক পরিবহন সেক্টরকে দলীয়করণ ও চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম। তিনি বলেন, সব ক্ষেত্রে একটি বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে। তবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে সব ধরনের চাঁদা তোলা বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ, যাত্রী হয়রানিমুক্ত টিকিট কালোবাজারি বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও সড়ক পথে চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কর্তৃক যৌথভাবে এই সংবাদ সম্মেলন আয়োজিত হয়।
সাইফুল ইসলাম বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর সড়ক পরিবহনকে শৃঙ্খলায়ন, যানজটমুক্ত ও চাঁদাবাজমুক্ত গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। ঈদের পরে এই সেক্টরে ব্যাপক পরিবর্তন আনা হবে, যা আপনারা দেখতে পাবেন।
ঈদে বাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে এমন প্রশ্ন করা হলে পরিবহন মালিক সমিতির নেতা সাইফুল ইসলাম বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই। তবে বাড়িতে ভাড়া নেওয়ার অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি। কোনো অবস্থাতেই ঈদ বকশিশ বা বা অন্য যে কোনো নামে যাত্রীদের কাছ থেকে কোনো অতিরিক্ত অর্থ চাওয়া যাবে না বলে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এবার ঈদে কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন, লক্কড়-ঝক্কর গাড়ি রাস্তায় যাত্রী বহন করতে পারবে না। এই বিষয়ে সব মালিক-শ্রমিককে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনকেও ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। সিটিতে চলাচলরত গাড়ি দূরপাল্লায় যাত্রী নিয়ে না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান বলেন, সড়কের বিভিন্ন জায়গায় খারাপ অবস্থা হওয়ায় সেগুলো দ্রুত মেরামত করে দিতে হবে। একই সঙ্গে রাতের বেলার পাশাপাশি দিনের বেলায়ও ডাকাতির ঘটনা ঘটছে। ফলে যাত্রীরা অনিরাপদ। বাসে ডাকাতির ঘটনা ঘটলেই বলির পাঠা বানানো হয় বাসের চালক-সুপারভাইজারদের। ফলে সড়কে বাস চলাচল নিরাপদ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে হবে তাহলে যাত্রা নিরাপদ করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা ছিলেন।
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
৪ ঘণ্টা আগেপদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ঋণচুক্তির সময় ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) উল্লেখ না থাকা কিছু কাজ পরে প্রয়োজনে যুক্ত হয়েছে। বাড়তি এসব কাজে খরচ হয়েছে ৭৭ মিলিয়ন মার্কিন ডলার (ডলারের বর্তমান বিনিময়হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪৭ কোটি টাকা)। এই টাকা ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রকল্পটিতে
১০ ঘণ্টা আগেজুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়ন পদ্ধতি কী হবে, তা নিয়ে আজ রোববার (১০ আগস্ট) থেকে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে তাঁরা প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের মতামত, গণভোট ও অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা
১৫ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। দেশটির শ্রম বাজারের বাংলাদেশ থেকে সর্বোচ্চ জনশক্ত
১৫ ঘণ্টা আগে