নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্তর্বর্তী সরকার গঠিত ছয়টি সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় ওই সিদ্ধান্ত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, ছয়টি কমিশন (সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন) অনেকগুলো সুপারিশ জমা দিয়েছে। এর মধ্যে কিছু সুপারিশ আছে যেগুলো বাস্তবায়নের জন্য রাজনৈতিক সংলাপের দরকার নেই। এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ই বাস্তবায়ন করতে পারে।
শফিকুল আলম বলেন, ‘এসব প্রশাসনিক সিদ্ধান্তের জন্য টাকার তেমন সংশ্লেষ নেই। সেই সিদ্ধান্ত যাতে দ্রুত নেওয়া যায়, সে জন্য প্রধান উপদেষ্টা বলেছেন। এ বিষয়ে ৩০ পৃষ্ঠার একটি কাগজপত্র তৈরি করা হচ্ছে। এসব সিদ্ধান্তের প্রতিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দেওয়া হবে এবং তারা তাদের মতো করে এগুলো বাস্তবায়ন করবে। এ সিদ্ধান্ত সব মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে।’
প্রধান উপদেষ্টা সরকারি দপ্তরের শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়েছেন বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, মন্ত্রিপরিষদ সচিবকে দ্রুত জনবল নিয়োগে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন প্রধান উপদেষ্টা। আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে কী পরিমাণ নিয়োগ করা যেতে পারে, সে মন্ত্রিপরিষদ সচিব জানাবেন।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ২৬ মার্চ চার দিনের সফরে চীনে যাচ্ছেন। তাঁরা আশা করছেন, সেখানে সম্মেলনে যোগদান এবং অন্যান্য কর্মসূচির পাশাপাশি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হবে।
স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে ৫৬০টি মডেল মসজিদের নির্মাণে প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে অনিয়মের অভিযোগ তদন্ত করতে ধর্ম মন্ত্রণালয় কমিটি গঠন করেছে বলে তিনি জানান।
শাহবাগ এলাকায় সভা, সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধের বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘ইউএন মহাসচিব আসছেন, এটা আমাদের জন্য সম্মানের বিষয়। এটা গুরুত্বপূর্ণ সফর। তাঁর সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হবে, রোহিঙ্গাদের সহমর্মিতা প্রকাশ করবেন, রোহিঙ্গা সহায়তা কমানো হয়েছে, এ নিয়ে কথা হবে। এ কারণে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।’
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
অন্তর্বর্তী সরকার গঠিত ছয়টি সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় ওই সিদ্ধান্ত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, ছয়টি কমিশন (সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন) অনেকগুলো সুপারিশ জমা দিয়েছে। এর মধ্যে কিছু সুপারিশ আছে যেগুলো বাস্তবায়নের জন্য রাজনৈতিক সংলাপের দরকার নেই। এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ই বাস্তবায়ন করতে পারে।
শফিকুল আলম বলেন, ‘এসব প্রশাসনিক সিদ্ধান্তের জন্য টাকার তেমন সংশ্লেষ নেই। সেই সিদ্ধান্ত যাতে দ্রুত নেওয়া যায়, সে জন্য প্রধান উপদেষ্টা বলেছেন। এ বিষয়ে ৩০ পৃষ্ঠার একটি কাগজপত্র তৈরি করা হচ্ছে। এসব সিদ্ধান্তের প্রতিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দেওয়া হবে এবং তারা তাদের মতো করে এগুলো বাস্তবায়ন করবে। এ সিদ্ধান্ত সব মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে।’
প্রধান উপদেষ্টা সরকারি দপ্তরের শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়েছেন বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, মন্ত্রিপরিষদ সচিবকে দ্রুত জনবল নিয়োগে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন প্রধান উপদেষ্টা। আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে কী পরিমাণ নিয়োগ করা যেতে পারে, সে মন্ত্রিপরিষদ সচিব জানাবেন।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ২৬ মার্চ চার দিনের সফরে চীনে যাচ্ছেন। তাঁরা আশা করছেন, সেখানে সম্মেলনে যোগদান এবং অন্যান্য কর্মসূচির পাশাপাশি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হবে।
স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে ৫৬০টি মডেল মসজিদের নির্মাণে প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে অনিয়মের অভিযোগ তদন্ত করতে ধর্ম মন্ত্রণালয় কমিটি গঠন করেছে বলে তিনি জানান।
শাহবাগ এলাকায় সভা, সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধের বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘ইউএন মহাসচিব আসছেন, এটা আমাদের জন্য সম্মানের বিষয়। এটা গুরুত্বপূর্ণ সফর। তাঁর সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হবে, রোহিঙ্গাদের সহমর্মিতা প্রকাশ করবেন, রোহিঙ্গা সহায়তা কমানো হয়েছে, এ নিয়ে কথা হবে। এ কারণে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।’
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ না মিললে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা পেতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। এ পরিস্থিতিতে নাগরিকেরা নির্বাচন কমিশনের (ইসি) দ্বারস্থ হচ্ছেন। কেউ কেউ ইসিতে নতুন করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই সমস্যার সমাধান করছেন।
২০ মিনিট আগেকক্সবাজার হয়ে প্রতিদিন লাখ লাখ ইয়াবা বড়ি দেশে ঢুকছে। মিয়ানমারের সিন্ডিকেট, স্থানীয় চক্র ও রোহিঙ্গাদের সহযোগিতায় প্রতিদিন কোটি কোটি টাকার মাদক আসছে। প্রশাসন কঠোর নজরদারির কথা বলে এলেও বাস্তবে ইয়াবার স্রোত থামছে না। বরং বলা হচ্ছে, মাদক পাচার আগের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে।
১ ঘণ্টা আগেধারণা করা হয়েছিল, দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলমও ওই অধিকারকর্মীদের সঙ্গে ইসরায়েলি আটক কেন্দ্রে রয়েছেন। তবে শুক্রবার (৩ অক্টোবর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি নিশ্চিত করেছেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নয়; বরং মিডিয়া ফ্লোটিলা নামের আরেক নৌবহরের...
৬ ঘণ্টা আগেগাজাবাসীদের পক্ষে ও গণহত্যার বিপক্ষে এবং বাংলাদেশসহ সারা বিশ্বে যেখানে শ্রমিকেরা নির্যাতনের শিকার হন—এর বিপক্ষে প্রতিবাদ সব সময় অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। আজ শুক্রবার (৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ...
১০ ঘণ্টা আগে