নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে সই করতে অপারগতা প্রকাশ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেছেন, ‘ড. ইউনূসের সম্মানহানি করা হচ্ছে এবং এটা বিচারিক হয়রানি।’
আজ সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমরান আহমেদ এসব কথা বলেন।
এমরান আহমেদ বলেন, ‘অধ্যাপক ড. ইউনূসের পক্ষে ১৬০ জনের বেশি নোবেল বিজয়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই বিবৃতি দিয়েছেন যে—ওনাকে বিচারিক হয়রানি করা হচ্ছে। সেটার বিপরীতে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে। অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে সেই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বিবৃতিতে স্বাক্ষর করব না।’
গণমাধ্যমকর্মীদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল ইসরায়েলের যে আইন সংস্কার হচ্ছে—বিচার সম্পর্কিত, তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটা আমার নিজস্ব চিন্তা।’
বিবৃতিতে স্বাক্ষর না করার কারণ হিসেবে এমরান আহমেদ বলেন, ‘আমি মনে করি নোবেল বিজয়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ ১৬০ জনের বিবৃতি ঠিকই আছে। আমি ওনাদের বিবৃতির সঙ্গে একমত। আমি মনে করি, অধ্যাপক ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তাঁর সম্মানহানি করা হচ্ছে এবং এটা বিচারিক হয়রানি।’
এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেছেন, ‘বিবৃতির বিষয়টি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বলা হয়নি। এটা সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে।’
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে সই করতে অপারগতা প্রকাশ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেছেন, ‘ড. ইউনূসের সম্মানহানি করা হচ্ছে এবং এটা বিচারিক হয়রানি।’
আজ সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমরান আহমেদ এসব কথা বলেন।
এমরান আহমেদ বলেন, ‘অধ্যাপক ড. ইউনূসের পক্ষে ১৬০ জনের বেশি নোবেল বিজয়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই বিবৃতি দিয়েছেন যে—ওনাকে বিচারিক হয়রানি করা হচ্ছে। সেটার বিপরীতে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে। অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে সেই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বিবৃতিতে স্বাক্ষর করব না।’
গণমাধ্যমকর্মীদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল ইসরায়েলের যে আইন সংস্কার হচ্ছে—বিচার সম্পর্কিত, তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটা আমার নিজস্ব চিন্তা।’
বিবৃতিতে স্বাক্ষর না করার কারণ হিসেবে এমরান আহমেদ বলেন, ‘আমি মনে করি নোবেল বিজয়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ ১৬০ জনের বিবৃতি ঠিকই আছে। আমি ওনাদের বিবৃতির সঙ্গে একমত। আমি মনে করি, অধ্যাপক ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তাঁর সম্মানহানি করা হচ্ছে এবং এটা বিচারিক হয়রানি।’
এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেছেন, ‘বিবৃতির বিষয়টি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বলা হয়নি। এটা সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে।’
রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে কিছু মৌলিক বিষয়ে একমত হবেন এমন প্রত্যাশা করে আলী রীয়াজ বলেন, ‘প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা অবস্থান অবশ্যই থাকবে। কিন্তু তার পাশাপাশি যেটা দরকার, আমাদের সবাইকে মৌলিক জায়গাগুলোতে একমত হতে হবে। তার জন্য নিঃসন্দেহ রাজনৈতিক দলগুলোর প্রত্যেকেই...
২০ মিনিট আগেআজ বুধবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধ করছে বাংলাদেশ। গত মার্চ ও এপ্রিল মাসে আমদানি করা পণ্যের বিপরীতে বাংলাদেশকে ১ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার (১৮৭ কোটি ডলার) পরিশোধ করতে হচ্ছে, যার সুদের হার নির্ধারণ করা হয়েছে ৪ দশমিক ৩২ শতাংশ। এ বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও...
৫ ঘণ্টা আগেদেশের কৃষি, অবকাঠামো, উচ্চশিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা—এই চার খাতে নতুন করে বড় পরিসরের বিনিয়োগ করছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, জনগুরুত্বপূর্ণ এই খাতগুলোয় নতুন করে সরকারি বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ—মধ্য ও দীর্ঘ মেয়াদে দেশের উৎপাদনশীলতা, দক্ষতা এবং জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।
৫ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়া থেকে ৬৫৮ কোটি টাকায় কেনা ডিজেলচালিত ২০টি মিটারগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) এবং ১৪৭টি যাত্রীবাহী কোচের বেশ কয়েকটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এগুলোর ডিসপ্লে কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ঘোষণা শুনতে পাচ্ছে না যাত্রীরা। এ কারণে ডিসপ্লে, পিআইএস, কাপলার প্রতিস্থাপনের বিকল্প নেই।
১১ ঘণ্টা আগে