নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘সংসদ সদস্য পাশের দেশ ভারতে গেছেন, এসে পড়বেন।’ আজ রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি ঝিনাইদহ থেকেই কলকাতায় গিয়েছেন বলে শুনেছি। তাঁর মেয়েরা বলেছেন, তাঁর আর খোঁজ-খবর নেই। ইনশাআল্লাহ তিনি চলে আসবেন।’
তিনি বলেন, ‘পাশের দেশ ভারতে গেছেন। এমন তো না যে মিয়ানমার গেছেন, যেখানে মারামারি লেগেছে। আমার মনে হয় তিনি এসে পড়বেন।’
মন্ত্রী বলেন, ‘আমাদের এসএসআই কাজ করছে। ভারতের আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তিনি পুরোনো মানুষ, একজন সংসদ সদস্য, বুঝে শুনেই তো চলেন।’
এ দিকে রোববার বাবার সন্ধান পেতে ডিবি কার্যালয়ে সহযোগিতা চেয়েছেন আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। পরে বিষয়টি নিয়ে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ‘সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ফোন নম্বরটি কখনো খোলা, কখনো বন্ধ পাওয়া যাচ্ছে।’
হারুন অর রশীদ বলেন, ‘১৬ তারিখ ভোরে আনারের নম্বর থেকে এপিএস ও জেলা আওয়ামী লীগের একজনকে ফোন দেওয়া হয়। তবে কেউ ফোন ধরতে পারেননি। তখন তাঁর অবস্থান ছিল মোজাফফরবাদ। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।’
তিনি আরও বলেন, ‘ভারতের পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা আমাদের যথেষ্ট সহায়তা করছে।’
ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘সংসদ সদস্য পাশের দেশ ভারতে গেছেন, এসে পড়বেন।’ আজ রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি ঝিনাইদহ থেকেই কলকাতায় গিয়েছেন বলে শুনেছি। তাঁর মেয়েরা বলেছেন, তাঁর আর খোঁজ-খবর নেই। ইনশাআল্লাহ তিনি চলে আসবেন।’
তিনি বলেন, ‘পাশের দেশ ভারতে গেছেন। এমন তো না যে মিয়ানমার গেছেন, যেখানে মারামারি লেগেছে। আমার মনে হয় তিনি এসে পড়বেন।’
মন্ত্রী বলেন, ‘আমাদের এসএসআই কাজ করছে। ভারতের আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তিনি পুরোনো মানুষ, একজন সংসদ সদস্য, বুঝে শুনেই তো চলেন।’
এ দিকে রোববার বাবার সন্ধান পেতে ডিবি কার্যালয়ে সহযোগিতা চেয়েছেন আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। পরে বিষয়টি নিয়ে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ‘সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ফোন নম্বরটি কখনো খোলা, কখনো বন্ধ পাওয়া যাচ্ছে।’
হারুন অর রশীদ বলেন, ‘১৬ তারিখ ভোরে আনারের নম্বর থেকে এপিএস ও জেলা আওয়ামী লীগের একজনকে ফোন দেওয়া হয়। তবে কেউ ফোন ধরতে পারেননি। তখন তাঁর অবস্থান ছিল মোজাফফরবাদ। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।’
তিনি আরও বলেন, ‘ভারতের পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা আমাদের যথেষ্ট সহায়তা করছে।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
৬ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
৯ ঘণ্টা আগেএকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মকর্তার নারী নির্যাতন-সংক্রান্ত একটি অভিযোগ প্রচার হয়েছে। তবে বিষয়টি প্রচারিত হওয়ার আগেই সেনাবাহিনী জানতে পেরে গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম
১০ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এক বছরেরও বেশি সময় আগে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর এটিই হবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন।
১৬ ঘণ্টা আগে