Ajker Patrika

১৬ জেলার মানুষকে আসতে হবে ঢাকায়

  • নামজারি, হস্তান্তর, ঋণ অনুমতি ইত্যাদি হবে প্রধান কার্যালয়ে।
  • মাঠপর্যায়ের তথ্য সুখকর নয় বলেই এ উদ্যোগ: চেয়ারম্যান
তোফাজ্জল হোসেন রুবেল, ঢাকা 
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ১৬
ফাইল ছবি
ফাইল ছবি

নাগরিকদের জন্য রাষ্ট্রীয় উদ্যোগে আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক)। রাজধানীসহ দেশজুড়ে সরকারি এই সংস্থাটির রয়েছে অনেক প্লট ও ফ্ল্যাট প্রকল্প। বরাদ্দপ্রাপ্তরা এত দিন ভূমির নামজারি, হস্তান্তর, ঋণ অনুমতি, যৌথ নির্মাণ, খণ্ডজমি বরাদ্দ ইত্যাদির অনুমোদন নিতেন স্থানীয় পর্যায় থেকে। কিন্তু এখন নতুন নিয়মে তাঁদের আসতে হবে রাজধানী ঢাকার সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে।

সম্প্রতি জাগৃক এমন একটি অফিস আদেশ জারি করে মাঠপর্যায়ের কর্তৃপক্ষের ক্ষমতা খর্ব করেছে। সংস্থাটির একটি পক্ষ মনে করছে, প্রধান কার্যালয়ে প্রেষণে আসা কর্মকর্তারা নিজেদের ক্ষমতা আর আর্থিক সুবিধা বাড়াতেই এমন আদেশ জারি করেছেন। তবে সংস্থাটির দায়িত্বশীল উচ্চপর্যায়ের সূত্রের দাবি, স্থানীয় পর্যায়ে সেবাগ্রহীতাদের হয়রানি ও অনিয়ম কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকার মোহাম্মদপুর, মিরপুর এবং চট্টগ্রামসহ দেশের ১৬ জেলায় প্লট ও ফ্ল্যাট প্রকল্পের মাধ্যমে জাগৃক হাজার হাজার মানুষের মধ্যে প্লট ও ফ্ল্যাট বরাদ্দ দিয়েছে।

জাগৃক সূত্রে জানা যায়, কয়েক বছর আগে ভূমিসংক্রান্ত সেবা সহজ করতে উদ্যোগ নেয় জাগৃক। ২০১৯ সালের ১৪ মার্চ সংস্থাটির তৎকালীন পরিচালক মুকেশ চন্দ্র বিশ্বাস একটি অফিস আদেশ জারি করেন। সে আদেশে বলা হয়, সেবা সহজীকরণের সুবিধার্থে সব ধরনের জমি, প্লট, বাড়ি হস্তান্তর প্রথম মেয়াদে নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে সমাধান করা হবে। এর পর থেকে এ ধরনের সেবাগুলো ঢাকা বিভাগীয় এবং জেলা পর্যায়ে থাকা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে দেওয়া হচ্ছিল। গত ২৮ জানুয়ারি জাগৃকের উপপরিচালক তায়েব উর রহমান আশিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কার্যক্রম প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়। ওই অফিস আদেশে বলা হয়, বিভিন্ন সেবাগ্রহীতার আপত্তি থাকায় জনস্বার্থে নথিপত্রের জটিলতা পরিহার করতে সব নামজারি, হস্তান্তর, পুনর্নির্মাণ ও বন্ধকসংক্রান্ত কাজ জাগৃকের প্রধান কার্যালয় থেকে অনুমোদন করা হবে।

জাগৃকের একাধিক কর্মকর্তা বলেছেন, ২০১৯ সালে সেবা সহজীকরণের আওতায় প্রধান কার্যালয় থেকে কাজগুলো বিকেন্দ্রীকরণ করে জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। আগের সেই নির্দেশনা অনুযায়ী জেলা পর্যায়ে ওয়ারিশ সূত্রে নামজারি, পুনর্নির্মাণ অনুমতি ইত্যাদি নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে সম্পন্ন হচ্ছিল। এখন নতুন সিদ্ধান্তের পর আবার হয়রানির মধ্যে পড়ার আশঙ্কা বাড়ল। ঢাকার বাইরে দিনাজপুর, বগুড়া, রাজশাহী, কুষ্টিয়া, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, যশোর, ফরিদপুর, নড়াইল, পিরোজপুর, ঝালকাঠি, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহসহ সব জেলার বরাদ্দগ্রহীতাদের অনেক সময় ও অর্থ ব্যয় করে ঢাকায় আসতে হবে।

কয়েকজন কর্মকর্তা বলেন, নতুন আদেশ বাস্তবায়িত হলে জেলা শহর থেকে বরাদ্দগ্রহীতাদের ঢাকায় এসে কাজগুলো করতে হলে যে যাতায়াত খরচ, হোটেলভাড়া ইত্যাদি চাপবে, সে বিষয়টি মাথায় রাখতে হবে। আবার ক্ষেত্রবিশেষে প্রধান কার্যালয়েও কাজ আদায়ে অনেক সময় টাকা গুনতে হয়। সময়ের বিষয়টি তো আছেই। এখন যে কাজগুলো পরিচালক (ভূমি) দপ্তর থেকে নিষ্পত্তি করার আদেশ হয়েছে, তা একই গ্রেডের কর্মকর্তা নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে নিষ্পত্তি হচ্ছে। এ ছাড়া গৃহায়ণের ‘সিটিজেন চার্টার’ অনুযায়ী সব প্রশাসনিক কর্মকর্তা নির্বাহী প্রকৌশলীর অধীনে দায়িত্ব পালন করেন। নতুন আদেশের ফলে দৈনন্দিন কাজের ক্ষেত্রে কিছুটা প্রশাসনিক জটিলতাও তৈরি হবে বলেও কারও কারও আশঙ্কা।

জাগৃক থেকে সেবা নেওয়া বেশ কয়েকজন ব্যক্তি এ প্রতিবেদককে বলেছেন, ভূমিসংক্রান্ত যেকোনো সেবা নিতে হলে কমবেশি বাড়তি টাকা গুনতে হয়। মাঠপর্যায়ের সার্ভেয়ার থেকে শীর্ষ স্তরে চেয়ারম্যান পর্যন্ত কমবেশি নির্ধারিত হারে টাকা দিতে হয়। তা না হলে ফাইল নড়ে না। নানা অজুহাতে ফাইল ফেরত পাঠানো হয়। কোন কাজের জন্য কত টাকা দিতে হবে, তার একটা অঘোষিত দরও মোটামুটি সংশ্লিষ্টদের জানা। কিছু কর্মকর্তার লেনদেন ছাড়াই ফাইল ছাড়ার ঘটনাও ঘটে। তবে তা বিরল। কর্মকর্তাদের কেউ কেউ বলছেন, মূলত আর্থিক সুবিধার বিষয়টি নিয়েই প্রেষণে আসা প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা আর জাগৃকের স্থায়ী কর্মকর্তাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।

নতুন অফিস আদেশে স্বাক্ষর করা জাগৃকের উপপরিচালক মো. তায়েবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘যে সিদ্ধান্ত হয়েছে তা মূলত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আসা। এখানে আমি শুধু স্বাক্ষরকারী কর্মকর্তা। মানুষের ভোগান্তি হবে কি হবে না, তা সিনিয়র অফিসারগণ বলতে পারবেন। আমার কোনো মতামত দেওয়ার সুযোগ নেই।’

এ বিষয়ে জানতে চাইলে জাগৃকের চেয়ারম্যান সৈয়দ মো. নূরুল বাসির গতকাল বুধবার আজকের পত্রিকাকে বলেন, ‘লোকের দুর্ভোগ কমানোর জন্য যে কাজগুলোর দায়িত্ব একপর্যায়ে (নির্বাহী প্রকৌশলী) দায়িত্ব দেওয়া হয়েছিল, সেখানে আমাদের কাছে যে বার্তা আসে তা সুখকর নয়। তাই বাধ্য হয়ে প্রধান কার্যালয়ে দাপ্তরিক কাজগুলো আনা হয়েছে। এগুলো অতীতে একসময় প্রধান কার্যালয়ের অধীনেই ছিল। আমাদের ভূমি শাখার কর্মকর্তারা বিভিন্নভাবে তথ্য-উপাত্ত নিয়ে সুপারিশ করেছেন। সেটাই বাস্তবায়ন করা হয়েছে। এরপরও যদি মানুষের ভোগান্তি হয়, তাহলে আবার সিদ্ধান্ত পরিবর্তন করা যেতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আবু সাঈদ হত্যা মামলার বিচারকাজ শেষ হবে জানুয়ারিতে: প্রসিকিউটর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। ছবি: আজকের পত্রিকা
নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার বিচারকাজ জানুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আবু সাইদ হত্যা মামলার ১২ তম সাক্ষীর জবানবন্দি শেষে তিনি এ কথা বলেন।

আজ প্রত্যক্ষদর্শী হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খানের জবানবন্দি গ্রহণ করা হয়।

এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রামপুরায় হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আজ দুজন সাক্ষী দিয়েছেন। এরা হলেন—পুলিশের এএসআই কামরুল হাসান ও কনস্টেবল আব্দুর রহমান।

এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজন আসামি। তবে গ্রেপ্তার আছেন কেবল একজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি

আজকের পত্রিকা ডেস্ক­
২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন বছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সব মিলিয়ে মোট ২৮ দিন ছুটি ভোগ করার সুযোগ পাবেন। এর মধ্যে নয় দিন সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে যুক্ত হয়েছে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গত বৃহস্পতিবার (৬ নভেম্বর, ২০২৫) আগামী বছরের সরকারি ছুটির তালিকার চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর এই প্রজ্ঞাপন জারি করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালে সাধারণ ছুটি থাকছে মোট ১৪ দিন। এ ছাড়া নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকছে আরও ১৪ দিন। এই ২৮ দিনের মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিশে যাওয়ায়, কর্মজীবীরা বাস্তবে মোট ১৯ দিনের কর্মদিবস ছুটি পাবেন, যা সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত হয়ে দীর্ঘ অবসর যাপনের সুযোগ এনে দেবে।

সরকারের সিদ্ধান্ত অনুসারে, বাংলাদেশের সব সরকারি ও আধা–সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা–স্বায়ত্তশাসিত সংস্থায় এই ছুটি পালন করা হবে।

সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি ছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বী কর্মীদের জন্য ঐচ্ছিক ছুটির বিধান রাখা হয়েছে। নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের জন্য একজন কর্মচারী বছরে অনধিক মোট ৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এর জন্য বছরের শুরুতে উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। এই ঐচ্ছিক ছুটি সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে নেওয়া যাবে।

govt-leave

বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর জন্য ঐচ্ছিক ছুটির তালিকা নিম্নরূপ:

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, যেসব অফিসের সময়সূচি ও ছুটি নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়, অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনস্বার্থ বিবেচনা করে নিজস্ব আইন-কানুন অনুযায়ী ছুটির ব্যবস্থা করবে।

সরকারি ছুটির প্রজ্ঞাপন ও ছুটির তালিকা দেখুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

এনটিএমসির নতুন মহাপরিচালক মেজর জেনারেল ওসমান সরোয়ার

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
এনটিএমসির নতুন মহাপরিচালক মেজর জেনারেল ওসমান সরোয়ার

মেজর জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ারকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল রোববার ওসমান সরোয়ারকে এনটিএমসির মহাপরিচালক নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা এই পদে ছিলেন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল ওসমান সরোয়ার মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন।

আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

কার্যক্রম নিষিদ্ধ দল ও সমর্থকেরা বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

আজকের পত্রিকা ডেস্ক­
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা তাদের সহযোগী সমর্থকেরা যদি কোনো ধরনের বিক্ষোভের চেষ্টা করে, তাহলে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা লেখেন।

স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, ‘বিএএল (বাংলাদেশ আওয়ামী লীগ) ও তাদের সহযোগী সমর্থকেরা এবং গণহত্যাকারী নেত্রী মনে করছেন—এটি আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো সময়। তারা মনে করছেন দিনের বেলা এক ডজন মানুষকে হত্যা করার পর রাস্তা দখল করার জন্য হাজার হাজার দুর্বৃত্তকে ঢাকার কেন্দ্রস্থলে পাঠাবেন।’

তিনি আরও লেখেন, ‘দুঃখিত—এটি এখন নতুন একটি বাংলাদেশ। জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না এবং মনে রাখবেন—এটি ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়। এটি জুলাই, চিরদিনের জুলাই।’

প্রেস-সচিব

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত