শাহরিয়ার হাসান, ঢাকা
চলমান কোটাবিরোধী আন্দোলন ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের কর্মসূচিকে সরকারবিরোধী আন্দোলনে পরিণত হওয়ার আশঙ্কা দেখছে পুলিশ। পুলিশের ধারণা, বিএনপি, জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল এবং স্বার্থান্বেষী মহল আন্দোলনকারীদের ওপর ভর করে রাজনৈতিক ফায়দা নিতে পারে।
এই আশঙ্কা থেকে আন্দোলন দুটি যেন কোনোভাবেই সরকারবিরোধী আন্দোলনে পরিণত না হয়, সে ব্যাপারে পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকতে বলেছে পুলিশ সদর দপ্তর।
জানা গেছে, আন্দোলনের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে পুলিশ সদর দপ্তর। পরে এটি পুলিশের সব ইউনিট, রেঞ্জ কার্যালয় ও এসপি অফিসে পাঠানো হয়েছে।
ইতিমধ্যে কোটাবিরোধী ছাত্র আন্দোলন এবং পেনশন কর্মসূচি নিয়ে শিক্ষক আন্দোলনে নৈতিক সমর্থন দিয়েছে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট। এ নিয়ে আওয়ামী লীগের ভেতরে কিছুটা অস্বস্তি রয়েছে। পুলিশের মতোই দলটির নীতিনির্ধারকদের মূল্যায়ন হচ্ছে, বিএনপিসহ বিরোধীরা যেকোনো আন্দোলনকে সরকারবিরোধী অবস্থানে নিয়ে যেতে চেষ্টা করবে। সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্রও বলছে, আন্দোলনকারী শিক্ষার্থী ও শিক্ষকেরা যেন সরকারের প্রতিপক্ষ হয়ে না দাঁড়ায়, সে ব্যাপারে সতর্ক রয়েছে তারা।
পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করতে থাকলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হবে। এতে করে শিক্ষার্থীদের মাঝে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হবে। যেখান থেকে শিক্ষকদের বিরুদ্ধে পাল্টা আন্দোলনে যেতে পারে সাধারণ শিক্ষার্থীরা। যার ফলে পুরো শিক্ষাঙ্গনের প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হতে পারে। সুযোগটি কাজে লাগিয়ে বিএনপি, জামায়াতসহ অন্য রাজনৈতিক দল পরিকল্পিতভাবে উসকানি দিয়ে এই আন্দোলন থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাবে।
প্রতিবেদনে পুলিশের সব ইউনিটের উদ্দেশে বলা হয়েছে, আন্দোলনে উসকানি দিয়ে কেউ যদি ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো ধরনের অপচেষ্টা চালায় বা বিশৃঙ্খলা করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এই দুই আন্দোলনকেন্দ্রিক বিএনপি-জামায়াত, ছাত্রদল-শিবির এবং সমমনা শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের প্রতি বিশেষ নজরদারি করতে হবে।
যদিও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, শিক্ষক ও শিক্ষার্থী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো শক্তি প্রয়োগ করবে না।
জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ড. খ. মহিদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সর্বোচ্চ পেশাদারির সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের এই আন্দোলনের সময়ে দায়িত্ব পালন করছি। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা খেয়াল রাখছি। এই আন্দোলনে অনুপ্রবেশকারীদের বিষয়েও আমরা খেয়াল রাখছি।’
উসকানির কোনো বিষয় আছে কি না, জানতে চাইলে মহিদ উদ্দিন বলেন, ‘এসব বড় মুভমেন্টে সব সময় তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করে। সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে।’
চলমান কোটাবিরোধী আন্দোলন ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের কর্মসূচিকে সরকারবিরোধী আন্দোলনে পরিণত হওয়ার আশঙ্কা দেখছে পুলিশ। পুলিশের ধারণা, বিএনপি, জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল এবং স্বার্থান্বেষী মহল আন্দোলনকারীদের ওপর ভর করে রাজনৈতিক ফায়দা নিতে পারে।
এই আশঙ্কা থেকে আন্দোলন দুটি যেন কোনোভাবেই সরকারবিরোধী আন্দোলনে পরিণত না হয়, সে ব্যাপারে পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকতে বলেছে পুলিশ সদর দপ্তর।
জানা গেছে, আন্দোলনের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে পুলিশ সদর দপ্তর। পরে এটি পুলিশের সব ইউনিট, রেঞ্জ কার্যালয় ও এসপি অফিসে পাঠানো হয়েছে।
ইতিমধ্যে কোটাবিরোধী ছাত্র আন্দোলন এবং পেনশন কর্মসূচি নিয়ে শিক্ষক আন্দোলনে নৈতিক সমর্থন দিয়েছে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট। এ নিয়ে আওয়ামী লীগের ভেতরে কিছুটা অস্বস্তি রয়েছে। পুলিশের মতোই দলটির নীতিনির্ধারকদের মূল্যায়ন হচ্ছে, বিএনপিসহ বিরোধীরা যেকোনো আন্দোলনকে সরকারবিরোধী অবস্থানে নিয়ে যেতে চেষ্টা করবে। সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্রও বলছে, আন্দোলনকারী শিক্ষার্থী ও শিক্ষকেরা যেন সরকারের প্রতিপক্ষ হয়ে না দাঁড়ায়, সে ব্যাপারে সতর্ক রয়েছে তারা।
পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করতে থাকলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হবে। এতে করে শিক্ষার্থীদের মাঝে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হবে। যেখান থেকে শিক্ষকদের বিরুদ্ধে পাল্টা আন্দোলনে যেতে পারে সাধারণ শিক্ষার্থীরা। যার ফলে পুরো শিক্ষাঙ্গনের প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হতে পারে। সুযোগটি কাজে লাগিয়ে বিএনপি, জামায়াতসহ অন্য রাজনৈতিক দল পরিকল্পিতভাবে উসকানি দিয়ে এই আন্দোলন থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাবে।
প্রতিবেদনে পুলিশের সব ইউনিটের উদ্দেশে বলা হয়েছে, আন্দোলনে উসকানি দিয়ে কেউ যদি ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো ধরনের অপচেষ্টা চালায় বা বিশৃঙ্খলা করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এই দুই আন্দোলনকেন্দ্রিক বিএনপি-জামায়াত, ছাত্রদল-শিবির এবং সমমনা শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের প্রতি বিশেষ নজরদারি করতে হবে।
যদিও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, শিক্ষক ও শিক্ষার্থী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো শক্তি প্রয়োগ করবে না।
জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ড. খ. মহিদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সর্বোচ্চ পেশাদারির সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের এই আন্দোলনের সময়ে দায়িত্ব পালন করছি। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা খেয়াল রাখছি। এই আন্দোলনে অনুপ্রবেশকারীদের বিষয়েও আমরা খেয়াল রাখছি।’
উসকানির কোনো বিষয় আছে কি না, জানতে চাইলে মহিদ উদ্দিন বলেন, ‘এসব বড় মুভমেন্টে সব সময় তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করে। সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে।’
নিরপরাধ একজন যুবকের মূল্যবান জীবন ও অন্যদের নির্যাতন থেকে সুরক্ষায় পুলিশ বিভাগ নৈতিকভাবে দায় এড়াতে পারে না। যেখানে জনিসহ চারজনকে অমানবিক নির্যাতন করা হয়। পুলিশ বিভাগ বা সরকার ভুক্তভোগীর পরিবারের পুনর্বাসনের জন্য এগিয়ে আসতে পারে। জনি হত্যা মামলায় আসামিদের করা আপিল নিষ্পত্তি করে রায়ে এসব পর্যবেক্ষণ
২৭ মিনিট আগেগাজীপুরের বেলাই বিলে ভরাট কার্যক্রমের ওপর ৩ মাসের জন্য স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে রাজউকের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও গাজীপুর কার্যালয়ের উপপরিচালক, গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুর সদর, শ্রীপুর, কাপাসিয়া এবং কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে আরএস জরিপ অনুযায়ী...
৩৪ মিনিট আগেগত জুলাই মাসে সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ১৭৪ কোটি ২৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালান পণ্য, মাদক, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (১১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
১ ঘণ্টা আগেকারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলার কার্যক্রম বাতিল আবেদনের শুনানিতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ সোমবার বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ ঘটনা ঘটে। পরে আদালত এই বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন
২ ঘণ্টা আগে