নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশন গঠনে ১০ ব্যক্তির নাম চূড়ান্ত করতে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসেন রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সদস্যরা। বৈঠকে ১০ ব্যক্তির নাম চূড়ান্ত হয়েছে। বৈঠক শেষে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে সার্চ কমিটি।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে। আগামী বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতির কাছে নামগুলো জমা দেওয়া হবে। রাষ্ট্রপতি যেভাবে সিদ্ধান্ত নেন, সেভাবেই হবে।’
সার্চ কমিটি কোন প্রক্রিয়ায় নাম চূড়ান্ত করেছে তা কমিটির সদস্যদের বাইরে কেউ জানেন না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
এর আগে ৩১৬টি নাম পেয়েছিল সার্চ কমিটি। বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে আরও কিছু নামের প্রস্তাব আসে।
গত রোববারের বৈঠকের পর ওবায়দুল হাসান জানিয়েছিলেন, তারা সেই তালিকা ১২ / ১৩ জনে নামিয়ে এনেছেন।
ওবায়দুল হাসান আরও জানিয়েছিলেন, চূড়ান্ত ১০ জনের নাম তারা প্রকাশ করবেন না। আর তালিকার বাইরে থেকে কোনো নাম নিজেরা যুক্ত করবেন না।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন—সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক।
আরও পড়ুন:
নির্বাচন কমিশন গঠনে ১০ ব্যক্তির নাম চূড়ান্ত করতে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসেন রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সদস্যরা। বৈঠকে ১০ ব্যক্তির নাম চূড়ান্ত হয়েছে। বৈঠক শেষে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে সার্চ কমিটি।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে। আগামী বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতির কাছে নামগুলো জমা দেওয়া হবে। রাষ্ট্রপতি যেভাবে সিদ্ধান্ত নেন, সেভাবেই হবে।’
সার্চ কমিটি কোন প্রক্রিয়ায় নাম চূড়ান্ত করেছে তা কমিটির সদস্যদের বাইরে কেউ জানেন না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
এর আগে ৩১৬টি নাম পেয়েছিল সার্চ কমিটি। বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে আরও কিছু নামের প্রস্তাব আসে।
গত রোববারের বৈঠকের পর ওবায়দুল হাসান জানিয়েছিলেন, তারা সেই তালিকা ১২ / ১৩ জনে নামিয়ে এনেছেন।
ওবায়দুল হাসান আরও জানিয়েছিলেন, চূড়ান্ত ১০ জনের নাম তারা প্রকাশ করবেন না। আর তালিকার বাইরে থেকে কোনো নাম নিজেরা যুক্ত করবেন না।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন—সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক।
আরও পড়ুন:
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
৩৫ মিনিট আগেসব ঠিক থাকলে মাস ছয়েক পরে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর জোরেশোরে বইছে নির্বাচনী হাওয়া। প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচনের কাজে সংশ্লিষ্ট সব সংস্থা। পুলিশও প্রস্তুতি নিচ্ছে তাদের দায়িত্ব পালনে। এ জন্য ভোটের মাঠে যেসব উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) দায়িত্ব পালন করবেন,
১ ঘণ্টা আগেগত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
৬ ঘণ্টা আগেবিবৃতিতে বলা হয়, সরকার গণমাধ্যমে স্বচ্ছতা, সুরক্ষা ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এই মূল্যবোধ সংরক্ষণ ও বৃদ্ধির জন্য সব অংশীজনের একসঙ্গে কাজ করা দরকার। দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যমে সম্পাদকীয়, পরিচালনাগত বা ব্যবসায়িক দিকগুলোতে হস্তক্ষেপ করেনি।
৭ ঘণ্টা আগে