Ajker Patrika

সিলেটে তেল ও গ্যাসের জন্য দুটি কূপ খনন করবে চীনা কোম্পানি

সিলেটে তেল ও গ্যাসের জন্য দুটি কূপ খনন করবে চীনা কোম্পানি

সিলেটে তেল ও গ্যাসের জন্য দুটি কূপ খননের দায়িত্ব পেয়েছে চীনা কোম্পানি সিনোপ্যাক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশন। এই দুটি কূপের একটি উন্নয়ন কূপ এবং অন্যটি অনুসন্ধান কূপ। এই কাজে ব্যয় ধরা হয়েছে ৪৪৪ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৮৯৩ টাকা ৪৮ পয়সা। 

গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সিনোপ্যাক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশনকে কূপ খননের অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, বিদ্যুৎ ও জ্বালানি আইন-২০১০ অনুযায়ী সিলেট-১১ ও রশিদপুর-১৩ কূপ খনন করা হবে। 

এ বিষয়ে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) ও সিনোপ্যাক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশনের মধ্যে চুক্তি সম্পাদনের প্রস্তাব গৃহীত হয়েছে বলেও জানান সচিব। 

 ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এই প্রকল্পটি চালু থাকবে। কূপ দুটির খনন সফলভাবে শেষ হলে প্রথম পাঁচ বছর দৈনিক ২ কোটি ঘনফুট এবং পরের পাঁচ বছর দৈনিক ১ কোটি ৬০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। ১০ বছরে যে পরিমাণ গ্যাস তোলা যাবে, তার মূল্য হবে প্রায় ৪ হাজার ৫৪৫ কোটি টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুরু থেকে শেষ: হংকংয়ের মাটিতে বাংলাদেশের ড্র

ভারতে দলিত পুলিশ কর্মকর্তার আত্মহত্যায় তোলপাড়, সুইসাইড নোটে বর্ণবৈষম্যের অভিযোগ

বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ টিভিতে দেখাবে না, তাহলে দেখার উপায়

সখীপুরে শ্রমিক দল নেতার বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভারতে আত্মহত্যা করা পুলিশকে ‘দুর্নীতিবাজ’ বলে তদন্ত কর্মকর্তারও আত্মহত্যা, রেখে গেলেন তিন পাতার ‘সুইসাইড নোট’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ