Ajker Patrika

দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি আস্থাভাজন হয়ে ওঠেনি: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি আস্থাভাজন হয়ে ওঠেনি: সিইসি

দেশের নির্বাচন ব্যবস্থা এখনো পুরোপুরি আস্থাভাজন হয়ে ওঠেনি বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘ভোটারদের আস্থা বর্ধিত করতে হবে। মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমাদের দায়িত্ব রয়েছে।’

আজ বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি। এ সময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, এনআইডি মহাপরিচালক, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ইসির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না থাকায় সংকট রয়েছে জানিয়ে কাজী হাবিবুল আউয়ায় বলেন, ‘দলগুলোর মাঝে ঐকমত্য না হলে নির্বাচন ব্যবস্থা সংকটের মুখে পড়বে।’

সিইসি বলেন, ‘আমরা কিন্তু একটা সংকটে আছি কোনো সন্দেহ নেই। কারণ ভোট নিয়ে আমরা এখনো রাজনৈতিক ঐকমত্য দেখতে পাচ্ছি না। ঐকমত্য খুব বেশি প্রয়োজন।’

সিইসি জানান, ঐক্যবদ্ধের ভিত্তিতে নির্বাচনটা অনুষ্ঠিত হয়, তাহলে রাজনৈতিক সংকট উদ্ভূত হওয়ার সম্ভাবনাটা তিরোহিত হয়ে যায়। এ সময় নির্বাচনের আগে বা নির্বাচনকালীন কোনো সংকট সৃষ্টি যেন না হয় এমন প্রত্যাশা করেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আজকেও পত্রিকায় দেখলাম জাতীয় পার্টির নেতা জিএম কাদের বলেছেন, নির্বাচন ব্যবস্থাপনায় আস্থার জায়গায় জিরোর কোঠায় নেমে এসেছে। এটা সম্পূর্ণ সত্য নয় তবে কিছুটা সত্য হলেও ভালো হবে না। ভোটারদের আস্থা বর্ধিত করতে হবে। মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমাদের দায়িত্ব রয়েছে। নির্বাচন আয়োজক হিসেবে ভোটার এডুকেশন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

আগামী ভোটার দিবসগুলোতে সকল অংশীজনদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের ইচ্ছার কথা জানান কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘আমরা একটা খাবার তৈরি করে নিজেরাই খেয়ে ফেলব না। ভোটার দিবসে আমরা যদি আরও অনেক বিশিষ্টজন ও অংশীজনদের আমন্ত্রণ জানাতে পারি বা তাদের সমবেত করতে পারি তাহলে তারও একটা ইতিবাচক ফল হতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত