Ajker Patrika

বিএনপির এমপিদের পদত্যাগ: গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে শূন্য আসনে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৮: ২৫
বিএনপির এমপিদের পদত্যাগ: গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে শূন্য আসনে নির্বাচন

২০১৮ সালের নির্বাচনে বিএনপি থেকে জয়ী সংসদ সদস্যরা পদত্যাগ করেছেন। সংসদ সচিবালয় এসব সংসদ সদস্যদের আসন শূন্য ঘোষণা করলেই পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। 

আজ রোববার দুপুরে নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে এ কথা জানান মো. আলমগীর। 

মো. আলমগীর বলেন, ‘তাঁরা (বিএনপির এমপিরা) পদত্যাগপত্র দিয়েছেন খবরে দেখেছি। এটা স্পিকার বা ডেপুটি স্পিকার গ্রহণ করার পর সংসদ সচিবালয় থেকে গেজেট আকারে প্রকাশের পর পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার বিধান ইসির রয়েছে।’ 

গতকাল শনিবার বিএনপির সমাবেশে নির্বাচন কমিশনের বাতিল দাবি করেন দলটির নেতারা। এ ব্যাপারে ইসি আলমগীর জানান, বাংলাদেশে ৩৯টি রাজনৈতিক দল আছে। সবাই যদি বাতিল চায় সেটা ভিন্ন বিষয়। কিন্তু একটি বা দুটি দলের কথায় হবে না। 

এই নির্বাচন কমিশনার বলেন, ‘সব দল যদি বাতিল চায়, তাহলে বুঝতে হবে অর্পিত দায়িত্ব পালন করতে পারছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত