Ajker Patrika

ইউরোপীয় ইউনিয়নের চিঠির জবাব দিলেন সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ০৯
ইউরোপীয় ইউনিয়নের চিঠির জবাব দিলেন সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না বলে চিঠিতে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সেই চিঠির জবাব দিয়েছেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আজ রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে আহসান হাবিব খান সাংবাদিকদের বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ইউরোপীয় ইউনিয়নকে চিঠির জবাব দিয়েছেন। উনি সেখানে লিখেছেন, ‘আমরা আপনাদের চিঠিটা পেয়েছি। আমরা সরকার থেকে যে ধরনের সাপোর্ট পাচ্ছি, এই সাপোর্টটা থাকলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব। সরকার থেকে পূর্বের মতো সহযোগিতা পাব বলেও আশা করি।’ 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আহসান হাবিব খান বলেন, ‘আমরা আশা করি অল্প পরিসরে হলেও ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে। যত বেশি পর্যবেক্ষক আসবে, জিনিসটা (নির্বাচন) স্বচ্ছ হবে।’ 

গত ২০ সেপ্টেম্বর এক চিঠিতে ইইউ জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া নিয়ে যে অনিশ্চয়তা, তা কেটে যাবে বলে মনে করছে না ইইউ, যার কারণে নির্বাচন পর্যবেক্ষণের জন্য পূর্ণাঙ্গ মিশন পাঠানোর যে কথা ছিল, আপাতত তা পাঠানো থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

পাকিস্তানের ভয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চায় না ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত