অনলাইন ডেস্ক
ঈদুল আজহার সময় ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে পশু কোরবানি বন্ধের নির্দেশনা দিয়ে বিতর্কে জড়ানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা শাবাব বিন আহমেদের সেখানকার উপ-হাইকমিশনার নিয়োগ বাতিল করা হয়েছে। তাঁকে নেদারল্যান্ডস থেকে সরাসরি দেশে ফিরতে বলা হয়েছে। আগামী মাসে সেখানে তাঁর যোগদানের কথা ছিল।
গতকাল বৃহস্পতিবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক অফিস আদেশে বলেছে, শাবাবকে কলকাতার উপ-হাইকমিশনার নিযুক্ত করে গত বছর জারি করা আদেশ বাতিল করা হয়েছে এবং তাঁকে ঢাকায় বদলি করা হয়েছে।
নেদারল্যান্ডসের হেগে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (স্থানীয়) পদে কর্মরত শাবাব ২০২৪ সালের ২১ নভেম্বর কলকাতার উপ-হাইকমিশনার হিসেবে বদলির আদেশ পান। তবে তিনি সেখানে যোগদানের আগেই কোরবানিসংক্রান্ত একটি নির্দেশনা ইস্যু করেন, যা সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হলে সমালোচনার ঝড় ওঠে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শাবাব তার নির্দেশনায় কলকাতার মিশনে কোরবানি প্রথা বন্ধ করতে বলেন। ৩০ বছরেরও বেশি সময় ধরে মিশনে কোরবানি দিয়ে আসার রেওয়াজ থাকলেও তিনি এর ব্যত্যয় ঘটাতে বলেন।
এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে শাবাব বলেন, ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে ‘বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ও স্বাগতিক দেশ হিসেবে আস্থা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ বিবেচেনায় তিনি কোরবানি বন্ধের নির্দেশ দিয়েছেন।
প্রতিবছর ঈদুল আজহায় কলকাতা মিশনে পাঁচ থেকে সাতটি গরু-ছাগল কোরবানি দেওয়া হতো। এসব মাংস স্থানীয় এতিমখানাসহ আশপাশের মুসলিমদের মধ্যে বিতরণ করা হতো। শাবাবের নির্দেশনা কূটনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন আদেশে বলা হয়েছে, ‘আপনাকে সদর দপ্তর, ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অতএব, বাংলাদেশ দূতাবাস, দ্য হেগে আপনার বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অনতিবিলম্বে সদর দপ্তর, ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (সংস্থাপন) নওরিদ শারমিন স্বাক্ষরিত আদেশে কলকাতায় উপ-হাইকমিশনার হিসেবে তাঁর পদায়নের আদেশও বাতিল করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে’ গৃহীত হয়েছে।
ঈদুল আজহার সময় ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে পশু কোরবানি বন্ধের নির্দেশনা দিয়ে বিতর্কে জড়ানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা শাবাব বিন আহমেদের সেখানকার উপ-হাইকমিশনার নিয়োগ বাতিল করা হয়েছে। তাঁকে নেদারল্যান্ডস থেকে সরাসরি দেশে ফিরতে বলা হয়েছে। আগামী মাসে সেখানে তাঁর যোগদানের কথা ছিল।
গতকাল বৃহস্পতিবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক অফিস আদেশে বলেছে, শাবাবকে কলকাতার উপ-হাইকমিশনার নিযুক্ত করে গত বছর জারি করা আদেশ বাতিল করা হয়েছে এবং তাঁকে ঢাকায় বদলি করা হয়েছে।
নেদারল্যান্ডসের হেগে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (স্থানীয়) পদে কর্মরত শাবাব ২০২৪ সালের ২১ নভেম্বর কলকাতার উপ-হাইকমিশনার হিসেবে বদলির আদেশ পান। তবে তিনি সেখানে যোগদানের আগেই কোরবানিসংক্রান্ত একটি নির্দেশনা ইস্যু করেন, যা সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হলে সমালোচনার ঝড় ওঠে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শাবাব তার নির্দেশনায় কলকাতার মিশনে কোরবানি প্রথা বন্ধ করতে বলেন। ৩০ বছরেরও বেশি সময় ধরে মিশনে কোরবানি দিয়ে আসার রেওয়াজ থাকলেও তিনি এর ব্যত্যয় ঘটাতে বলেন।
এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে শাবাব বলেন, ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে ‘বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ও স্বাগতিক দেশ হিসেবে আস্থা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ বিবেচেনায় তিনি কোরবানি বন্ধের নির্দেশ দিয়েছেন।
প্রতিবছর ঈদুল আজহায় কলকাতা মিশনে পাঁচ থেকে সাতটি গরু-ছাগল কোরবানি দেওয়া হতো। এসব মাংস স্থানীয় এতিমখানাসহ আশপাশের মুসলিমদের মধ্যে বিতরণ করা হতো। শাবাবের নির্দেশনা কূটনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন আদেশে বলা হয়েছে, ‘আপনাকে সদর দপ্তর, ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অতএব, বাংলাদেশ দূতাবাস, দ্য হেগে আপনার বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অনতিবিলম্বে সদর দপ্তর, ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (সংস্থাপন) নওরিদ শারমিন স্বাক্ষরিত আদেশে কলকাতায় উপ-হাইকমিশনার হিসেবে তাঁর পদায়নের আদেশও বাতিল করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে’ গৃহীত হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের ৯০ শতাংশ ইঞ্জিনেরই (লোকোমোটিভ) মেয়াদ শেষ হয়ে গেছে। ৩০ থেকে ৬০ বছরের পুরোনো এসব ইঞ্জিন যাত্রাপথে বিকল হয়ে দুর্ভোগে ফেলছে যাত্রীদের। শুধু পণ্যবাহী, লোকাল বা মেইল নয়; কোনো কোনো আন্তনগর ট্রেনও চলছে কার্যকাল পেরিয়ে যাওয়া ইঞ্জিনে।
৮ ঘণ্টা আগেবিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডাদেশ হলে আসামিকে কারাগারের কনডেম সেলে (নির্জন প্রকোষ্ঠ) পাঠানো হয়। মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখা ‘দুবার সাজা দেওয়ার শামিল’ উল্লেখ করে এই বিধান বাতিল করেছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিন পরই এই রায় স্থগিত করেন আপিল
৮ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা-বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গতকাল রোববার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অ্যাটর্নি জেনারেল ও
৮ ঘণ্টা আগেবাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্মার্ট ড্রাইভিং লাইসেন্স-সেবা নিয়ে আবারও অচলাবস্থা দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে প্রায় ৭ লাখ গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স ঝুলে আছে। ২০২০ সালের ২৯ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স
৯ ঘণ্টা আগে