কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আফগানিস্তানের জনগণের জন্য মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে চলছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৭ তম বিশেষ অধিবেশন। সেখানে বাংলাদেশ এ ঘোষণা দেয়।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানের জনগণের ক্রমবর্ধমান গুরুতর মানবিক সংকট মোকাবিলায় সহায়তা করতে পাকিস্তানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১৯ ডিসেম্বর ইসলামাবাদে শুরু হয়েছে ওআইসির অধিবেশন।
অধিবেশনে সব সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের যোগ দেওয়ার কথা ছিল। তবে আইসোলেশনে থাকায় তিনি শেষ মুহূর্তে পাকিস্তান যেতে পারেননি। ওআইসির এ সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আফগানিস্তানের মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে খাদ্য ও ওষুধ দেবে বাংলাদেশ। আফগানিস্তান নিয়ে ওআইসি ১৭ তম বিশেষ অধিবেশনে বাংলাদেশের এ ঘোষণার কথা জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসির স্থায়ী প্রতিনিধি, পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক।
নারী ও শিশুসহ লক্ষাধিক আফগানের জরুরিভিত্তিতে খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহের প্রয়োজন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্যমতে, আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি অর্থাৎ, ২ কোটি ২৮ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটের সম্মুখীন। তাদের মধ্যে ৩২ লাখ আফগান শিশু এবং ৭ লাখ গর্ভবতী নারী তীব্রভাবে পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের ধারণা মতে, আফগানিস্তানের ৩ কোটি ৮০ লাখ লোকের মধ্যে ৬০ শতাংশ তীব্র ক্ষুধার সংকটের সম্মুখীন এবং এই পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য মতে, আফগানিস্তানে এর আগে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যা ২৯ লাখ। সেই সঙ্গে ২০২১ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে নতুন করে ৬ লাখ ৬৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শীতের আগমনের সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির আরও অবনতি হয়েছে, এই মুহূর্তে যথাযথ ব্যবস্থা না নিলে এখানে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে।
প্রসঙ্গত, আফগানিস্তান ওআইসির প্রতিষ্ঠাতা সদস্য।
আফগানিস্তানের জনগণের জন্য মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে চলছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৭ তম বিশেষ অধিবেশন। সেখানে বাংলাদেশ এ ঘোষণা দেয়।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানের জনগণের ক্রমবর্ধমান গুরুতর মানবিক সংকট মোকাবিলায় সহায়তা করতে পাকিস্তানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১৯ ডিসেম্বর ইসলামাবাদে শুরু হয়েছে ওআইসির অধিবেশন।
অধিবেশনে সব সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের যোগ দেওয়ার কথা ছিল। তবে আইসোলেশনে থাকায় তিনি শেষ মুহূর্তে পাকিস্তান যেতে পারেননি। ওআইসির এ সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আফগানিস্তানের মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে খাদ্য ও ওষুধ দেবে বাংলাদেশ। আফগানিস্তান নিয়ে ওআইসি ১৭ তম বিশেষ অধিবেশনে বাংলাদেশের এ ঘোষণার কথা জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসির স্থায়ী প্রতিনিধি, পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক।
নারী ও শিশুসহ লক্ষাধিক আফগানের জরুরিভিত্তিতে খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহের প্রয়োজন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্যমতে, আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি অর্থাৎ, ২ কোটি ২৮ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটের সম্মুখীন। তাদের মধ্যে ৩২ লাখ আফগান শিশু এবং ৭ লাখ গর্ভবতী নারী তীব্রভাবে পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের ধারণা মতে, আফগানিস্তানের ৩ কোটি ৮০ লাখ লোকের মধ্যে ৬০ শতাংশ তীব্র ক্ষুধার সংকটের সম্মুখীন এবং এই পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য মতে, আফগানিস্তানে এর আগে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যা ২৯ লাখ। সেই সঙ্গে ২০২১ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে নতুন করে ৬ লাখ ৬৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শীতের আগমনের সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির আরও অবনতি হয়েছে, এই মুহূর্তে যথাযথ ব্যবস্থা না নিলে এখানে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে।
প্রসঙ্গত, আফগানিস্তান ওআইসির প্রতিষ্ঠাতা সদস্য।
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
২ ঘণ্টা আগেপদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ঋণচুক্তির সময় ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) উল্লেখ না থাকা কিছু কাজ পরে প্রয়োজনে যুক্ত হয়েছে। বাড়তি এসব কাজে খরচ হয়েছে ৭৭ মিলিয়ন মার্কিন ডলার (ডলারের বর্তমান বিনিময়হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪৭ কোটি টাকা)। এই টাকা ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রকল্পটিতে
৮ ঘণ্টা আগেজুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়ন পদ্ধতি কী হবে, তা নিয়ে আজ রোববার (১০ আগস্ট) থেকে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে তাঁরা প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের মতামত, গণভোট ও অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা
১২ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। দেশটির শ্রম বাজারের বাংলাদেশ থেকে সর্বোচ্চ জনশক্ত
১৩ ঘণ্টা আগে