কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আফগানিস্তানের জনগণের জন্য মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে চলছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৭ তম বিশেষ অধিবেশন। সেখানে বাংলাদেশ এ ঘোষণা দেয়।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানের জনগণের ক্রমবর্ধমান গুরুতর মানবিক সংকট মোকাবিলায় সহায়তা করতে পাকিস্তানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১৯ ডিসেম্বর ইসলামাবাদে শুরু হয়েছে ওআইসির অধিবেশন।
অধিবেশনে সব সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের যোগ দেওয়ার কথা ছিল। তবে আইসোলেশনে থাকায় তিনি শেষ মুহূর্তে পাকিস্তান যেতে পারেননি। ওআইসির এ সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আফগানিস্তানের মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে খাদ্য ও ওষুধ দেবে বাংলাদেশ। আফগানিস্তান নিয়ে ওআইসি ১৭ তম বিশেষ অধিবেশনে বাংলাদেশের এ ঘোষণার কথা জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসির স্থায়ী প্রতিনিধি, পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক।
নারী ও শিশুসহ লক্ষাধিক আফগানের জরুরিভিত্তিতে খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহের প্রয়োজন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্যমতে, আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি অর্থাৎ, ২ কোটি ২৮ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটের সম্মুখীন। তাদের মধ্যে ৩২ লাখ আফগান শিশু এবং ৭ লাখ গর্ভবতী নারী তীব্রভাবে পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের ধারণা মতে, আফগানিস্তানের ৩ কোটি ৮০ লাখ লোকের মধ্যে ৬০ শতাংশ তীব্র ক্ষুধার সংকটের সম্মুখীন এবং এই পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য মতে, আফগানিস্তানে এর আগে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যা ২৯ লাখ। সেই সঙ্গে ২০২১ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে নতুন করে ৬ লাখ ৬৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শীতের আগমনের সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির আরও অবনতি হয়েছে, এই মুহূর্তে যথাযথ ব্যবস্থা না নিলে এখানে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে।
প্রসঙ্গত, আফগানিস্তান ওআইসির প্রতিষ্ঠাতা সদস্য।
আফগানিস্তানের জনগণের জন্য মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে চলছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৭ তম বিশেষ অধিবেশন। সেখানে বাংলাদেশ এ ঘোষণা দেয়।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানের জনগণের ক্রমবর্ধমান গুরুতর মানবিক সংকট মোকাবিলায় সহায়তা করতে পাকিস্তানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১৯ ডিসেম্বর ইসলামাবাদে শুরু হয়েছে ওআইসির অধিবেশন।
অধিবেশনে সব সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের যোগ দেওয়ার কথা ছিল। তবে আইসোলেশনে থাকায় তিনি শেষ মুহূর্তে পাকিস্তান যেতে পারেননি। ওআইসির এ সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আফগানিস্তানের মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে খাদ্য ও ওষুধ দেবে বাংলাদেশ। আফগানিস্তান নিয়ে ওআইসি ১৭ তম বিশেষ অধিবেশনে বাংলাদেশের এ ঘোষণার কথা জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসির স্থায়ী প্রতিনিধি, পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক।
নারী ও শিশুসহ লক্ষাধিক আফগানের জরুরিভিত্তিতে খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহের প্রয়োজন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্যমতে, আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি অর্থাৎ, ২ কোটি ২৮ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটের সম্মুখীন। তাদের মধ্যে ৩২ লাখ আফগান শিশু এবং ৭ লাখ গর্ভবতী নারী তীব্রভাবে পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের ধারণা মতে, আফগানিস্তানের ৩ কোটি ৮০ লাখ লোকের মধ্যে ৬০ শতাংশ তীব্র ক্ষুধার সংকটের সম্মুখীন এবং এই পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য মতে, আফগানিস্তানে এর আগে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যা ২৯ লাখ। সেই সঙ্গে ২০২১ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে নতুন করে ৬ লাখ ৬৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শীতের আগমনের সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির আরও অবনতি হয়েছে, এই মুহূর্তে যথাযথ ব্যবস্থা না নিলে এখানে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে।
প্রসঙ্গত, আফগানিস্তান ওআইসির প্রতিষ্ঠাতা সদস্য।
দেশের স্থানীয় পর্যায়ে গ্রামীণ, পানিসম্পদ ও নগর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এসব অবকাঠামোর রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে বিভিন্ন বিষয়ে কারিগরি সহায়তা দিয়ে থাকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে সেটি ভারত পছন্দ করেনি। এ কারণে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
৩ ঘণ্টা আগেশাকসবজি ও ফল সংরক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশবান্ধব সৌর প্রযুক্তির সহায়তায় ১০০টি ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’ স্থাপনের কার্যক্রম শুরু করেছে সরকার। চলতি বছরে এগুলোর নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
১১ ঘণ্টা আগেমেট্রোরেলের র্যাপিড পাস কার্ড এবার থেকে অনলাইনেই রিচার্জ করতে পারবে যাত্রীরা। তারা ঘরে বসেই র্যাপিড পাসের ওয়েবসাইট ব্যবহার করে মোবাইল বা কম্পিউটার থেকে সহজে রিচার্জ করতে পারবে। ফলে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার ধকল পোহাতে হবে না।
১১ ঘণ্টা আগে