Ajker Patrika

আ.লীগের সমাবেশে অসম্মতি: রিটার্নিং অফিসারকে এমন বিষয় ইসিতে না পাঠানোর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ২২: ০৫
আ.লীগের সমাবেশে অসম্মতি: রিটার্নিং অফিসারকে এমন বিষয় ইসিতে না পাঠানোর অনুরোধ

আন্তর্জাতিক মানবধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চেয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। রিটার্নিং অফিসার চিঠিটি পাঠিয়ে দেন নির্বাচন কমিশনে। সমাবেশে অসম্মতি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর রিটার্নিং অফিসার নিজেই ক্ষমতাবান বিধায় ভবিষ্যতে এ ধরনের বিষয় ইসিতে না পাঠানোর অনুরোধ জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

আজ মঙ্গলবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি চিঠি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়।

চিঠিতে জানানো হয়, ‘নির্বাচন-পূর্ব সময়ে এ ধরনের সভা-সমাবেশ আয়োজনে অনুমতি প্রদান না করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। উল্লেখ্য, এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য রিটার্নিং অফিসার নিজেই ক্ষমতাবান এবং ভবিষ্যতে এ ধরনের বিষয়ে নির্বাচন কমিশনে না প্রেরণের জন্য অনুরোধ করা হলো।’

এর আগে আজ মঙ্গলবার সকালে ইসির অসম্মতির কথা জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে আওয়ামী লীগের সমাবেশ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে হচ্ছে না। নির্বাচন কমিশন বাইরে কর্মসূচির আবেদন গ্রহণ না করায় ভেতরে এই কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। বাইরে যে সমাবেশ করার কথা সেটি করছি না। নির্বাচনী বিধির বাইরে আমরা যেতে চাই না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত