ভারতে বাংলাদেশের দূতাবাসে এখন কোনো হাইকমিশনার নেই। শূন্যস্থান পূরণে বাংলাদেশ নতুন হাইকমিশনার পাঠাতে চায় নয়াদিল্লিতে। এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, ভারতে নতুন হাইকমিশনার নিয়োগের বিষয়ে ভারত সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের (অ্যাগ্রিমো বা নিয়োগ প্রস্তাব) জন্য পাঠানো অনুরোধের জবাবের অপেক্ষায় আছে ঢাকা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বর্তমানে নয়াদিল্লিতে ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন মো. নূরাল ইসলাম।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা ভারতের জবাবের অপেক্ষা করছি। এটি স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় নিচ্ছে বলে আমি মনে করি না। যদিও নির্ধারিত কোনো সময়সীমা নেই, সাধারণত তিন থেকে চার মাস সময় লাগে।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন কি না—এমন প্রশ্নে মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।’ তিনি আরও বলেন, ‘হাসিনার স্ট্যাটাস সম্পর্কিত বিষয়টি ভারতের সরকারের ওপর নির্ভর করে।’
বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সংশ্লিষ্ট সব নথি ইতিমধ্যে জনসমক্ষে প্রকাশ করা হয়েছে।
এদিকে, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে ইঙ্গিত করে অন্তর্বর্তী সরকার সম্প্রতি জানিয়েছে, কারও পাসপোর্ট বাতিল হলে ভিসা বিষয়টি আর প্রাসঙ্গিক থাকে না। বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তর ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে, যার মধ্যে শেখ হাসিনার পাসপোর্টও রয়েছে। তাদের বিরুদ্ধে জুলাইয়ের হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ৭৭ বছর বয়সী হাসিনা গত বছরের আগস্টে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে পাঠানো এক কূটনৈতিক চিঠির (নোট ভারবাল) বিষয়ে এখনো কোনো জবাব পায়নি ঢাকা।
ভারতে বাংলাদেশের দূতাবাসে এখন কোনো হাইকমিশনার নেই। শূন্যস্থান পূরণে বাংলাদেশ নতুন হাইকমিশনার পাঠাতে চায় নয়াদিল্লিতে। এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, ভারতে নতুন হাইকমিশনার নিয়োগের বিষয়ে ভারত সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের (অ্যাগ্রিমো বা নিয়োগ প্রস্তাব) জন্য পাঠানো অনুরোধের জবাবের অপেক্ষায় আছে ঢাকা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বর্তমানে নয়াদিল্লিতে ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন মো. নূরাল ইসলাম।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা ভারতের জবাবের অপেক্ষা করছি। এটি স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় নিচ্ছে বলে আমি মনে করি না। যদিও নির্ধারিত কোনো সময়সীমা নেই, সাধারণত তিন থেকে চার মাস সময় লাগে।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন কি না—এমন প্রশ্নে মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।’ তিনি আরও বলেন, ‘হাসিনার স্ট্যাটাস সম্পর্কিত বিষয়টি ভারতের সরকারের ওপর নির্ভর করে।’
বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সংশ্লিষ্ট সব নথি ইতিমধ্যে জনসমক্ষে প্রকাশ করা হয়েছে।
এদিকে, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে ইঙ্গিত করে অন্তর্বর্তী সরকার সম্প্রতি জানিয়েছে, কারও পাসপোর্ট বাতিল হলে ভিসা বিষয়টি আর প্রাসঙ্গিক থাকে না। বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তর ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে, যার মধ্যে শেখ হাসিনার পাসপোর্টও রয়েছে। তাদের বিরুদ্ধে জুলাইয়ের হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ৭৭ বছর বয়সী হাসিনা গত বছরের আগস্টে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে পাঠানো এক কূটনৈতিক চিঠির (নোট ভারবাল) বিষয়ে এখনো কোনো জবাব পায়নি ঢাকা।
উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন যাতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি ও তাদের আকৃষ্ট করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে তাদের জন্য আলাদা বুথ থাকবে।’
১৩ মিনিট আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
৩৫ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি ৮০ হাজারেরও বেশি সেনাসদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
১ ঘণ্টা আগেযান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে