Ajker Patrika

ভারতের সুসম্পর্ক শুধু সরকার, দল ও ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৪৮
ভারতের সুসম্পর্ক শুধু সরকার, দল ও ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল: পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সরকার বা দলের ও ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল। এর পরিবর্তে দুই দেশের সম্পর্ককে জনকেন্দ্রিক করতে হবে। 

আজ সোমবার সচিবালয়ে ‘আওয়ামী লীগের শাসনামলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সোনালি অধ্যায় ছিল কি না’—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা বলেন। 

তৌহিদ হোসেন বলেন, ‘আমরা চাই, জনসাধারণের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠুক। দুই দেশের মানুষের মাঝে এই বিশ্বাস তৈরি হোক যে দ্বিপক্ষীয় সম্পর্ক খুব ভালো আছে।’ 

তৌহিদ হোসেন আরও বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নয়নের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মানুষের মনে সৃষ্ট ক্ষোভ প্রশমন করা সম্ভব।’ 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে ছাত্র-জনতার বিপ্লবের পরে ভারতীয় গণমাধ্যম অতিরঞ্জিত সংবাদ প্রচার করেছে, সে জন্য আন্তর্জাতিক গণমাধ্যম যারা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে, ভারতীয় গণমাধ্যমের এই দৃষ্টিভঙ্গি তারা গ্রহণ করেনি। 

শেখ হাসিনার সরকারের সঙ্গে পশ্চিমা বিশ্বের একধরনের টানাপোড়েনের বিষয়টি স্বীকার করা উচিত বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, যেসব ইস্যুতে টানাপোড়েন/// চলছিল, এগুলো বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ছাত্র-জনতার এজেন্ডার সঙ্গে সংগতিপূর্ণ। কাজেই এখানে দ্বন্দ্বের কোনো সুযোগ নেই। 

পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও গতিশীল সম্পর্ক চায়। কোনো একপর্যায়ে কোনো এক কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে একটু টানাপোড়েন ছিল। এখন স্বাভাবিক একটা সম্পর্কে যদি উন্নীত হয়, সবার খুশি হওয়া উচিত। 

উপদেষ্টা জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যাদের কাজ আছে শুধু তাঁদের একটি ছোট বহর নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে যাবেন। 

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের পর দেশত্যাগ করে দিল্লি চলে যান শেখ হাসিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত